০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
ভারী ডিসেম্বরের বৃষ্টিতে জেবেল জাইস সাময়িকভাবে বন্ধ, নিরাপত্তা যাচাই চলবে মার্কিন ডলার ভুলে যান, বরং পানি ও জ্বালানি সম্পদের দিকে নজর দিন পরিষ্কার জ্বালানির অগ্রগতি সত্ত্বেও বৈশ্বিক নির্গমন কমছে ধীরগতিতে এআই বিনিয়োগে টেক জায়ান্টদের সামনে নতুন প্রশ্ন শীতের চাপে ইউক্রেন যুদ্ধের কৌশল ও কূটনীতি নতুন মোড়ে ভবিষ্যৎ গেমিংয়ের মঞ্চে আবুধাবি বিশ্ববিদ্যালয়, তরুণ প্রতিভায় নতুন দিগন্ত দুবাইয়ে প্রকৃতিনির্ভর পর্যটনের নতুন দিগন্ত, আরভি রুটে পাহাড়–সমুদ্র–মরুভূমির অভিজ্ঞতা চীনের সঙ্গে জার্মানির বাণিজ্য ঘাটতি নতুন উচ্চতার পথে, সতর্ক করছেন বিশ্লেষকেরা প্রাকযুদ্ধের বিএমডব্লিউ ক্যাব্রিওলেট পেবল বিচে গৌরব, ইতিহাসের গাড়িতে মঞ্চ জয় বয়স্কদের ওষুধের অতিভার: একসঙ্গে আটটির বেশি ওষুধে বাড়ছে মাথাঘুরে পড়ে যাওয়ার ঝুঁকি

বাংলার শাক (পর্ব-২৭)

  • Sarakhon Report
  • ০৯:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • 79

খেসারী শাক
Lathyrus sativus (Fabaceae)

খেসারী ডাল হিসাবে চাষ করা হয়। বর্ষজীবি গুল্ম জাতীয় গাছ। শীতকালে হয়। সাধারণত ধান কাটার পর, কার্তিক-অগ্রহায়ণ মাসে ছিটিয়ে চাষ করা হয়। বিনা সেচে ও অনুর্বর জমিতেও কিছু ফলন দেয়।

খেসারী শাক ভেজে ও তরকারি করে খাওয়া যায়। তবে এর বীজ অর্থাৎ খেসারী ডালে ‘নিউরোটকসিন’ থাকে, তাতে পক্ষাঘাত হয় এটা প্রচার আছে। কিন্তু এ ব্যাপারটা সম্পূর্ণভাবে ঠিক নয়। শুধু এই ডালই বেশী পরিমাণে দীর্ঘদিন ধরে নিয়মিত খেলে পক্ষাঘাত হওয়ার সম্ভবনা থাকে। গবেষণার পর এখন নতুন কিছু জাত বাছাই/তৈরি করা হয়েছে যেমন বি-১, নির্মল এবং জে আর এল (JRL) ৬ যাতে নিউরোটকসিনের মাত্রা অত্যন্ত কম যাতে শরীরের কোনও ক্ষতি হয়না।

তাই এর চাষ বাড়ানো দরকার। এতে আমাদের ডালের অভাবটা সহজে পূরণ হবে। খেসারীর ডালে ২৮ থেকে ৫৪ শতাংশ প্রোটিন আছে যা মুগ (প্রায় ৪০ শতাংশ প্রোটিন) এবং সয়াবিন (৫০ থেকে ৬০ শতাংশ প্রোটিন) বাদ দিলে অন্য কোনও ডালে পাওয়া যায়না। বীজ কফ ও পিত্তনাশক। আহারে রুচি আনে। বেশি খেলে পায়খানা হয়।

(চলবে)

বাংলার শাক (পর্ব-২৬)

বাংলার শাক (পর্ব-২৬)

জনপ্রিয় সংবাদ

ভারী ডিসেম্বরের বৃষ্টিতে জেবেল জাইস সাময়িকভাবে বন্ধ, নিরাপত্তা যাচাই চলবে

বাংলার শাক (পর্ব-২৭)

০৯:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খেসারী শাক
Lathyrus sativus (Fabaceae)

খেসারী ডাল হিসাবে চাষ করা হয়। বর্ষজীবি গুল্ম জাতীয় গাছ। শীতকালে হয়। সাধারণত ধান কাটার পর, কার্তিক-অগ্রহায়ণ মাসে ছিটিয়ে চাষ করা হয়। বিনা সেচে ও অনুর্বর জমিতেও কিছু ফলন দেয়।

খেসারী শাক ভেজে ও তরকারি করে খাওয়া যায়। তবে এর বীজ অর্থাৎ খেসারী ডালে ‘নিউরোটকসিন’ থাকে, তাতে পক্ষাঘাত হয় এটা প্রচার আছে। কিন্তু এ ব্যাপারটা সম্পূর্ণভাবে ঠিক নয়। শুধু এই ডালই বেশী পরিমাণে দীর্ঘদিন ধরে নিয়মিত খেলে পক্ষাঘাত হওয়ার সম্ভবনা থাকে। গবেষণার পর এখন নতুন কিছু জাত বাছাই/তৈরি করা হয়েছে যেমন বি-১, নির্মল এবং জে আর এল (JRL) ৬ যাতে নিউরোটকসিনের মাত্রা অত্যন্ত কম যাতে শরীরের কোনও ক্ষতি হয়না।

তাই এর চাষ বাড়ানো দরকার। এতে আমাদের ডালের অভাবটা সহজে পূরণ হবে। খেসারীর ডালে ২৮ থেকে ৫৪ শতাংশ প্রোটিন আছে যা মুগ (প্রায় ৪০ শতাংশ প্রোটিন) এবং সয়াবিন (৫০ থেকে ৬০ শতাংশ প্রোটিন) বাদ দিলে অন্য কোনও ডালে পাওয়া যায়না। বীজ কফ ও পিত্তনাশক। আহারে রুচি আনে। বেশি খেলে পায়খানা হয়।

(চলবে)

বাংলার শাক (পর্ব-২৬)

বাংলার শাক (পর্ব-২৬)