চীনের বিয়ের নতুন ও সহজ নীতিমালা কার্যকর হওয়ার দিনেই রাজধানী বেইজিংয়ে ১,৪০০ জুটির বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে বেইজিং সিভিল অ্যাফেয়ার্স ব্যুরো।
নিবন্ধিত এই দম্পতিদের মধ্যে ৩২ শতাংশের হয়েছে ‘ক্রস-প্রভিন্স’ বিয়ে। অর্থাৎ বর ও কনের প্রদেশ ভিন্ন।
নতুন নিয়মে বিয়ে করতে আর আগের মতো হাউসহোল্ড রেজিস্ট্রেশন বুকের বাধ্যবাধকতা থাকছে না। পরিচয়পত্র এবং একটি ঘোষণাপত্র দিলেই চলবে। নতুন সিস্টেমে জাতীয় ডেটাবেজ ব্যবহার করে যাচাই করা হচ্ছে পরিচয় ও বৈবাহিক অবস্থা। সেই সঙ্গে চীনের যেকোনো অঞ্চলের বিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়েই রেজিস্ট্রেশন করানো যাবে। আগের মতো যার যার হোমটাউনে নিবন্ধনের ঝামেলাও নেই।
সামাজিক কার্যাবলি বিভাগের উপপরিচালক সু চিয়াং বলেন, ‘এই নিয়মের ফলে দম্পতিদের আর বাড়ি যাওয়ার দরকার নেই, মানুষের আসা-যাওয়ার কাজটা করে দিচ্ছে ডেটা।’
এই উদ্যোগ চীনের ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা সহজ করার একটি অংশ। একইসঙ্গে বিয়ে ও পর্যটনের মিশ্রণে গড়ে উঠছে নতুন ধরনের ‘মিষ্টি অর্থনীতি’।
তথ্য ও ছবি: সিএমজি