০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
উত্তর ভিয়েতনামের একটি মোটরসাইকেল যাত্রা শিল্পকে ছাড় দিয়ে ইইউর ২০৪০ জলবায়ু লক্ষ্যমাত্রা চূড়ান্ত” আল্ট্রা-থিন অ্যান্ড্রয়েড ‘মটোরোলা এজ ৭০’ বাজারে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু: এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যুর সংখ্যা মার্কিন সরকারে অচলাবস্থা অবসানে আলোচনায় গতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্পের সব শুল্ক স্থগিত করবে না সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আনুষ্ঠানিক আবেদন: আদালতে উত্তপ্ত শুনানি ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ঘোষণা শ্বাসকষ্ট: শরীরের ভেতরের সতর্ক সংকেত ও নিয়ন্ত্রণের উপায় প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ঘোষণার পরে আবার বাতিল নিয়ে যে ব্যাখ্যা দিল সরকার গাজায় মানসিক আঘাতের সুনামি: সহিংসতার পর চিকিৎসা নিতে ছুটছেন হাজারো মানুষ

পেটের গ্যাস দূর করার সহজ উপায়

  • Sarakhon Report
  • ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • 206

পেটে গ্যাস জমে কষ্ট পেতে হয় অনেককেই। বিভিন্ন ধরনের খাবার এক্ষেত্রে দায়ী হতে পারে। আবার খাদ্যাভ্যাসের কিছু ভুলের কারণেও পেটে গ্যাস জমতে পারে। অনেকে সচেতন হয়ে বাইরের খাবার খান না, ঘরে তৈরি খাবার নিয়মমাফিক খান। এরপরও পেটে গ্যাস জমে যাওয়ার সমস্যায় ভোগেন। একটু ভারী বা মসলাদার খাবার খেলে তো কথাই নেই, তখন সমস্যা আরও বেড়ে যায়।

পেটে গ্যাসের সমস্যা থেকে বাঁচতে বেশিরভাগই ‍ওষুধের ওপর নির্ভর করেন। এরজন্য মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যাস করেন অনেকেই। তবে এটি কোনো কাজের কথা নয়। কারণ সব ধরনের ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ওষুধ খেয়ে সাময়িক মুক্তি মিললেও শরীরে পড়তে পারে দীর্ঘমেয়াদী প্রভাব।

ওষুধের বদলে একটি ঘরোয়া উপায় বেছে নিলে সেটি আপনার সমস্যার সমাধান সহজ করে দিতে পারে। পেটের গ্যাস দূর করার অনেকগুলো ঘরোয়া উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ একটি উপায় হলো কিশমিশ খাওয়া। তবে কিশমিশ এমনি খেয়ে ফেললে হবে না, সেজন্য করতে হবে একটি কাজ।

কিশমিশ ধুয়ে একগ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এর ফলে কিশমিশগুলো ফুলে টইটম্বুর হয়ে যাবে। এরপর সকালে উঠে সেই কিশমিশ টপাটপ পাঁচ-ছয়টি মুখে পুড়ে নিলেই যথেষ্ট। নিয়মিত খেলে সুফল টের পাবেন দ্রুতই।

জনপ্রিয় সংবাদ

উত্তর ভিয়েতনামের একটি মোটরসাইকেল যাত্রা

পেটের গ্যাস দূর করার সহজ উপায়

০৩:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পেটে গ্যাস জমে কষ্ট পেতে হয় অনেককেই। বিভিন্ন ধরনের খাবার এক্ষেত্রে দায়ী হতে পারে। আবার খাদ্যাভ্যাসের কিছু ভুলের কারণেও পেটে গ্যাস জমতে পারে। অনেকে সচেতন হয়ে বাইরের খাবার খান না, ঘরে তৈরি খাবার নিয়মমাফিক খান। এরপরও পেটে গ্যাস জমে যাওয়ার সমস্যায় ভোগেন। একটু ভারী বা মসলাদার খাবার খেলে তো কথাই নেই, তখন সমস্যা আরও বেড়ে যায়।

পেটে গ্যাসের সমস্যা থেকে বাঁচতে বেশিরভাগই ‍ওষুধের ওপর নির্ভর করেন। এরজন্য মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যাস করেন অনেকেই। তবে এটি কোনো কাজের কথা নয়। কারণ সব ধরনের ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ওষুধ খেয়ে সাময়িক মুক্তি মিললেও শরীরে পড়তে পারে দীর্ঘমেয়াদী প্রভাব।

ওষুধের বদলে একটি ঘরোয়া উপায় বেছে নিলে সেটি আপনার সমস্যার সমাধান সহজ করে দিতে পারে। পেটের গ্যাস দূর করার অনেকগুলো ঘরোয়া উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ একটি উপায় হলো কিশমিশ খাওয়া। তবে কিশমিশ এমনি খেয়ে ফেললে হবে না, সেজন্য করতে হবে একটি কাজ।

কিশমিশ ধুয়ে একগ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এর ফলে কিশমিশগুলো ফুলে টইটম্বুর হয়ে যাবে। এরপর সকালে উঠে সেই কিশমিশ টপাটপ পাঁচ-ছয়টি মুখে পুড়ে নিলেই যথেষ্ট। নিয়মিত খেলে সুফল টের পাবেন দ্রুতই।