০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
যে চারটি বিষয়ের ওপর জাতীয় নির্বাচনের দিনে হবে গণভোট যুক্তরাষ্ট্রের বৃহত্তম যুদ্ধজাহাজের আগমন: ভেনেজুয়েলার উপর আক্রমণের শঙ্কা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩৩  বিচারকের বাসায় হামলা: ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে জাতীয় ঈদগাহের সামনে ড্রামে মিলল খণ্ডিত মরদেহ: রাজধানীতে চাঞ্চল্য চার্টার ভাঙলে দায় নেবে না বিএনপি: প্রধান উপদেষ্টাকে খসরুর কড়া সতর্কবার্তা সিলেট টেস্টে তৃতীয় দিন শেষে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের দোরগোড়ায় বাওতোকে কেন্দ্র করে চীনের রেয়ার আর্থ শিল্পে বড় রূপান্তর ভারতে জার্মান কায়দায় রিসিন সন্ত্রাস হামলার প্রস্তুতির অভিযোগ গুজরাটে রিচিন হামলা ষড়যন্ত্র: মুজাফ্‌ফরনগরের একই মাদ্রাসায় পড়তেন দুই অভিযুক্ত

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

  • Sarakhon Report
  • ০৭:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • 64

সুবীর বন্দ্যোপাধ্যায়

আজতেক কোয়ালিক শাসন-এর প্রেক্ষাপট

আজতেকদের পূর্বপুরুষ সম্পর্কে একটি লোকগল্প প্রচলিত আছে। বলা হয় একটি ঈগল পাখি ক্যাকটাস পাতা ছিড়ে তার উপর একটা সাপকে নখ দিয়ে গেঁথে নেয়। এরকম একটা দৃশ্য আজতেকদের দেখান হয়। এই দৃশ্যকে প্রতীকী হিসেবে বলা হয় আজতেকদের এই জায়গাতে তাদের বাড়ি তৈরি করার জন্য বলা হয়েছিল।

ঘটনাচক্রে আজতেকরা শেষ পর্যন্ত তেক্সকোকো হ্রদের এক জলা দ্বীপে এসে হাজির হয় এবং এখানেই ১৩২৫ সালে তেনোচিততলান শহরের গোড়াপত্তন করে। ১৩৭৬ সালে আজতেকরা তাদের প্রথম রাজা হিসেবে মনোনীত করেন আকামাপিকট্লি (Acamapicatli)-কে (তাতোয়ানি (Tatoany) বলা হয়)।

পরবর্তী পঞ্চাশ বছর বা প্রায় ১৪২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত মেক্সিকা কার্যত আজকাপোতজালকোর সহযোগী এলাকা ছিল এবং আঞ্চলিকভাবে তখন সবচেয়ে শক্তিশালীকেন্দ্র ছিল এই আজকাপোতজালকো। এরপরের ঘটনাবলীর মধ্যে নাটকীয়তা আছে।

প্রত্নইতিহাস থেকে আমরা জানতে পারি আজকাপোতজাকোর প্রধান (Tlatoani) ১৪২৬ খ্রিষ্টাব্দে মারা যাবার পর তার ছেলে মাক্সলা (Maxla) ক্ষমতা দখল করেন এবং এর কিছুদিন পরেই আজতেক শাসক চিমালপোপোকা (Chimalpopoca) কে হত্যা করেন।

কিন্তু এর পর মাক্সলাকে পরাজিত করার জন্য চিমালপোপোকার উত্তরসূরী ইতকোয়াত (Itzcoatl) তেক্সোকো (Texcoco)-র নির্বাসিত শাসক নেজাহুয়ালকোয়োত (Nezahualcoyoti)-এর সঙ্গে সন্ধিস্থাপন করেন।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

জনপ্রিয় সংবাদ

যে চারটি বিষয়ের ওপর জাতীয় নির্বাচনের দিনে হবে গণভোট

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

০৭:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

সুবীর বন্দ্যোপাধ্যায়

আজতেক কোয়ালিক শাসন-এর প্রেক্ষাপট

আজতেকদের পূর্বপুরুষ সম্পর্কে একটি লোকগল্প প্রচলিত আছে। বলা হয় একটি ঈগল পাখি ক্যাকটাস পাতা ছিড়ে তার উপর একটা সাপকে নখ দিয়ে গেঁথে নেয়। এরকম একটা দৃশ্য আজতেকদের দেখান হয়। এই দৃশ্যকে প্রতীকী হিসেবে বলা হয় আজতেকদের এই জায়গাতে তাদের বাড়ি তৈরি করার জন্য বলা হয়েছিল।

ঘটনাচক্রে আজতেকরা শেষ পর্যন্ত তেক্সকোকো হ্রদের এক জলা দ্বীপে এসে হাজির হয় এবং এখানেই ১৩২৫ সালে তেনোচিততলান শহরের গোড়াপত্তন করে। ১৩৭৬ সালে আজতেকরা তাদের প্রথম রাজা হিসেবে মনোনীত করেন আকামাপিকট্লি (Acamapicatli)-কে (তাতোয়ানি (Tatoany) বলা হয়)।

পরবর্তী পঞ্চাশ বছর বা প্রায় ১৪২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত মেক্সিকা কার্যত আজকাপোতজালকোর সহযোগী এলাকা ছিল এবং আঞ্চলিকভাবে তখন সবচেয়ে শক্তিশালীকেন্দ্র ছিল এই আজকাপোতজালকো। এরপরের ঘটনাবলীর মধ্যে নাটকীয়তা আছে।

প্রত্নইতিহাস থেকে আমরা জানতে পারি আজকাপোতজাকোর প্রধান (Tlatoani) ১৪২৬ খ্রিষ্টাব্দে মারা যাবার পর তার ছেলে মাক্সলা (Maxla) ক্ষমতা দখল করেন এবং এর কিছুদিন পরেই আজতেক শাসক চিমালপোপোকা (Chimalpopoca) কে হত্যা করেন।

কিন্তু এর পর মাক্সলাকে পরাজিত করার জন্য চিমালপোপোকার উত্তরসূরী ইতকোয়াত (Itzcoatl) তেক্সোকো (Texcoco)-র নির্বাসিত শাসক নেজাহুয়ালকোয়োত (Nezahualcoyoti)-এর সঙ্গে সন্ধিস্থাপন করেন।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)