০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সংবেদনশীল চিকিৎসা তথ্য সুরক্ষায় কড়া ব্যবস্থা নিল সিঙ্গাপুর সেরাঙ্গুন নদীর পূর্ব তীরে সবুজায়ন নিয়ে পুনর্বিবেচনা, শিল্প জোনের যুক্তিতে অনড় সরকার গাজা পুনর্গঠনের দায়িত্বে ফিলিস্তিনি প্রকৌশলী, সাত বছরে ঘুরে দাঁড়ানোর আশ্বাস তামিল রাজনীতির ময়দানে তারকার ছায়া, ছবি মুক্তি আটকে বাড়ছে বিতর্ক মাচাদোর নোবেল পদক ট্রাম্পের হাতে, ভেনেজুয়েলা প্রশ্নে নতুন বার্তা ইউরোপীয় সেনা নামল গ্রিনল্যান্ডে, ট্রাম্পের দাবিকে ঘিরে ন্যাটোর কড়া বার্তা তাইওয়ানের সিলিকন ঢাল অটুট, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে কৌশলগত শক্তি অক্ষুন্ন শুল্ক চাপ উপেক্ষা করে ২০২৫ সালে রপ্তানিতে চমক, তবে ২০২৬ সাল নিয়ে সতর্ক বিশ্লেষকেরা ক্যাম্পাস বদলে নতুন যাত্রা, পুংগোল ডিজিটাল জেলায় যাচ্ছে ক্যাথলিক জুনিয়র কলেজ চাঙ্গিতে আধুনিক মহামারি প্রস্তুতি গবেষণাগার, ভবিষ্যৎ সংকটে দ্রুত পরীক্ষার নতুন দিগন্ত

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্তের আগে কনডেম সেলে নয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

  • Sarakhon Report
  • ০৪:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 102

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদন্ডাদেশ চুড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না, হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে সোমবার মৃত্যুদন্ডাদেশ চুড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট।এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

রায়ে বলা হয়েছে, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না। বর্তমানে মৃত্যুদন্ড চূড়ান্ত হওয়ার আগে সারা দেশে যত আসামিকে কনডেম সেলে রাখা হয়েছে তাদের দুই বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখার কথা বলা হয়েছে। তবে, বিশেষ কারণে (স্বাস্থ্যগত কারণ, সংক্রামক রোগ) কোনো ব্যক্তিকে নির্জন কক্ষে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ওই ব্যক্তির উপস্থিতিতে শুনানি হতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকে মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল, নাসিম ইসলাম রাজু। আইনজীবীরা বলেছেন, এটি একটি ঐতিহাসিক রায়।

জনপ্রিয় সংবাদ

সংবেদনশীল চিকিৎসা তথ্য সুরক্ষায় কড়া ব্যবস্থা নিল সিঙ্গাপুর

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্তের আগে কনডেম সেলে নয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

০৪:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদন্ডাদেশ চুড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না, হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে সোমবার মৃত্যুদন্ডাদেশ চুড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট।এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

রায়ে বলা হয়েছে, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না। বর্তমানে মৃত্যুদন্ড চূড়ান্ত হওয়ার আগে সারা দেশে যত আসামিকে কনডেম সেলে রাখা হয়েছে তাদের দুই বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখার কথা বলা হয়েছে। তবে, বিশেষ কারণে (স্বাস্থ্যগত কারণ, সংক্রামক রোগ) কোনো ব্যক্তিকে নির্জন কক্ষে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ওই ব্যক্তির উপস্থিতিতে শুনানি হতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকে মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল, নাসিম ইসলাম রাজু। আইনজীবীরা বলেছেন, এটি একটি ঐতিহাসিক রায়।