সীমান্ত অপরাধ রোধে অভিযান
মালয়েশিয়া থাই সীমান্তবর্তী কেলান্তান রাজ্যে অবৈধ নদীর ঘাট ধ্বংসের অভিযান জোরদার করছে। আগে যেখানে ১২৮টি ঘাট ভাঙার পরিকল্পনা ছিল, এখন সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২১২তে।
পুলিশের ঘোষণা
মালয়েশিয়ার সীমান্ত এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রধান নিক রোস আজহান নিয়া আব হামিদ জানিয়েছেন, নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেলান্তান রাজ্যের কোলোক নদীর পাড়ে এসব অবৈধ ঘাট চিহ্নিত হয়েছে। নদীটি থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের সুংগাই কোলোক ও তাক বাই জেলার সঙ্গে সীমান্ত তৈরি করেছে।
ভাঙার প্রক্রিয়া
প্রথম ধাপে সরকারি জমিতে নির্মিত ভাসমান ঘাটগুলো ভাঙা হবে। এর আগে জমির মালিকানা যাচাই করা হবে এবং সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে নোটিশ জারি করা হবে।
অপরাধে ব্যবহৃত ঘাট
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, এসব অবৈধ ঘাট সীমান্ত অপরাধের বড় প্রবেশদ্বার। এর মাধ্যমে মানবপাচার, মাদক ও চোরাচালান চলতে থাকে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায়। একই সঙ্গে মালয়েশিয়া থেকেও বিপুল পরিমাণ পণ্য চোরাই পথে থাইল্যান্ডে যাচ্ছে।
এই অভিযানের মাধ্যমে সীমান্তে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে মালয়েশিয়ার অবস্থান আরও কঠোর হচ্ছে।
থাই সীমান্তে ২১২টি অবৈধ ঘাট ভাঙতে যাচ্ছে মালয়েশিয়া
-
সারাক্ষণ রিপোর্ট - ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- 68
জনপ্রিয় সংবাদ





















