সারাক্ষণ ডেস্ক
বলিউডে অনেকদিন ধরে গুঞ্জন চলছিল বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকেই বিয়ে করলেন তাপসী। ১০ বছরের প্রেমিক ম্যাথিয়াস বোরকে জীবনসঙ্গী করেছেন তাপসী।

তাপসী এবং ম্যাথিয়াস ঘরোয়াভাবেই বিয়ে সেরেছেন । হোলির আগেই তারা বিয়ে করেছেন।
মিডিয়ার নজর এড়িয়েই ম্যাথিয়াসের সঙ্গে বিয়ে সেরেছেন তাপসী। বিয়ের আসর বসেছিল উদয়পুরে। শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন এবং কিছু বন্ধুরা বিয়েতে উপস্থিতি ছিলেন।

বলিউডের খ্যাতনামা সেলেবরা বিয়েতে উপস্থিত ছিলেন না। অভিনেত্রী শুধু ইন্ডাস্ট্রির তার ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কাশ্যপ এবং কণিকা ধিলোনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
Sarakhon Report 



















