আঞ্চলিক সহযোগিতায় সমাধানের আহ্বান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্ভূত সমস্যাগুলোর সমাধান আসিয়ান (ASEAN) কাঠামোর মধ্যেই হতে হবে। কোনো বাহ্যিক শক্তি যদি এ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে পরিস্থিতি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।
সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২০-তম পূর্ব এশিয়া সম্মেলনে সভাপতিত্বকালে আনোয়ার বলেন, “আমরা আনন্দিত যে সব পক্ষ ‘কোড অব কনডাক্ট’ প্রণয়নে সম্মত হয়েছে। তবে এটি অবশ্যই আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যেই সমাধান হতে হবে, আমাদের আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায়।”
তিনি সতর্ক করে দেন, “যখনই কোনো বাহ্যিক শক্তি হস্তক্ষেপ করে বা চাপ প্রয়োগ করে, তখন বিষয়গুলো আরও জটিল হয়ে ওঠে।”
আনোয়ার আরও বলেন, আসিয়ান এখনো পর্যন্ত দক্ষিণ চীন সাগর-সংক্রান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
ফিলিপাইনের অগ্রাধিকার: ‘কোড অব কনডাক্ট’ বাস্তবায়ন
একই দিনে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র ঘোষণা করেন, আসন্ন আসিয়ান চেয়ারম্যানশিপের মেয়াদে তার দেশ দক্ষিণ চীন সাগরের জন্য কার্যকর ‘কোড অব কনডাক্ট (CoC)’ বাস্তবায়নে অগ্রগতি ঘটাতে চায়।
তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করে যাচ্ছি। পুরোপুরি সম্ভব না হলেও, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব।”

ফিলিপাইন নিউজ এজেন্সির (PNA) প্রতিবেদন অনুযায়ী, দেশটি আশা করছে ২০২৬ সালে তাদের চেয়ারম্যানশিপ মেয়াদকালে এই বহুল প্রতীক্ষিত চুক্তি সম্পন্ন ও স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে।
আসিয়ানের সাথে চীনের ঘনিষ্ঠ সমন্বয়
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাঞ্জেলিকা এসকালোনা জানান, আসন্ন চেয়ারম্যান হিসেবে ফিলিপাইন আসিয়ান সদস্য দেশ ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে দক্ষিণ চীন সাগরের জন্য একটি কার্যকর, সারগর্ভ ও আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি করা যায়।
অন্যদিকে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান জুলাই মাসে বলেছিলেন, সব পক্ষের পূর্ণ প্রতিশ্রুতি থাকলে শিগগিরই একটি কার্যকর ও বাস্তবসম্মত চুক্তি সম্পন্ন হবে বলে আসিয়ান আশাবাদী।
দক্ষিণ চীন সাগর ইস্যু দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনার উৎস হয়ে রয়েছে। তবে আনোয়ার ইব্রাহিমের বক্তব্যে স্পষ্ট—আসিয়ান এখন বহিরাগত চাপের পরিবর্তে নিজেদের মধ্যেই এই সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আসিয়ানের নেতৃত্ব আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 

















