প্রদীপ কুমার মজুমদার
পাটীগণিতের উৎপত্তি ও গণনা ফলক
পাটীগণিতের উৎপত্তি সম্পর্কে কোন কিছু আলোচনা করতে গেলে প্রথমেই “পাটা” শব্দটি সম্পর্কে’ নানা কথা মনে উঁকি দেয়। এটি বিশুদ্ধ সংস্কৃত শব্দ কিনা তা নিয়ে যথেষ্ট মতভেদ আছে।
তার কারণ প্রাচীন ভারতের কোন সাহিত্যে “পাটী” শব্দটি দেখতে পাওয়া যায় না। এমন কি নিরুক্ত, অমরকোষ বা হলায়ুধের অভিধান রত্নমালাতেও দেখতে পাওয়া যায় না।
বিখ্যাত ভারতীয় গণিতবিদ গণেশ (১৫৪৫ খ্রীঃ) পাটা শব্দটি সম্পর্কে’ বলেছেন ‘যোগ প্রভৃতি প্রকরণের ক্রম প্রকাশকে পাটী বলে।’ মুনীশ্বর পাটী শব্দটির অর্থ পরিপাটী বলেছেন। অবশ্ব পরিপাটী শব্দটি সম্পূর্ণরূপে সংস্কৃত শব্দ এবং এটি অমরকোষে দেখতে পাওয়া যায়।
চলতি কথায় পাটী শব্দটির অর্থ ফলক এবং মনে হয় পাট্ট শব্দটির অপভ্রংশ থেকে “পাটা” শব্দটি এসেছে।
(চলবে)
Leave a Reply