সোমবার রাতে আওমোরি উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পের পর পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় মানুষ অস্বাভাবিকভাবে দীর্ঘ ও ধীর কম্পন অনুভব করেন। এই কম্পনকে ভূতাত্ত্বিক ভাষায় বলা হয় দীর্ঘ-পর্যায় ভূমি কম্পন, যা উৎস থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় এবং বিশেষ করে উঁচু ভবনের ওপরের তলায় থাকা মানুষের কাছে বেশি তীব্র মনে হয়।
কেন এত দূর পর্যন্ত পৌঁছায় এই কম্পন
বড় ভূমিকম্পে নানা ধরনের কম্পন তরঙ্গ তৈরি হয়। যেসব তরঙ্গের স্থায়িত্ব বেশি, সেগুলো ভূমির ওপর দিয়ে ভ্রমণ করে বহু দূরে পৌঁছাতে পারে। একই সঙ্গে প্রতিটি ভবনের নিজস্ব দোলনের সময়কাল থাকে। ভূমিকম্পের তরঙ্গের দোলন যদি ভবনের স্বাভাবিক দোলনের সঙ্গে মিলে যায়, তখন দীর্ঘ সময় ধরে দুলুনি চলতে থাকে এবং ক্ষতির ঝুঁকি বাড়ে।
উঁচু ভবনে কম্পন কেন বেশি অনুভূত হয়
ভবন যত উঁচু, তার দোলনের সময়কাল তত দীর্ঘ হয়। ফলে নিচের তলার তুলনায় ওপরের তলায় কম্পন বেশি তীব্র ও দীর্ঘ মনে হয়। সাধারণ ঝাঁকুনি কয়েক সেকেন্ডে শেষ হলেও দীর্ঘ-পর্যায় কম্পনে প্রতিটি দুলুনি দুই থেকে সাত সেকেন্ড স্থায়ী হতে পারে এবং পুরো ঘটনা চলতে পারে কয়েক মিনিট।

আগেও দেখা গেছে এমন অভিজ্ঞতা
দীর্ঘ-পর্যায় কম্পন প্রথম ব্যাপকভাবে আলোচনায় আসে ২০১১ সালের মহাভূমিকম্পের সময়। তখন কেন্দ্র থেকে শত শত কিলোমিটার দূরের টোকিওর উঁচু ভবনগুলো ধীরে কিন্তু প্রবলভাবে দুলেছিল। পরে ২০২৩ সালেও উত্তর ইশিকাওয়া অঞ্চলের ভূমিকম্পে এই ধরনের কম্পনের জন্য আগাম সতর্কতা জারি করা হয়।
কী ধরনের ক্ষতি হতে পারে
পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, ছাদের প্যানেল পড়ে যাওয়া, স্প্রিংকলার ফেটে যাওয়া এবং লিফট বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। দূরের শহরেও লিফট বন্ধ হয়ে যাত্রী আটকে পড়া এবং ভেতরের সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার নজির রয়েছে। তবে সোমবারের ভূমিকম্পের পর এখন পর্যন্ত ধীর কম্পনের কারণে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এবারের কম্পন কতটা শক্তিশালী ছিল
আওমোরির একটি পর্যবেক্ষণ কেন্দ্রে তৃতীয় মাত্রার দীর্ঘ-পর্যায় কম্পন ধরা পড়ে, যা চার মাত্রার স্কেলে দ্বিতীয় সর্বোচ্চ। অন্য এলাকায় প্রথম ও দ্বিতীয় মাত্রার কম্পন রেকর্ড হয়েছে। প্রথম মাত্রায় ঝুলন্ত জিনিস দুলে ওঠে, দ্বিতীয় মাত্রায় মানুষ ধরে দাঁড়াতে চায়, আর তৃতীয় মাত্রায় দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে।
নিরাপদ থাকতে কী করবেন
উঁচু ভবনে থাকলে মাথা রক্ষা করে মজবুত টেবিল বা স্থির আসবাবের নিচে আশ্রয় নেওয়া জরুরি। হুড়োহুড়ি করে বেরিয়ে যাওয়া ঠিক নয় এবং বাইরে যেতে হলে লিফট ব্যবহার এড়িয়ে চলাই নিরাপদ।
সারাক্ষণ রিপোর্ট 



















