জানুয়রি ১২, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের শানতোং প্রদেশের বন্দর নগরী ছিংতাওতে গেল শুক্রবার থেকে যাত্রী বহন শুরু করলো কার্বন ফাইবার মেট্রোরেল ‘সেট্রোভো ১ দশমিক শূন্য’। মেট্রোরেলটির বডি ও কাঠামো মাইক্রো ফাইবারের তৈরি। এতে করে সাধারণ ট্রেনের চেয়ে এর বগি ও কাঠামোর ওজন ২৫ থেকে ৫০ শতাংশ কমেছে।
সিআআরসি ছিংতাও সিফাং কোম্পানির প্রধান প্রকৌশলী লিউ চিনচু জানান, এ ট্রেনের চলাচলে শক্তির খরচ ৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে, যার ফলে বছরে প্রায় ১৩০ টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমবে। এটি ৬ দশমিক ৭ হেক্টর বৃক্ষরোপণের সমান উপকার করবে।
কার্বন ফাইবার ব্যবহারে ট্রেনটির কাঠামো হয়েছে আরও শক্তিশালী, বেড়েছে স্থায়িত্ব।
ট্রেনটির কেবিনেও ফাইবার ব্যবহার করা হয়েছে। এর চকচকে কালো কার্বন ফাইবার সিট ও হাতলে রয়েছে উচ্চ প্রযুক্তির অনুভূতি। এ ছাড়া ফাইবারের কারণে ট্রেনের কম্পন ও শব্দের মাত্রাও কমেছে। এতে যুক্ত হয়েছে বুদ্ধিমান রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, স্মার্ট সেবা, ত্রুটি সনাক্তকরণ এবং রিয়েল টাইম পর্যবেক্ষণ ব্যবস্থা।
রাসেল/ ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া