০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ইউক্রেন আরো $২২৫ মিলিয়ন আমেরিকান সামরিক সহায়তা পাচ্ছে

  • Sarakhon Report
  • ১২:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 6

রয়টার্স

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র  ইউক্রেনের জন্যে আরেকটি $২২৫ মিলিয়নের সামরিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের আওতায় থাকবে প্যাটরিয়ট মিসাইল ব্যাটারী, অতিরিক্ত গোলাবারুদ যা উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্টিলারী রকেট সিস্টেমের জন্যে ব্যবহৃত হবে। এছাড়াও আরো মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

 

 

রুয়ান্ডা ভোট: পল কাগামীর শক্তি কি শেষ হতে চলছে?

ডি ডব্লিউ

২৪ বছর ধরে প্রেসিডেন্ট পল কাগামী রুয়ান্ডাকে শক্তহাতে শাসন করে চলেছেন। এই মধ্য জুলাইয়ে একটি সাধারন নির্বাচনে তার শক্তির পরীক্ষা হতে চলছে । তিনি এবার তার শাসন আমলের ইতি টানতে বাধ্য হবেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

 

বাইডেন তার পরবর্তী টার্ম অফিসও চালিয়ে যেতে চান

ডি ডব্লিউ

বৃহস্পতিবার  ওয়াশিংটনে ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্বাসরুদ্ধকর সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান, নিজের স্বাস্থ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে কথা বলেন বাইডেন। তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

প্রচন্ড যুদ্ধের কারনে গাজা’র সুজাইয়া বসবাসের অনুপযুক্ত

আল জাজিরা

গাজা অধিবাসীরা বলছে, ইসরাইলী সেনাবাহিনী ও প্যালেস্টাইনি যোদ্ধাদের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে কঠিন যুদ্ধ চলছে সুজাইয়াতে। এই মুহূর্তে সিভিল ডিফেন্স টিম ধ্বংসস্তুপ থেকে শুধু লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী সেখান থেকে দ্রুত সরে যেতে বাধ্য হচ্ছেন।

 

চায়নার বৈদেশিক বাণিজ্য H1 এ ৬.১% বেড়েছে

সিজিটিএন

অফিসিয়াল সূচকে দেখা যায় যে,  চায়নার পণ্য আমদানী-রফতানী  এ বছরের প্রথম অর্ধেকেই(H1) ৬.১% বেড়ে গেছে।

 

জাপানের নতুন সামরিক শ্বেতপত্রে তাইওয়ানের ব্যাপারে কড়াকড়ি ভাষা প্রকাশ

শুক্রবার প্রকাশিত সরকারের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্র ব্যাখ্যা করে যে, পূর্ব এশিয়ায় ইউক্রেনে যেমন রাশিয়ার আগ্রাসন  তেমনি একটি গুরুতর পরিস্থিতির সম্ভাবনাও বর্তমানে উড়িয়ে দেয়া ঠিক হবেনা। যা বর্তমানে গণতান্ত্রিক তাইওয়ানের উপর সংঘাতের আশংকা বুঝায়। এটি এখন সত্যিই উদ্বেগের।

ইউক্রেন আরো $২২৫ মিলিয়ন আমেরিকান সামরিক সহায়তা পাচ্ছে

১২:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

রয়টার্স

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র  ইউক্রেনের জন্যে আরেকটি $২২৫ মিলিয়নের সামরিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের আওতায় থাকবে প্যাটরিয়ট মিসাইল ব্যাটারী, অতিরিক্ত গোলাবারুদ যা উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্টিলারী রকেট সিস্টেমের জন্যে ব্যবহৃত হবে। এছাড়াও আরো মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

 

 

রুয়ান্ডা ভোট: পল কাগামীর শক্তি কি শেষ হতে চলছে?

ডি ডব্লিউ

২৪ বছর ধরে প্রেসিডেন্ট পল কাগামী রুয়ান্ডাকে শক্তহাতে শাসন করে চলেছেন। এই মধ্য জুলাইয়ে একটি সাধারন নির্বাচনে তার শক্তির পরীক্ষা হতে চলছে । তিনি এবার তার শাসন আমলের ইতি টানতে বাধ্য হবেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

 

বাইডেন তার পরবর্তী টার্ম অফিসও চালিয়ে যেতে চান

ডি ডব্লিউ

বৃহস্পতিবার  ওয়াশিংটনে ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্বাসরুদ্ধকর সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান, নিজের স্বাস্থ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে কথা বলেন বাইডেন। তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

প্রচন্ড যুদ্ধের কারনে গাজা’র সুজাইয়া বসবাসের অনুপযুক্ত

আল জাজিরা

গাজা অধিবাসীরা বলছে, ইসরাইলী সেনাবাহিনী ও প্যালেস্টাইনি যোদ্ধাদের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে কঠিন যুদ্ধ চলছে সুজাইয়াতে। এই মুহূর্তে সিভিল ডিফেন্স টিম ধ্বংসস্তুপ থেকে শুধু লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী সেখান থেকে দ্রুত সরে যেতে বাধ্য হচ্ছেন।

 

চায়নার বৈদেশিক বাণিজ্য H1 এ ৬.১% বেড়েছে

সিজিটিএন

অফিসিয়াল সূচকে দেখা যায় যে,  চায়নার পণ্য আমদানী-রফতানী  এ বছরের প্রথম অর্ধেকেই(H1) ৬.১% বেড়ে গেছে।

 

জাপানের নতুন সামরিক শ্বেতপত্রে তাইওয়ানের ব্যাপারে কড়াকড়ি ভাষা প্রকাশ

শুক্রবার প্রকাশিত সরকারের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্র ব্যাখ্যা করে যে, পূর্ব এশিয়ায় ইউক্রেনে যেমন রাশিয়ার আগ্রাসন  তেমনি একটি গুরুতর পরিস্থিতির সম্ভাবনাও বর্তমানে উড়িয়ে দেয়া ঠিক হবেনা। যা বর্তমানে গণতান্ত্রিক তাইওয়ানের উপর সংঘাতের আশংকা বুঝায়। এটি এখন সত্যিই উদ্বেগের।