সারাক্ষণ ডেস্ক
সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (০৮ অক্টোবর )২০২৪, মঙ্গলবার বিমান বাহিনী স্টেশন শমশেরনগর পরিদর্শন করেন।বিমান বাহিনী প্রধানকে এসময় এয়ার কমোডর মোহাম্মদ মুশতাকুর রহমান,বিএসপি, বিবিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি, স্টেশন কমান্ডার,বিমান বাহিনী স্টেশন শমশেরনগর স্বাগত জানান।
এরপর তিনি রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস) সহ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন করেন। এ পরিদর্শনে বিমান বাহিনী স্টেশন শমশেরনগর এর সকল সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়কসহ বিমান সদরের কর্মকর্তাগণ, বিমান বাহিনী স্টেশন শমশেরনগর এর কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।