সারাদেশে ভোজ্য তেলের সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে।
আর খোলা সয়াবিন তেলের নির্ধারিত হয়েছে ১৫৭ টাকায়। এর আগে বোতলজাত তেলের দাম ছিল লিটারপ্রতি ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা।
সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এ তথ্য জানানো হয়।
এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “গত এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ কারণে স্থানীয় মজুতদারিও বেড়েছে।”
যে কারণ সংকট নিরসনে বৈঠক করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
বিবিসি নিউজ বাংলা
Sarakhon Report 



















