মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন নিরাপত্তা যাচাই জোরদার হওয়ায় এক এইচ–ওয়ানবি ভিসাধারী কর্মী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। ডিসেম্বরের জন্য নির্ধারিত ভিসা সাক্ষাৎকার হঠাৎ পিছিয়ে মার্চ দুই হাজার ছাব্বিশে নেওয়ায় তিনি বর্তমানে ভারতে আটকে পড়েছেন এবং বাধ্য হয়ে বিনা বেতনে ছুটি কাটাচ্ছেন।
ভিসা সাক্ষাৎকার হঠাৎ পিছিয়ে যাওয়ার ঘটনা
কর্মক্ষেত্রভিত্তিক অনলাইন ফোরামে দেওয়া এক পোস্টে ওই ব্যক্তি জানান, গণহারে ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণের কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। ইমেইলে জানানো হয়েছে, ডিসেম্বরের সাক্ষাৎকার সরিয়ে তিন মাস পরের তারিখে রাখা হয়েছে। এতে করে পরিকল্পনামতো যুক্তরাষ্ট্রে ফেরা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে।
নতুন নিরাপত্তা যাচাই ও বিলম্ব
ওই কর্মীর দাবি, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অতিরিক্ত নিরাপত্তা যাচাই চালু করেছে। এক্স, ইনস্টাগ্রাম ও লিংকডইনের মতো প্ল্যাটফর্মে আবেদনকারীদের অনলাইন কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়ার কারণেই ভিসা অনুমোদনে ব্যাপক দেরি হচ্ছে বলে তিনি মনে করছেন।
কোম্পানির অস্পষ্ট ভূমিকা
ভিসা বিলম্বের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য না পাওয়ায় মানসিক চাপ আরও বেড়েছে। কর্মীর ভাষ্য অনুযায়ী, তার প্রতিষ্ঠানের অভিবাসন টিম বা মানবসম্পদ বিভাগ কেউই সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে পারছে না। শুধু সাধারণ সমবেদনার কথাই বলা হচ্ছে, কিন্তু পরবর্তী করণীয় সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি।
বিনা বেতনে ছুটি ও আর্থিক চাপ
আই–নাইনটি–ফোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই ব্যক্তি বর্তমানে ভারতে আটকে আছেন এবং বিনা বেতনে ছুটি নিতে বাধ্য হয়েছেন। ব্যক্তিগত সঞ্চয়ের ওপর নির্ভর করে দিন কাটাতে হচ্ছে তাকে। তিনি ভারতে থাকা অবস্থায় কোম্পানির স্থানীয় অফিস থেকে কাজ করার অনুমতি চাইলেও পোস্ট দেওয়ার সময় পর্যন্ত কোনো উত্তর পাননি।
পুনর্নির্ধারণে বাড়তি খরচের আশঙ্কা
তিনি জানান, জানুয়ারি থেকে ভিসা সাক্ষাৎকার একবারের বেশি বিনা খরচে পুনর্নির্ধারণ করা যাবে না। দ্বিতীয়বার তারিখ বদলাতে হলে আবার সম্পূর্ণ ভিসা ফি দিতে হবে, যার পরিমাণ প্রায় ষোল হাজার টাকা। মার্চের তারিখেও সমস্যা হলে এই অতিরিক্ত খরচের ঝুঁকি রয়েছে।
ব্যাপক প্রভাব ও ক্ষোভ
ওই কর্মীর মতে, একই সময়ে হাজারো এইচ–ওয়ানবি আবেদনকারী এই সমস্যায় পড়েছেন। ডিসেম্বর ছিল ভিসা স্ট্যাম্পিংয়ের ব্যস্ত সময়, কিন্তু পুরো মাসটাই কার্যত বাতিল হয়ে গেছে। অনেকেই ব্যয়বহুল বিমান টিকিট ও হোটেল বুকিং করেছিলেন, যা এখন সম্পূর্ণই বৃথা গেছে।
মার্কিন ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি
সম্প্রতি বাড়তি যাচাইয়ের ফলে বহু এইচ–ওয়ানবি ভিসাধারীর সাক্ষাৎকার আগামী বছরে ঠেলে দেওয়া হয়েছে। এতে করে অনেকে ভারতে আটকে পড়ছেন এবং কবে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















