ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
আজতেক কোয়ালিক শাসন-এর প্রেক্ষাপট
আজতেকদের পূর্বপুরুষ সম্পর্কে একটি লোকগল্প প্রচলিত আছে। বলা হয় একটি ঈগল পাখি ক্যাকটাস পাতা ছিড়ে তার উপর একটা সাপকে নখ দিয়ে গেঁথে নেয়। এরকম একটা দৃশ্য আজতেকদের দেখান হয়। এই দৃশ্যকে প্রতীকী হিসেবে বলা হয় আজতেকদের এই জায়গাতে তাদের বাড়ি তৈরি করার জন্য বলা হয়েছিল।
ঘটনাচক্রে আজতেকরা শেষ পর্যন্ত তেক্সকোকো হ্রদের এক জলা দ্বীপে এসে হাজির হয় এবং এখানেই ১৩২৫ সালে তেনোচিততলান শহরের গোড়াপত্তন করে। ১৩৭৬ সালে আজতেকরা তাদের প্রথম রাজা হিসেবে মনোনীত করেন আকামাপিকট্লি (Acamapicatli)-কে (তাতোয়ানি (Tatoany) বলা হয়)।
পরবর্তী পঞ্চাশ বছর বা প্রায় ১৪২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত মেক্সিকা কার্যত আজকাপোতজালকোর সহযোগী এলাকা ছিল এবং আঞ্চলিকভাবে তখন সবচেয়ে শক্তিশালীকেন্দ্র ছিল এই আজকাপোতজালকো। এরপরের ঘটনাবলীর মধ্যে নাটকীয়তা আছে।
প্রত্নইতিহাস থেকে আমরা জানতে পারি আজকাপোতজাকোর প্রধান (Tlatoani) ১৪২৬ খ্রিষ্টাব্দে মারা যাবার পর তার ছেলে মাক্সলা (Maxla) ক্ষমতা দখল করেন এবং এর কিছুদিন পরেই আজতেক শাসক চিমালপোপোকা (Chimalpopoca) কে হত্যা করেন।
কিন্তু এর পর মাক্সলাকে পরাজিত করার জন্য চিমালপোপোকার উত্তরসূরী ইতকোয়াত (Itzcoatl) তেক্সোকো (Texcoco)-র নির্বাসিত শাসক নেজাহুয়ালকোয়োত (Nezahualcoyoti)-এর সঙ্গে সন্ধিস্থাপন করেন।
(চলবে)
Leave a Reply