০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ভেনিজুয়েলার নির্বাচন বির্তকিত- বাইডেন প্রশাসন

  • Sarakhon Report
  • ০২:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 19

সারাক্ষণ ডেস্ক

ভেনিজুয়েলার নির্বাচন বির্তকিত- বাইডেন প্রশাসন

রয়টার জানিয়েছে, বাইডেন প্রশাসন ভেনিজুয়েলার নির্বাচনকে বির্তকিত ও সাজানো বলে অভিহিত করেছে। যদিও ভেনিজুয়েলার ইলেকট্রল অথিরিটি ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরোকে বিজয়ী বলে ঘোষণা করেছে। যার ফলে মাদুরো তৃতীয় বারের মতো নির্বাচিত বলে ঘোষিত হয়েছে। দেশটিতে ২৫ বছর ধরে সামাজতান্ত্রিক শাসন চলছে।

অন্যদিকে এ নির্বাচনের ফলের আগে এক্সিট পোল বিরোধী দল ল্যান্ডসালাইড বিজয় পাচ্ছে বলেই জানিয়েছিলো।

 ভূমিধ্বস: ভারতে ৪৫ জন মারা গেছে

বিবিসি জানিয়েছে ভারতের কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ফলে ৪৫ ব্যক্তি মাটিচাপা পড়ে মারা গেছে। এবং কয়েকজ ডজন ব্যক্তি এখনও মাটির ফাঁদে আটকা পড়ে আছে।

সে দেশের রাজ্যমন্ত্রী এ কে সেসিনড্রন বিবিসি হিন্দি বিভাগকে জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা ক্ষয় ক্ষতির পরিমাপ করতে সমর্থ হবে।

ইন্দো প্যাসিফিকে মেরিটাইম সিকিউরিটি

জাপান টাইমইস জানিয়েছে, কোয়াডের সদস্য দেশ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সিনিয়র ডিপলোম্যাটরা জাপানে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবার পরে যে যৌথ বিবৃতি দিয়েছে সেখানে তারা বির্তকিত সাউথ চায়না সি এলাকায় সামরিকরনকে সমালোচনা করেছে। এবং সেখানে যে কোন কোন দেশকে তার সম্পদ আহরণের ওপর বাধা দেয়া হচ্ছে তার নিন্দা করা হয়। এবং উদ্বেগ প্রকাশ করা হয় ফিলিপাইন ও চায়নার ভেতরকার সমুদ্র সীমা নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে।

ভেনিজুয়েলার নির্বাচন বির্তকিত- বাইডেন প্রশাসন

০২:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

সারাক্ষণ ডেস্ক

ভেনিজুয়েলার নির্বাচন বির্তকিত- বাইডেন প্রশাসন

রয়টার জানিয়েছে, বাইডেন প্রশাসন ভেনিজুয়েলার নির্বাচনকে বির্তকিত ও সাজানো বলে অভিহিত করেছে। যদিও ভেনিজুয়েলার ইলেকট্রল অথিরিটি ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরোকে বিজয়ী বলে ঘোষণা করেছে। যার ফলে মাদুরো তৃতীয় বারের মতো নির্বাচিত বলে ঘোষিত হয়েছে। দেশটিতে ২৫ বছর ধরে সামাজতান্ত্রিক শাসন চলছে।

অন্যদিকে এ নির্বাচনের ফলের আগে এক্সিট পোল বিরোধী দল ল্যান্ডসালাইড বিজয় পাচ্ছে বলেই জানিয়েছিলো।

 ভূমিধ্বস: ভারতে ৪৫ জন মারা গেছে

বিবিসি জানিয়েছে ভারতের কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ফলে ৪৫ ব্যক্তি মাটিচাপা পড়ে মারা গেছে। এবং কয়েকজ ডজন ব্যক্তি এখনও মাটির ফাঁদে আটকা পড়ে আছে।

সে দেশের রাজ্যমন্ত্রী এ কে সেসিনড্রন বিবিসি হিন্দি বিভাগকে জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা ক্ষয় ক্ষতির পরিমাপ করতে সমর্থ হবে।

ইন্দো প্যাসিফিকে মেরিটাইম সিকিউরিটি

জাপান টাইমইস জানিয়েছে, কোয়াডের সদস্য দেশ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সিনিয়র ডিপলোম্যাটরা জাপানে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবার পরে যে যৌথ বিবৃতি দিয়েছে সেখানে তারা বির্তকিত সাউথ চায়না সি এলাকায় সামরিকরনকে সমালোচনা করেছে। এবং সেখানে যে কোন কোন দেশকে তার সম্পদ আহরণের ওপর বাধা দেয়া হচ্ছে তার নিন্দা করা হয়। এবং উদ্বেগ প্রকাশ করা হয় ফিলিপাইন ও চায়নার ভেতরকার সমুদ্র সীমা নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে।