ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
ইনকা বা সম্রাটকে এবং তার ছেলেকে নানারকম দানসামগ্রী ও উপহার দিয়ে সম্মানিত করা হয়। ইনকা ইয়ারা বলির পর সবার জন্য এক বড় ভোজসভার আয়োজন করেন। এছাড়া প্রাণী বলিদান ছিল ইনকাদের প্রাচীনপ্রথা। সাম্প্রতিক কুজকো বা পেরুতেও এই প্রথা চালু।
প্রাণী উৎসর্গ করার মধ্য দিয়ে এই বিশ্বাস রাখা হয় যে আগামী বছরের ফসল খুব ভাল হবে। ইয়ামার পোড়া শরীর থেকে বেরোন ধোঁওয়া দিয়ে ইনকারা আসন্ন বছরের ভালমন্দ বিচার করে। এই গনৎকারীর কাজটি করেন উঁচু স্তরের পুরোহিতরা। একে খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কাজ হিসেবে গণ্য করা হয়।
জুলাই ১৫-১৬: কারমেন কুমারীর উৎসব বা মামাচা কারমেন (Mamacha Carmen)। মামাচা কারমেন নামক এই লৌকিক উৎসব সাধারণভাবে পাউকারতাম্বো (Paucartambo) এবং পিসাক (Pisage) এই দুই অঞ্চলে পালিত হয়। এই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এই উৎসবের ধর্মীয় ব্যঞ্জনা খুব স্পষ্ট এবং খুব ঘটা করে খুশীর জোয়ার ছুটিয়ে দেন অঞ্চলের ব্যাপক মানুষ।
পেরুশহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই পাউকারতাম্বোতে উপস্থিত হয় উৎসবে অংশগ্রহণ করার জন্য। মামাচা কারমেন উৎসব বর্ণময় বর্ণাঢ্য নৃত্যে বাঙ্ময় হয়ে ওঠে। সঙ্গে থাকে বিরাট শোভাযাত্রা। আঞ্চলিক মানুষ এবং উৎসবের সংগঠকরা নানারকম খাবার দিয়ে তীর্থযাত্রীদের স্বাগত জানায়।
(চলবে)
ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪৬)