০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

শুরু হচ্ছে ৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

  • Sarakhon Report
  • ০৭:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • 82

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২১-২৪ মে ২০২৪ পর্যন্ত “৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫” জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অদ্য ২০ মে ২০২৫ মঙ্গলবার দুপুর ২:০০ ঘটিকায় সাঁতারুদের উপস্থিতি ও মেডিকেলের মাধ্যমে বয়সের গ্রুপ নির্ধারণ করা হবে। যাদের পূর্বে মেডিকেল হয়েছে তাদের নতুন মেডিকেলের প্রয়োজন নাই। পূর্বের কার্ড অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রুপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৪ দিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৪টি ইভেন্ট (১ মিঃ স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড, ৫ মি: প্লাটফর্ম ডাইভিং ও বালিকাদের ১ মিঃ স্প্রিং বোর্ড) মোট ১০৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা হবে এবং আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি মোট ৮০টি টীমের প্রায় ৫৫০ জন খেলোয়াড়, ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০জন মিট অফিসিয়ালসহ প্রায় ৭৭০ জন অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। চূড়ান্ত খেলোয়াড়ের সংখ্যা মেডিকেলের পর নির্ধারিত হবে।
প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করা হয়েছে ৪৫,০০,০০০.০০ (পয়তাল্লিশ লক্ষ মাত্র) টাকা। স্থানীয় টীম, বিকেএসপি ব্যতিত সকল দলের সাঁতারু ও অফিসিয়ালের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরী, আবাসিক হোটেল ও ক্রীড়া পল্লী-১ এ সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পুরষ্কার প্রাপ্ত সাঁতারুদের প্রাইজমানি প্রদান করা হবে।
আগামী ২১ মে ২০২৫ বুধবার বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি ও চেয়ারম্যান মিয়া ভাই ফাউন্ডেশন জনাব মিজানুর রহমান (মিয়া ভাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন।
আগামী ২৪ মে ২০২৫ শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

শুরু হচ্ছে ৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

০৭:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২১-২৪ মে ২০২৪ পর্যন্ত “৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫” জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অদ্য ২০ মে ২০২৫ মঙ্গলবার দুপুর ২:০০ ঘটিকায় সাঁতারুদের উপস্থিতি ও মেডিকেলের মাধ্যমে বয়সের গ্রুপ নির্ধারণ করা হবে। যাদের পূর্বে মেডিকেল হয়েছে তাদের নতুন মেডিকেলের প্রয়োজন নাই। পূর্বের কার্ড অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রুপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৪ দিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৪টি ইভেন্ট (১ মিঃ স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড, ৫ মি: প্লাটফর্ম ডাইভিং ও বালিকাদের ১ মিঃ স্প্রিং বোর্ড) মোট ১০৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা হবে এবং আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি মোট ৮০টি টীমের প্রায় ৫৫০ জন খেলোয়াড়, ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০জন মিট অফিসিয়ালসহ প্রায় ৭৭০ জন অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। চূড়ান্ত খেলোয়াড়ের সংখ্যা মেডিকেলের পর নির্ধারিত হবে।
প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করা হয়েছে ৪৫,০০,০০০.০০ (পয়তাল্লিশ লক্ষ মাত্র) টাকা। স্থানীয় টীম, বিকেএসপি ব্যতিত সকল দলের সাঁতারু ও অফিসিয়ালের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরী, আবাসিক হোটেল ও ক্রীড়া পল্লী-১ এ সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পুরষ্কার প্রাপ্ত সাঁতারুদের প্রাইজমানি প্রদান করা হবে।
আগামী ২১ মে ২০২৫ বুধবার বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি ও চেয়ারম্যান মিয়া ভাই ফাউন্ডেশন জনাব মিজানুর রহমান (মিয়া ভাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন।
আগামী ২৪ মে ২০২৫ শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।