সারাক্ষণ ডেস্ক
সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিচারপতি আবদুর রউফ ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি, তরুণ বিচারকদের সামনে আদর্শ হয়ে থাকবেন। বিচারপতি আবদুর রউফ এর মৃত্যুতে দেশের যে ক্ষতি হলো, তা সহসাই পূরণ হবার নয়।