০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অ্যান্থনি জোশুয়া, নিহত ঘনিষ্ঠ দুই সতীর্থ সাংস্কৃতিক জাগরণে নতুন অধ্যায়: দুই হাজার পঁচিশে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বমুখী অর্জন সিরিয়ায় ফেরার টান, অপেক্ষার বাস্তবতা চীনে বিরল পাখি রক্ষার লড়াই: ভোরের অন্ধকারে শিকারিদের পিছু ধাওয়া শহরের শ্বাসরোধ: আবর্জনা, দূষণ আর ভাঙা রাস্তায় কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে ভারতের মহানগর সাবালেঙ্কা–কিরিওসের লড়াই নিয়ে বিতর্ক, তবু ইতিবাচক দিকই দেখছেন দুই তারকা যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার কারখানা ফিরিয়ে নিতে পারছে না হুন্ডাই আর্জেন্টিনায় স্বপ্নের গম মৌসুম শেষের পথে, রেকর্ড ফলনে কৃষকের মুখে হাসি চীনের রেকর্ড সামরিক মহড়া তাইওয়ান ঘিরে, উত্তেজনা কম বলে মন্তব্য ট্রাম্পের মার্কিন বন্ড বাজারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের নড়বড়ে শান্তি, ফের অশান্তির আশঙ্কা

বিএনপি জামায়াত এনসিপির শীর্ষ নেতারা ঢাকার যে সব আসনে প্রার্থী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বিএনপি-জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকার আসনগুলো থেকেই বিএনপি-জামায়াত ও এনসিপির শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে, নির্বাচনী জোট বা আসন সমঝোতার কারণে ঢাকার বিভিন্ন আসন থেকে কোনো কোনো দলের শীর্ষ প্রার্থীরা আসন ছেড়ে দিয়েছেন।

এদিন অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেছেন।

এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারা শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটারদের স্বাক্ষর নিয়ে শেষ বিকেলে তিনি খিলগাঁও থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৩০শে ডিসেম্বর থেকে ২০২৬ সালের চৌঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা।

যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, তার বিরুদ্ধে আগামী বছরের ১১ই জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা।

আর বৈধ প্রার্থীর মধ্যে জোট বা আসন সমঝোতার কারণে যে সব প্রার্থী নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করবেন তাদেরকে আগামী ২০শে জানুয়ারির মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।

গুঞ্জন ছিল যে মনোনয়ন দাখিলের জন্য সময়সীমা আরও কিছুটা বাড়ানো হতে পারে। কিন্তু সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই সময় আর বাড়ানো হবে না।

তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল করেন তার নির্বাচনী সমন্বয়ক

তারেকসহ আলোচিত নেতারা যে সব আসনে

গত নভেম্বরের শুরুতে বিএনপি প্রাথমিক ধাপে যে মনোনয়ন ঘোষণা করেছিল সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন নির্ধারণ করা হয়েছিল বগুড়া ৬।

গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পর শনিবার ঢাকার গুলশান এলাকা থেকে ভোটার হন মি. রহমান।

রোববার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বগুড়া-৬ আসন ছাড়াও ঢাকার গুলশান-বনানীর অধিভুক্ত ঢাকা ১৭ আসনে প্রার্থী হবেন বিএনপি নেতা।

এর আগে এই আসনে বিএনপির শরীক দলের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

পরে অবশ্য মি. পার্থ তার দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় ভোলার একটি আসন থেকে বিএনপি জোটের শরীক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে।

যে কারণে দলের নেতাদের অনুরোধে ঢাকা-১৭ আসনে তারেক রহমান প্রার্থী হয়েছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সোমবার তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম।

সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে মি. সালাম সাংবাদিকদের বলেন, “আমাদের প্রত্যাশা, তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন”।

তারেক রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হয়েছে ঢাকা ৮ আসন থেকে। ঢাকার কেরানীগঞ্জ এলাকা নিয়ে গঠিত ঢাকা-৩ আসন থেকে লড়ছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া বিএনপির আমান উল্লাহ আমান ঢাকা-২, নবী উল্লাহ নবী ঢাকা-৫, ইশরাক হোসেন ঢাকা-৬, এম এ কাইয়ূম ঢাকা ১১, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, আমিনুল হক- ১৬ আসন থেকে নির্বাচনে লড়বেন বিএনপির আলোচিত প্রার্থীরা।

এছাড়া বিএনপি জোটের হয়ে ঢাকা ১২ আসনের প্রার্থী হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই জোটের দল এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ তার দল ছেড়ে ধানের শীষের প্রার্থী হয়েছেন ঢাকা ১৩ আসন থেকে।

ঢাকার বেশ কয়েকটি আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচনে লড়ছেন
ছবির ক্যাপশান,ঢাকার বেশ কয়েকটি আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচনে লড়ছেন

জামায়াত আমিরও ঢাকার প্রার্থী

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগেই ঢাকার মিরপুর কাফরুল এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালাচ্ছিলেন।

সোমবার জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ প্রতিনিধি দল।

আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা ইটিআই ভবনে ঢাকা ১৩ ও ১৫-এর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয় মনোনয়ন।

মনোনয়ন জমা শেষে মি. জুবায়ের বলেন, “আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি সে প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে”।

এছাড়াও ঢাকা ১৪ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন- মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসন থেকে আব্দুল বাতেন, ঢাকা -১২ আসন থেকে সাইফুল আলম মিলন, ঢাকা-২ আসন থেকে আব্দুল হক, ঢাকা-৬ আসন থেকে আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে এনায়েত উল্লাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ঢাকা ১৩ আসন থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এই আসনটি ছেড়ে দিতে হয়েছে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মামুনুল হককে।

এছাড়া ঢাকার বেশ কয়েকটি আসন এনসিপি নেতাদের জন্য ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী।

তবে জোটভুক্ত হলেও কোন কোন আসনে জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বা শরীক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

রোববার ঢাকার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছিলেন, একাধিক আসনে জোটভুক্ত দলের প্রার্থী থাকলেও মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রত্যাহারের আগ পর্যন্ত নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এক আসনে একজন প্রার্থীই ঘোষণা করবেন জামায়াতের নেতৃত্বাধীন জোট।

ঢাকা -৮ আসনে প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী
ছবির ক্যাপশান,ঢাকা -৮ আসনে প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী

নাহিদসহ এনসিপি শীর্ষ নেতারা কে কোথায়?

বিএনপি ও জামায়াতের মতো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা থেকে।

গত কয়েকদিনের টানা আলোচনার পর রোববার রাতে জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনের কথা জানিয়েছে এনসিপি।

এরপরই ঢাকার বাড্ডা রামপুরা এলাকা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হন নাহিদ ইসলাম।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ নাহিদ ইসলামের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন।

নাহিদ ইসলাম এই আসনে প্রার্থী হওয়ায় ওই আসন থেকে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান।

নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ঢাকা-৮, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রার্থী হয়েছেন ঢাকা-১৮ আসনে।

এনসিপি জানিয়েছে, জামায়াতসহ আট দলের সাথে রোববার নির্বাচনী ঐক্য চূড়ান্ত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াত সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসনে বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকার কয়েকটি আসনসহ সারাদেশের ৪৭টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তারা।

আহ্বায়ক ঢাকায় প্রার্থী হলেও আখতার লড়ছেন রংপুরের একটি আসনে।

এর মধ্যে জোটের সাথে আলোচনার ভিত্তিতে কিছু আসন চূড়ান্ত হয়েছে। কিছু আসন এখনো চূড়ান্ত হয়নি।

মি. হোসেন জানান, শেষ পর্যন্ত জোটের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে শেষ পর্যন্ত ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী দিতে পারে এনসিপি। বাকি আসনগুলো থেকে দলীয় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবে।

এদিকে, সোমবার বিকেলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে তিনি প্রার্থী হননি। এর আগে আসিফ ঢাকা ১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।

BBC News বাংলা

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অ্যান্থনি জোশুয়া, নিহত ঘনিষ্ঠ দুই সতীর্থ

বিএনপি জামায়াত এনসিপির শীর্ষ নেতারা ঢাকার যে সব আসনে প্রার্থী

১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বিএনপি-জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকার আসনগুলো থেকেই বিএনপি-জামায়াত ও এনসিপির শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে, নির্বাচনী জোট বা আসন সমঝোতার কারণে ঢাকার বিভিন্ন আসন থেকে কোনো কোনো দলের শীর্ষ প্রার্থীরা আসন ছেড়ে দিয়েছেন।

এদিন অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেছেন।

এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারা শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটারদের স্বাক্ষর নিয়ে শেষ বিকেলে তিনি খিলগাঁও থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৩০শে ডিসেম্বর থেকে ২০২৬ সালের চৌঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা।

যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, তার বিরুদ্ধে আগামী বছরের ১১ই জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা।

আর বৈধ প্রার্থীর মধ্যে জোট বা আসন সমঝোতার কারণে যে সব প্রার্থী নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করবেন তাদেরকে আগামী ২০শে জানুয়ারির মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।

গুঞ্জন ছিল যে মনোনয়ন দাখিলের জন্য সময়সীমা আরও কিছুটা বাড়ানো হতে পারে। কিন্তু সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই সময় আর বাড়ানো হবে না।

তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল করেন তার নির্বাচনী সমন্বয়ক

তারেকসহ আলোচিত নেতারা যে সব আসনে

গত নভেম্বরের শুরুতে বিএনপি প্রাথমিক ধাপে যে মনোনয়ন ঘোষণা করেছিল সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন নির্ধারণ করা হয়েছিল বগুড়া ৬।

গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পর শনিবার ঢাকার গুলশান এলাকা থেকে ভোটার হন মি. রহমান।

রোববার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বগুড়া-৬ আসন ছাড়াও ঢাকার গুলশান-বনানীর অধিভুক্ত ঢাকা ১৭ আসনে প্রার্থী হবেন বিএনপি নেতা।

এর আগে এই আসনে বিএনপির শরীক দলের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

পরে অবশ্য মি. পার্থ তার দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় ভোলার একটি আসন থেকে বিএনপি জোটের শরীক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে।

যে কারণে দলের নেতাদের অনুরোধে ঢাকা-১৭ আসনে তারেক রহমান প্রার্থী হয়েছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সোমবার তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম।

সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে মি. সালাম সাংবাদিকদের বলেন, “আমাদের প্রত্যাশা, তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন”।

তারেক রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হয়েছে ঢাকা ৮ আসন থেকে। ঢাকার কেরানীগঞ্জ এলাকা নিয়ে গঠিত ঢাকা-৩ আসন থেকে লড়ছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া বিএনপির আমান উল্লাহ আমান ঢাকা-২, নবী উল্লাহ নবী ঢাকা-৫, ইশরাক হোসেন ঢাকা-৬, এম এ কাইয়ূম ঢাকা ১১, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, আমিনুল হক- ১৬ আসন থেকে নির্বাচনে লড়বেন বিএনপির আলোচিত প্রার্থীরা।

এছাড়া বিএনপি জোটের হয়ে ঢাকা ১২ আসনের প্রার্থী হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই জোটের দল এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ তার দল ছেড়ে ধানের শীষের প্রার্থী হয়েছেন ঢাকা ১৩ আসন থেকে।

ঢাকার বেশ কয়েকটি আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচনে লড়ছেন
ছবির ক্যাপশান,ঢাকার বেশ কয়েকটি আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচনে লড়ছেন

জামায়াত আমিরও ঢাকার প্রার্থী

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগেই ঢাকার মিরপুর কাফরুল এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালাচ্ছিলেন।

সোমবার জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ প্রতিনিধি দল।

আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা ইটিআই ভবনে ঢাকা ১৩ ও ১৫-এর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয় মনোনয়ন।

মনোনয়ন জমা শেষে মি. জুবায়ের বলেন, “আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি সে প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে”।

এছাড়াও ঢাকা ১৪ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন- মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসন থেকে আব্দুল বাতেন, ঢাকা -১২ আসন থেকে সাইফুল আলম মিলন, ঢাকা-২ আসন থেকে আব্দুল হক, ঢাকা-৬ আসন থেকে আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে এনায়েত উল্লাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ঢাকা ১৩ আসন থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এই আসনটি ছেড়ে দিতে হয়েছে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মামুনুল হককে।

এছাড়া ঢাকার বেশ কয়েকটি আসন এনসিপি নেতাদের জন্য ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী।

তবে জোটভুক্ত হলেও কোন কোন আসনে জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বা শরীক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

রোববার ঢাকার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছিলেন, একাধিক আসনে জোটভুক্ত দলের প্রার্থী থাকলেও মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রত্যাহারের আগ পর্যন্ত নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এক আসনে একজন প্রার্থীই ঘোষণা করবেন জামায়াতের নেতৃত্বাধীন জোট।

ঢাকা -৮ আসনে প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী
ছবির ক্যাপশান,ঢাকা -৮ আসনে প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী

নাহিদসহ এনসিপি শীর্ষ নেতারা কে কোথায়?

বিএনপি ও জামায়াতের মতো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা থেকে।

গত কয়েকদিনের টানা আলোচনার পর রোববার রাতে জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনের কথা জানিয়েছে এনসিপি।

এরপরই ঢাকার বাড্ডা রামপুরা এলাকা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হন নাহিদ ইসলাম।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ নাহিদ ইসলামের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন।

নাহিদ ইসলাম এই আসনে প্রার্থী হওয়ায় ওই আসন থেকে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান।

নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ঢাকা-৮, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রার্থী হয়েছেন ঢাকা-১৮ আসনে।

এনসিপি জানিয়েছে, জামায়াতসহ আট দলের সাথে রোববার নির্বাচনী ঐক্য চূড়ান্ত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াত সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসনে বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকার কয়েকটি আসনসহ সারাদেশের ৪৭টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তারা।

আহ্বায়ক ঢাকায় প্রার্থী হলেও আখতার লড়ছেন রংপুরের একটি আসনে।

এর মধ্যে জোটের সাথে আলোচনার ভিত্তিতে কিছু আসন চূড়ান্ত হয়েছে। কিছু আসন এখনো চূড়ান্ত হয়নি।

মি. হোসেন জানান, শেষ পর্যন্ত জোটের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে শেষ পর্যন্ত ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী দিতে পারে এনসিপি। বাকি আসনগুলো থেকে দলীয় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবে।

এদিকে, সোমবার বিকেলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে তিনি প্রার্থী হননি। এর আগে আসিফ ঢাকা ১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।

BBC News বাংলা