১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা, তলিয়ে গেছে ১৬৩ গ্রাম

  • Sarakhon Report
  • ০৮:৩৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • 22

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা, তলিয়ে গেছে ১৬৩ গ্রাম”

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও পানি উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। রাতে পানির তোড়ে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড় ইউনিয়নসহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা প্লাবিত হয়। চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নী-আমবাগান সড়ক, নন্নী-মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান-বাতকুচি সড়ক। এসব সড়কে যান চলাচল বন্ধ আছে।

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজারসহ ৪০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রানীশিমুল ও সিঙ্গাবরুণা ইউনিয়নের ১৩ গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমনের খেত নিমজ্জিত হয়েছে।

 

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “চট্টগ্রাম বন্দরে আবারও তেলের ট্যাংকারে আগুন”

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ নামে আরও একটি তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২ টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হয়েছি। আগুন নেভাতে কর্ণফুলী ফায়ার সার্ভিস থেকে একটি গাড়ি পাঠানো হয়েছে। এ ছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নেভাতে ইতোমধ্যে কোস্টগার্ডের ফায়ার ফাইটিং টাগবোট ‘প্রমত্ত রওনা দিয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দরের রেডিও কনট্রোল রুম সূত্রে জানা যায়, ট্যাংকারটিতে ক্রুসহ মোট ৫০ জন কর্মরত ছিলেন। রাত ২টা পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।

 

 

বণিক বার্তার একটি শিরোনাম “পুরনো বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে খুশি ড. ইউনূস”

সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আনোয়ার ইব্রাহিমকে ‘পুরনো বন্ধু’ আখ্যায়িত করে তাকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সেখানেই তাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে প্রধান উপদেষ্টা ‘খুব খুশি’। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।  মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন ড. ইউনূস। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।

 

 

মানবজমিনের একটি শিরোনাম“শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না”

শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শহীদদের সংগ্রামী আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশের জনগণ উচ্ছেদ করেছে। কিন্তু রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসিবাদ বিদ্যমান রয়েছে। ওই পুরোনো রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের সংগ্রামই আমাদের করতে হবে। এই গণঅভ্যুত্থানের বড় অর্জন আওয়ামী ফ্যাসিবাদকে হটানো।

তিনি বলেন, সমস্ত বিভাজন দূর করে সকল জাতি সম্প্রদায়ের মানুষ তথা ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে- এই রাষ্ট্র পার্থক্য করবে না, বৈষম্য করবে না। রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সকলে বাংলাদেশের নাগরিক। এই ভিত্তি ধরে জনগণের ঐক্য  প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে লুটপাট, দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ৫৩ বছরে বাংলাদেশ চলেছে, সেভাবে আর চলতে দেয়া হবে না।
সাকি বলেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টেসে যে আন্দোলন এবং গোলমেলে পরিস্থিতি চলছে- সেখানে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে হবে। নিয়মতান্ত্রিকভাবে দাবি-দাওয়া তুলতে হবে। গার্মেন্টস নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র করতে দেয়া হবে না। শ্রমিকরা যাতে সেই ষড়যন্ত্র বুঝে তা নস্যাৎ করে দিতে পারে, সে বিষয়েও শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।

গাজীপুর জেলার আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য লিটন হোসেনের সঞ্চালনায় সভায় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, গাজীপুর জেলা কমিটির নেতা ফজলুল হক ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

 

শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা, তলিয়ে গেছে ১৬৩ গ্রাম

০৮:৩৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা, তলিয়ে গেছে ১৬৩ গ্রাম”

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও পানি উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। রাতে পানির তোড়ে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড় ইউনিয়নসহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা প্লাবিত হয়। চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নী-আমবাগান সড়ক, নন্নী-মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান-বাতকুচি সড়ক। এসব সড়কে যান চলাচল বন্ধ আছে।

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজারসহ ৪০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রানীশিমুল ও সিঙ্গাবরুণা ইউনিয়নের ১৩ গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমনের খেত নিমজ্জিত হয়েছে।

 

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “চট্টগ্রাম বন্দরে আবারও তেলের ট্যাংকারে আগুন”

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ নামে আরও একটি তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২ টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হয়েছি। আগুন নেভাতে কর্ণফুলী ফায়ার সার্ভিস থেকে একটি গাড়ি পাঠানো হয়েছে। এ ছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নেভাতে ইতোমধ্যে কোস্টগার্ডের ফায়ার ফাইটিং টাগবোট ‘প্রমত্ত রওনা দিয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দরের রেডিও কনট্রোল রুম সূত্রে জানা যায়, ট্যাংকারটিতে ক্রুসহ মোট ৫০ জন কর্মরত ছিলেন। রাত ২টা পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।

 

 

বণিক বার্তার একটি শিরোনাম “পুরনো বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে খুশি ড. ইউনূস”

সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আনোয়ার ইব্রাহিমকে ‘পুরনো বন্ধু’ আখ্যায়িত করে তাকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সেখানেই তাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে প্রধান উপদেষ্টা ‘খুব খুশি’। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।  মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন ড. ইউনূস। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।

 

 

মানবজমিনের একটি শিরোনাম“শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না”

শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শহীদদের সংগ্রামী আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশের জনগণ উচ্ছেদ করেছে। কিন্তু রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসিবাদ বিদ্যমান রয়েছে। ওই পুরোনো রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের সংগ্রামই আমাদের করতে হবে। এই গণঅভ্যুত্থানের বড় অর্জন আওয়ামী ফ্যাসিবাদকে হটানো।

তিনি বলেন, সমস্ত বিভাজন দূর করে সকল জাতি সম্প্রদায়ের মানুষ তথা ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে- এই রাষ্ট্র পার্থক্য করবে না, বৈষম্য করবে না। রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সকলে বাংলাদেশের নাগরিক। এই ভিত্তি ধরে জনগণের ঐক্য  প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে লুটপাট, দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ৫৩ বছরে বাংলাদেশ চলেছে, সেভাবে আর চলতে দেয়া হবে না।
সাকি বলেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টেসে যে আন্দোলন এবং গোলমেলে পরিস্থিতি চলছে- সেখানে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে হবে। নিয়মতান্ত্রিকভাবে দাবি-দাওয়া তুলতে হবে। গার্মেন্টস নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র করতে দেয়া হবে না। শ্রমিকরা যাতে সেই ষড়যন্ত্র বুঝে তা নস্যাৎ করে দিতে পারে, সে বিষয়েও শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।

গাজীপুর জেলার আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য লিটন হোসেনের সঞ্চালনায় সভায় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, গাজীপুর জেলা কমিটির নেতা ফজলুল হক ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।