১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে সিটি ব্যাংক ও ইউনিসেফের চুক্তি: প্রান্তিক যুবকদের সবুজ দক্ষতায় সক্ষম করে তুলতে উদ্যোগ বিবিসি চেয়ারম্যানের ক্ষমাপ্রার্থনা: ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘বিচারের ভুল’ স্বীকার দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ, আহত বহু বৃষ্টি থামাল চতুর্থ টি-টোয়েন্টি, ২–১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড এনসিপি বুলেট নিয়েও প্রস্তুত- নাসিরউদ্দিন পাটোয়ারি

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৬)

  • Sarakhon Report
  • ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • 70

সুবীর বন্দ্যোপাধ্যায়

এইভাবেই আজতেকীয় ত্রিকোণ জোট-এর সূচনা হয়। তেনোচিতলান, তেক্সেকো এবং তাকোপান এর জোট পরবর্তী একশ বছর মেক্সিকো উপত্যকায় আধিপত্য বিস্তার করে।

এই প্রাধান্য বিস্তার মেক্সিকোউপত্যকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত প্রসারিত হয়েছিল। কিন্তু এই ত্রিকোণ জোটের মধ্যে তেনোচিতলান প্রধান শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করে এবং এই ত্রিকোণ জোট-এর বিস্তীর্ণ এলাকা পরে আজতেক সাম্রাজ্য হিসেবে পরিচিত হয়।

আজতেক সাম্রাজ্যর বংশশাসন এবং তাদের শাখা-প্রশাখার বিস্তার লক্ষ্য করার মত। তবে এর মধ্যে প্রাথমিকভাবে দু-জন এর নাম বিশেষভাবে পরিচিত। একজন হলেন তাকাএলেল (Tacaelel) এবং অপর জনের নাম হল মোকতেজুমা-3 (Moctezuma-1)-রা হলেন ইতকোয়াত (Itzooat) এর দুই প্রাতুপুত্র।

মোকতেন্দুমা-ইতকোয়াতের পর তাতোয়ানি (Tatoari) বা রাজা হন ১৪৪৯ খ্রিষ্টাব্দে। তাকএলেন নেপথ্যে থেকে রাজ্যশাসনের কলকাঠি নাড়াবার চেষ্টা করেছিলেন। তবে একথা সবাই মোটামুটি স্বীকার করেন যে তাকাএলেল আজতেক রাষ্ট্র ও ধর্মের সংস্কার সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

কোন কোন সূত্র থেকে একথাও বলা হয় যে তাকাএলেল কিছু আজতেক গ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন। অভিযোগ ছিল এইসন নাই এ আজতেকদের সম্পর্ক মিথ্যা কথা লেখা ছিল।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

জনপ্রিয় সংবাদ

নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন”

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৬)

০৭:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

সুবীর বন্দ্যোপাধ্যায়

এইভাবেই আজতেকীয় ত্রিকোণ জোট-এর সূচনা হয়। তেনোচিতলান, তেক্সেকো এবং তাকোপান এর জোট পরবর্তী একশ বছর মেক্সিকো উপত্যকায় আধিপত্য বিস্তার করে।

এই প্রাধান্য বিস্তার মেক্সিকোউপত্যকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত প্রসারিত হয়েছিল। কিন্তু এই ত্রিকোণ জোটের মধ্যে তেনোচিতলান প্রধান শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করে এবং এই ত্রিকোণ জোট-এর বিস্তীর্ণ এলাকা পরে আজতেক সাম্রাজ্য হিসেবে পরিচিত হয়।

আজতেক সাম্রাজ্যর বংশশাসন এবং তাদের শাখা-প্রশাখার বিস্তার লক্ষ্য করার মত। তবে এর মধ্যে প্রাথমিকভাবে দু-জন এর নাম বিশেষভাবে পরিচিত। একজন হলেন তাকাএলেল (Tacaelel) এবং অপর জনের নাম হল মোকতেজুমা-3 (Moctezuma-1)-রা হলেন ইতকোয়াত (Itzooat) এর দুই প্রাতুপুত্র।

মোকতেন্দুমা-ইতকোয়াতের পর তাতোয়ানি (Tatoari) বা রাজা হন ১৪৪৯ খ্রিষ্টাব্দে। তাকএলেন নেপথ্যে থেকে রাজ্যশাসনের কলকাঠি নাড়াবার চেষ্টা করেছিলেন। তবে একথা সবাই মোটামুটি স্বীকার করেন যে তাকাএলেল আজতেক রাষ্ট্র ও ধর্মের সংস্কার সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

কোন কোন সূত্র থেকে একথাও বলা হয় যে তাকাএলেল কিছু আজতেক গ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন। অভিযোগ ছিল এইসন নাই এ আজতেকদের সম্পর্ক মিথ্যা কথা লেখা ছিল।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)