সারাক্ষণ ডেস্ক
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশের বাবা উত্তরা নিবাসী হাজি শামসুদ্দীন আহমেদ (৮৬) আজ সকাল ১১:৩০ টায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, হাজী শামসুদ্দীন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পৃথক এক শোক বার্তায় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশের বাবা হাজী শামসুদ্দীন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
হাজী শামসুদ্দীন আহমেদ মৃত্যুকালে ৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ মাগরিব নামাযে জানাজা শেষে মরহুমকে উত্তরা কবরস্থানে দাফন করা হবে।
Sarakhon Report 























