বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ গ্লোবাল অস্ত্র প্রতিযোগিতায় ভারত-পাক ব্যয়ের ফারাক ৯ গুন রণক্ষেত্রে (পর্ব-৩৭) ইশরাকের মেয়র পদের গেজেট নিয়ে বিতর্ক কেন? শপথ নিলে কতদিন পদে থাকতে পারবেন? মানবতার স্পর্শে পাঁচ বছরের পথচলা: ক্লাইমেট অলিম্পিয়াডে পুরস্কার ও ভবিষ্যতের ঘোষণা পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে ৪২%, সর্বশেষ হামলায় নিহত ৯ তামিম ইকবালের সমর্থন: তাইজুল ইসলামের সঠিক মূল্যায়ন নয় কেন? চমেক শিক্ষার্থী আবিদ হত্যায় খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণে হাইকোর্ট নির্দেশ কাশ্মীরে সক্রিয় প্রধান জঙ্গি গোষ্ঠীগুলো জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রকল্পে বিনিয়োগ না করার আহ্বান

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৭.০০ এএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

আজতেক কোয়ালিক শাসন-এর প্রেক্ষাপট

আজতেকদের পূর্বপুরুষ সম্পর্কে একটি লোকগল্প প্রচলিত আছে। বলা হয় একটি ঈগল পাখি ক্যাকটাস পাতা ছিড়ে তার উপর একটা সাপকে নখ দিয়ে গেঁথে নেয়। এরকম একটা দৃশ্য আজতেকদের দেখান হয়। এই দৃশ্যকে প্রতীকী হিসেবে বলা হয় আজতেকদের এই জায়গাতে তাদের বাড়ি তৈরি করার জন্য বলা হয়েছিল।

ঘটনাচক্রে আজতেকরা শেষ পর্যন্ত তেক্সকোকো হ্রদের এক জলা দ্বীপে এসে হাজির হয় এবং এখানেই ১৩২৫ সালে তেনোচিততলান শহরের গোড়াপত্তন করে। ১৩৭৬ সালে আজতেকরা তাদের প্রথম রাজা হিসেবে মনোনীত করেন আকামাপিকট্লি (Acamapicatli)-কে (তাতোয়ানি (Tatoany) বলা হয়)।

পরবর্তী পঞ্চাশ বছর বা প্রায় ১৪২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত মেক্সিকা কার্যত আজকাপোতজালকোর সহযোগী এলাকা ছিল এবং আঞ্চলিকভাবে তখন সবচেয়ে শক্তিশালীকেন্দ্র ছিল এই আজকাপোতজালকো। এরপরের ঘটনাবলীর মধ্যে নাটকীয়তা আছে।

প্রত্নইতিহাস থেকে আমরা জানতে পারি আজকাপোতজাকোর প্রধান (Tlatoani) ১৪২৬ খ্রিষ্টাব্দে মারা যাবার পর তার ছেলে মাক্সলা (Maxla) ক্ষমতা দখল করেন এবং এর কিছুদিন পরেই আজতেক শাসক চিমালপোপোকা (Chimalpopoca) কে হত্যা করেন।

কিন্তু এর পর মাক্সলাকে পরাজিত করার জন্য চিমালপোপোকার উত্তরসূরী ইতকোয়াত (Itzcoatl) তেক্সোকো (Texcoco)-র নির্বাসিত শাসক নেজাহুয়ালকোয়োত (Nezahualcoyoti)-এর সঙ্গে সন্ধিস্থাপন করেন।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024