সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্র্যাকের পক্ষ থেকে ৩ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১০.৫০ পিএম
  • (মানবিক সঙ্কট মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান)

সারাক্ষণ ডেস্ক

সারা দেশে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলে বন্যার কারণে আটকে পড়েছে প্রায় ৩০ লাখ মানুষ। বন্যায় বিপন্ন মানুষের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে ব্র্যাক।

পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সহায়তার হাত বাড়ানোর জন্য পাশে আছেন ব্র্যাককর্মীরা। বন্যা উপদ্রুত জেলাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্র বুঝতে এবং জরুরি সহযোগিতা প্রদানে ব্র্যাককর্মীরা এরই মাঝে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

এই দুর্যোগ মোকাবিলায় ব্র্যাক জেলা সমন্বয়করা মাঠপর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। ব্র্যাককর্মীরা বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। এক্ষেত্রে শিশু, গর্ভবতী নারী, সদ্যজাত শিশুর মা, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ সহায়তায় ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে জরুরি ত্রাণ সহায়তার জন্য এই ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে। সামর্থ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার জন্য ব্র্যাকের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আপনার অনুদান দায়িত্ব নিয়ে পৌঁছে দেব।

বাংলাদেশে বিকাশ পেমেন্ট করতে : ০১৭৩০-৩২১৭৬৫ (‘মেক পেমেন্ট’ ব্যবহার করুন)।ব্যাংক ট্রান্সফারের জন্য : ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১৫০১২০-২৩১৬৪৭৪০০১, গুলশান-১, গুলশান এভিনিউ, ঢাকা।বাংলাদেশের বাইরে থেকে ও অন্য পেমেন্ট অপশন-এর বিস্তারিত দেওয়া আছে এই ওয়েবসাইটে:

https://brac.net/dakcheamardesh/

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024