সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা শনিবার সকালে কর্মবিরতিতে যান। সহকর্মী এক নারী ইন্টার্নের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি শুরু করেন তারা। হাসপাতাল সূত্র জানায়, শনিবার ভোররাতে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসা সেবা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক একটার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়ে কয়েকজন ইন্টার্নের সঙ্গে এক রোগীর স্বজনদের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে রোগীর এক স্বজন নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর শারীরিকভাবে হামলা চালায়।

ঘটনার পর হাসপাতাল প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে একজন নারীসহ তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা। বাধ্য হয়ে কেউ কেউ চিকিৎসার জন্য অন্য হাসপাতালে চলে যাচ্ছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















