প্রদীপ কুমার মজুমদার
পূর্ব, লতাঙ্গ, লতা, মহালতাঙ্গ, মহালতা, নলিনাঙ্গ, নলিন, মহানুলিনাঙ্গ, মহা- নলিন, পদ্মাদ, পদ্ম, মহাপদ্মাদ, মহাপদ্ম, কমলাদ, কমল, মহাকমলাদ, মহাকমল, কুমুদ্বাদ, কুমুদ, মহাকুমুদাঙ্গ, মহাকুমুদ, ত্রুটিতাদ, ত্রুটিত, মহাত্রুটিতাঙ্গ, মহাত্রুটিত অড়ড়াঙ্গ, অড়ড়, মহাড়ড়ঙ্গ, মহাড়ড়, উহাদ, উহা, মহাউহাদ, মহোহ, শীর্ষ প্রহেলিকাঙ্গ, শীর্ষ প্রহেলিকা।
এখানে প্রত্যেকটি সংখ্যা তার পূববর্তী সংখ্যার ৮৪ লক্ষ গুণ। সেইহেতু শীর্ষ প্রহেলিকা (৮৪০০০,০০)৩০ বৎসর। অবশ্য অনেক বলে থাকেন শীর্ষ প্রহেলিকা (৮৪০০০,০০)২৮ বৎসর। যাইহোক এই শীর্ষ প্রহেলিকাকে সংখ্যায় প্রকাশ করলে দাঁড়ায় ১৮৭, ৯৫৫, ১৭৯, ৫৫০, ১১২, ৫৯৫, ৪১৯, ০০৯, ৬৯৯, ৮১৩, ৪৩০, ৭৭০, ৭৯৭, ৪৬৫, ৪৯৪, ২৬১, ১৭৭, ৪৭৬, ৫৭২, ৫৭৩, ৪৬৭, ১৮৬, ৮১৬ × ১০১৩০ বৎসর।
জৈন চিন্তাধারায় সংখ্যার ধারণা মান শব্দ থেকে উদ্ভূত। এই মানের একটি বিভাগ হচ্ছে ‘গণিতমান’।
(চলবে)
প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-১৫)