ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
জুলাই ২৬-৩০ ইয়াওয়ার (Yawar) উৎসব
জুলাই মাসের ২৬ তারিখ থেকে ৩০ পর্যন্ত আপুরিমাকবিভাগের কোতাবামবাস নগরে এই ষাঁড়ের লড়াই-এর লৌকিক উৎসব বর্ণময় চেহারা লাভ করে। এই উৎসবকে অন্যভাবে যুদ্ধ জয়ীদের বিরুদ্ধে লড়াই-এর প্রতীক হিসেবে ভাবা হয়। একটি শকুনকে ষাঁড়ের পিঠের সঙ্গে বেঁধে দেওয়া হয়।
এ বিষটিকে আসলে স্প্যানিশ আক্রমণকারীদের প্রতীক বলে ভাবা হয়। উৎসবে আসা উৎসাহীরা ষাঁড়ের উপর রিং-এর মধ্য দিয়ে লাফ দিয়ে পার হয়। এইভাবে করতে করতে শেষে বাঁধা শকুনটিকে মুক্ত করে দেওয়া হয়।
আগষ্ট-১ ধরিত্রী দেবীকে দান করার উৎসব: আগষ্ট মাসের প্রথম দিন পৃথিবীকে মা হিসেবে ভেবে বা ধরিত্রীকে জননী হিসেবে কল্পনা করে স্থানীয় মানুষ ধন্যবাদ জানায়। এই দেবীকে ইনকারা পাচামামা (Pachamama) বলেও ডাকে। বছরের বিভিন্ন সময়ে ফসল, বৃষ্টি, ভাল জিনিস দান করার জন্য এই দেবীকে ছোট ছোট উপহার যেমন কোকাপাতায় শস্য, ভুট্টা ইত্যাদি উৎসর্গ করে।
সেপ্টেম্বর-১৪, হুয়ানকা উৎসব: হুয়ানকার রাজা-স্প্যানিশ ভাষায় এই উৎসবটির নাম হল (Senor de Huanca)। প্রতিবছর ১৪ই সেপ্টেম্বরকে শুভদিন মেনে ইনকারা হুয়ানকা উৎসব পালন করে। পেরু এবং লাতিন আমেরিকার বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি, আর্জেন্তিনা থেকে পুণ্যার্থীরা হুয়ানকার এই পবিত্র স্থানে গিয়ে রাজদেবতা (Lord)-এর আশীর্বাদ প্রার্থনা করেন। এ প্রসঙ্গে একটি বিখ্যাত লোককথা চালু আছে।
১৬৭৫ খ্রিস্টাব্দে দিয়েগো কিসপে (Diego Quispe) নামে একজন প্রাক্তন ভারতীয় ইয়াসস (Yasos) খনিতে অত্যাচার অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেন। একথা বলা হয় যে ঈশ্বর তার সুখ শান্তির জন্য গুহাটিকে আলোকিত করে তোলেন। পুরোহিত বা ঈশ্বরের এই অবদান এর কথা শুনে কাসকেনিয়ার স্কুল থেকে একজন শিল্পীকে ঐ গুহায় পাঠিয়ে দেওয়া হয়। ঐ শিল্পী গুহার মধ্যে লর্ড-এর মূর্তি আঁকেন।
(চলবে)