মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

রাশিয়ার কুর্সক ওব্লাস্ট প্রদেশের গভর্ণর বাসিন্দাদের নিরাপদস্থানে সরে যেতে বলেছেন

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১১.৪২ এএম

ডি ডব্লিউ

শনিবার রাতে ইউক্রেনের হামলার আশংকায় রাশিয়ার কুর্সক ওব্লাস্ট প্রদেশের গভর্ণর আলেক্সি স্মিরনভ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন। রাশিয়ার মিডিয়াগুলো জানায়, আঞ্চলিক জরুরী মন্ত্রণালয়ের পরামর্শে ইউক্রেনের হঠাৎ আক্রমনের আশংকায় সীমান্ত প্রদেশ কুর্সকের ৭৬,০০০ বাসিন্দাকে গত কয়েকদিনে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। রাতভর সেখানে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। কুর্সক ইতোমধ্যে সেখানে জরুরী অবস্থাও ঘোষণা করেছে।

কুর্সকের এক্টিং গভর্ণর আলেক্সি স্মিরনভ

শনিবার রাশিয়ার আঞ্চলিক গভর্ণর আন্দ্রেই ভরোবায়োভ এবং ইগর মোগোলেভ জনগনকে সরিয়ে নেয়ার ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলছেন।

 

ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে

জাপান টাইমস

ইউক্রেন যুদ্ধে সাহায্য হিসেবে ইরান রাশিয়াকে স্যাটেলাইট-নিয়ন্ত্রিত কয়েকশত মিসাইল সরবরাহ করবে বলে মিডিয়া জানায়। ইতোমধ্যে কয়েক ডজন রাশিয়ান সামরিক বাহিনীর সদস্য ইরানে ফাত-৩৬০ ক্লোজ-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের উপরে প্রশিক্ষণ নিয়েছে।

রাশিয়ান ডিফেন্স মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, গত ডিসেম্বরেই তেহরানে রাশিয়াকে অস্ত্র সরবরাহের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়,  ফাত-৩৬০ মিসাইল সহ আরেকটি ইরান সরকারের এরোস্পেস ইন্ডাস্ট্রিস অরগানাইজেশন ,আবাবিল মিসাইলও ইরান সরবরাহ করবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান।

হ্যাকিংয়ের কবলে ট্রাম্পের প্রচার 

রয়টার্স  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে পড়েছে জানায় রয়টার্স। গতকাল শনিবার ট্রাম্পের প্রচারণার দায়িত্বে থাকা কর্মকর্তারা অভিযোগ করেন, এ হ্যাকিংয়ের পেছনে ইরান সরকার দায়ী। সরাসরি তথ্যপ্রমাণ না দিলেও ইরানের সঙ্গে ট্রাম্পের অতীতের বিরোধের কথাও উল্লেখ করেছেন তারা।

ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের এমন অভিযোগের আগেই সংবাদ ওয়েবসাইট পলিটিকো এ–সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, গত জুলাই থেকেই তারা বেনামি একটি উৎস থেকে ই–মেইল পেতে শুরু করে। এসব ই–মেইলে ট্রাম্পের প্রচারশিবিরের কর্মকাণ্ডের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024