০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
ফিলাডেলফিয়ায় ‘নেটফ্লিক্স হাউস’: ওয়েটলিস্ট টিকিট বিক্রি শুরু ইন্ডিজেনাস পিপলস ডে: উৎসবের সাথে বাস্তব দাবি আমেরিকার এলএনজি রপ্তানি বাড়ানোর চাপ: দামের সমীকরণ কী বলছে ভারতে গুগলের ১৫ বিলিয়ন ডলারের এআই ডেটা সেন্টার মার্কিন–চীন নতুন বন্দর ফি: সরবরাহ শৃঙ্খলে চাপ ভাতা–ভাড়াভাতা সমতায় দাবিতে এমপিও শিক্ষকদের ‘সচিবালয় অভিমুখে পদযাত্রা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে ফিরতে হতে পারে বেশির ভাগ বাংলাদেশী শিক্ষার্থীকে সারাদেশে ২৭০ রেস্টুরেন্টে বিকাশে পেমেন্টে পিৎজায় সর্বোচ্চ ২০০ টাকা ছাড় এবারে নারীদের অন্তর্ভুক্ত করে দিল্লিতে তালেবান মন্ত্রীর নতুন সাংবাদিক সম্মেলন বান্দরবানে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় সিএমএইচে স্থানান্তর

চাকরি প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধি জন্য ব্র্যাক ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • Sarakhon Report
  • ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • 63

সারাক্ষণ ডেস্ক

 

চাকরির বাজারের জন্য উপযোগী দক্ষতা চিহ্নিত করার জন্য ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি  এনএসডিএ কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এনএসডিএর সদস্য (যুগ্মসচিব) মোঃ জোহর আলী এবং ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ও মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ বলেন, “ব্র্যাকের তৃণমূল পর্যায়ে কাজ করার যে সক্ষমতা রয়েছে তা কাজে লাগিয়ে ব্র্যাক ও এনএসডিএ দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে পারে।”

ব্র্যাকের সিনিয়র পলিসি এডভাইজার জাফর আহমেদ খান বলেন, “বর্তমানে আমাদের দেশে ১০ লাখ বিদেশি ব্যক্তি কাজ করছেন, যার ফলে প্রতিবছর প্রচুর পরিমাণে অর্থ বিদেশ চলে যাচ্ছে। সঠিকভাবে তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে পারলে দেশ এগিয়ে যাবে।”

ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, “আরো বেশি তরুণদের কিভাবে কারিগরি প্রশিক্ষণে নিয়ে আসা যায় তা নিয়ে সরকারের সাথে কাজ করতে চায় ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।”

এই সমঝোতা স্মারকের মধ্যে চাকরির বাজারের উপযোগী দক্ষতা চিহ্নিত করতে বাজার বিশ্লেষণের পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাঠ্যক্রম তৈরি এবং দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করবে ব্র্যাক ও এনএসডিএ। এ ছাড়া দক্ষতা বিকাশের জন্য কর্মশালা, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা এবং আয়োজনও করা হবে। এনএসডিএ’র সনদপ্রাপ্ত শ্রমিকদের বিদেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সহযোগিতা করাসহ বেশ কিছু বিষয় নিয়ে কাজ করবে ব্র্যাক ও এনএসডিএ।

জনপ্রিয় সংবাদ

ফিলাডেলফিয়ায় ‘নেটফ্লিক্স হাউস’: ওয়েটলিস্ট টিকিট বিক্রি শুরু

চাকরি প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধি জন্য ব্র্যাক ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

০৪:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

 

চাকরির বাজারের জন্য উপযোগী দক্ষতা চিহ্নিত করার জন্য ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি  এনএসডিএ কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এনএসডিএর সদস্য (যুগ্মসচিব) মোঃ জোহর আলী এবং ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ও মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ বলেন, “ব্র্যাকের তৃণমূল পর্যায়ে কাজ করার যে সক্ষমতা রয়েছে তা কাজে লাগিয়ে ব্র্যাক ও এনএসডিএ দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে পারে।”

ব্র্যাকের সিনিয়র পলিসি এডভাইজার জাফর আহমেদ খান বলেন, “বর্তমানে আমাদের দেশে ১০ লাখ বিদেশি ব্যক্তি কাজ করছেন, যার ফলে প্রতিবছর প্রচুর পরিমাণে অর্থ বিদেশ চলে যাচ্ছে। সঠিকভাবে তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে পারলে দেশ এগিয়ে যাবে।”

ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, “আরো বেশি তরুণদের কিভাবে কারিগরি প্রশিক্ষণে নিয়ে আসা যায় তা নিয়ে সরকারের সাথে কাজ করতে চায় ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।”

এই সমঝোতা স্মারকের মধ্যে চাকরির বাজারের উপযোগী দক্ষতা চিহ্নিত করতে বাজার বিশ্লেষণের পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাঠ্যক্রম তৈরি এবং দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করবে ব্র্যাক ও এনএসডিএ। এ ছাড়া দক্ষতা বিকাশের জন্য কর্মশালা, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা এবং আয়োজনও করা হবে। এনএসডিএ’র সনদপ্রাপ্ত শ্রমিকদের বিদেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সহযোগিতা করাসহ বেশ কিছু বিষয় নিয়ে কাজ করবে ব্র্যাক ও এনএসডিএ।