০১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

সরকারি-বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে বহুপক্ষীয় মতবিনিময় সভা

  • Sarakhon Report
  • ০৭:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • 25
ফয়সাল আহমেদ
বন্যা-পরবর্তী পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমে সম্পৃক্ত সরকারি-বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে আজ (১৬ই অক্টোবর) একটি বহুপক্ষীয় মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। সভাটি সঞ্চালনা কররেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এতে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভাটি সকাল ১০ টায় শুরু এবং দুপুর  ২ টায় শেষ হয়।
উক্ত আলোচনা সভায় বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসকগণ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং ২৫ জন কর্মকর্তা বক্তব্য রাখেন।
তাদের বক্তব্যে উল্লেখ করেন বন্যা পরবর্তী সময়ে জলাবদ্ধতা দেখা যায়, পানি দূষণ দেখা যায় এ পানি নিষ্কাশনে বিভিন্ন সেচ পদ্ধতি এবং জলবদ্ধতা দূরীকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করেন।
বন্যা প্লাবিত অঞ্চল গুলো শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করা যায় কিভাবে তা নিয়ে আলোচনা করাহয়।
বন্যায় ভেঙে যাওয়া রাস্তাঘাট পূর্ণনির্মাণ এবং আগে থেকেই নৌকার ব্যবস্থা রাখার কথা উল্লেখ করেন অনেকেই।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম বলেন সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ও এনজিও গুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারি-বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে বহুপক্ষীয় মতবিনিময় সভা

০৭:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
ফয়সাল আহমেদ
বন্যা-পরবর্তী পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমে সম্পৃক্ত সরকারি-বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে আজ (১৬ই অক্টোবর) একটি বহুপক্ষীয় মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। সভাটি সঞ্চালনা কররেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এতে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভাটি সকাল ১০ টায় শুরু এবং দুপুর  ২ টায় শেষ হয়।
উক্ত আলোচনা সভায় বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসকগণ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং ২৫ জন কর্মকর্তা বক্তব্য রাখেন।
তাদের বক্তব্যে উল্লেখ করেন বন্যা পরবর্তী সময়ে জলাবদ্ধতা দেখা যায়, পানি দূষণ দেখা যায় এ পানি নিষ্কাশনে বিভিন্ন সেচ পদ্ধতি এবং জলবদ্ধতা দূরীকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করেন।
বন্যা প্লাবিত অঞ্চল গুলো শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করা যায় কিভাবে তা নিয়ে আলোচনা করাহয়।
বন্যায় ভেঙে যাওয়া রাস্তাঘাট পূর্ণনির্মাণ এবং আগে থেকেই নৌকার ব্যবস্থা রাখার কথা উল্লেখ করেন অনেকেই।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম বলেন সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ও এনজিও গুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।