১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
শতবর্ষে পরাবাস্তবতার বিস্ময়: স্বপ্ন আর অবচেতনের শিল্পযাত্রা ভেনেজুয়েলা ও কিউবা: সামনে কী প্রশান্ত মহাসাগরে আমেরিকার আধিপত্য টিকিয়ে রাখতে সহায়তা করছে তারা। তার মূল্য দিতে হচ্ছে যন্ত্রণাদায়কভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ কিমোনোর কাপড়ে নতুন জীবন, বিলাসী পোশাকে জাপানি ঐতিহ্যের আধুনিক রূপ টোকিওর কফি বাজারে ম্যামথ কফির ঝড় গাঁজার নির্যাসে দীর্ঘমেয়াদি পিঠের ব্যথা কমার প্রমাণ মিলছে গবেষণায় ছোট বিমানবন্দরের বড় সুবিধা, ভিড় আর ঝামেলা এড়িয়ে বদলাচ্ছে যাত্রীদের উড়াল অভ্যাস ভারী বর্ষণে দক্ষিণ স্পেনে আকস্মিক বন্যা, নিহত ১ নিখোঁজ ২ হলিউডের অন্ধকার পর্দা: ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা লড়াইয়ে অনিশ্চিত প্রেক্ষাগৃহের ভবিষ্যৎ

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ৫ নারীকে ফেরত দিল বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

বৈঠকে অংশগ্রহণকারীরা
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলাম। অপরদিকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ক্যাম্পের ১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার আরভিন্দ পাঠানিয়া।

বাংলাদেশি পরিচয় নিশ্চিতকরণ
বিজিবির তথ্য অনুযায়ী, বিএসএফের দেওয়া তথ্য যাচাই করে দেখা যায় যে আটক পাঁচ নারী বাংলাদেশি নাগরিক। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা পাঁচ নারী
ফেরত আসা নারীরা হলেন—

জেসমিন সুলতানা (৩৬)

পারভীন খাতুন (৩৮)

শিরিনা পারভীন (৩২)

আমিনা আক্তার (৪০)

মোছা. লাবনী আক্তার (৩০)

ভারতে প্রবেশ ও আটক হওয়ার ঘটনা
এই পাঁচ নারী এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা বাসাবাড়ি ও পার্লারে কাজ করতেন। গত ১৬ মে ভারতের গুজরাট থেকে ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। এরপর তারা মহারাষ্ট্রের পালঘর মহিলা আশ্রয়কেন্দ্রে পুলিশের হেফাজতে ছিলেন।

বিএসএফের কাছে হস্তান্তর
পরবর্তীতে ১৭ অগাস্ট ভারতীয় পুলিশ তাদের শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখান থেকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে তাদের ফেরত দেয়।

পরিবারের কাছে হস্তান্তর
তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, বিজিবি নারীদের থানায় হস্তান্তর করেছে। যেহেতু তাদের পরিবারের সদস্যরা আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাই পরে নারীদের পরিবারের কাছেই হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষে পরাবাস্তবতার বিস্ময়: স্বপ্ন আর অবচেতনের শিল্পযাত্রা

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ৫ নারীকে ফেরত দিল বিএসএফ

০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

বৈঠকে অংশগ্রহণকারীরা
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলাম। অপরদিকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ক্যাম্পের ১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার আরভিন্দ পাঠানিয়া।

বাংলাদেশি পরিচয় নিশ্চিতকরণ
বিজিবির তথ্য অনুযায়ী, বিএসএফের দেওয়া তথ্য যাচাই করে দেখা যায় যে আটক পাঁচ নারী বাংলাদেশি নাগরিক। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা পাঁচ নারী
ফেরত আসা নারীরা হলেন—

জেসমিন সুলতানা (৩৬)

পারভীন খাতুন (৩৮)

শিরিনা পারভীন (৩২)

আমিনা আক্তার (৪০)

মোছা. লাবনী আক্তার (৩০)

ভারতে প্রবেশ ও আটক হওয়ার ঘটনা
এই পাঁচ নারী এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা বাসাবাড়ি ও পার্লারে কাজ করতেন। গত ১৬ মে ভারতের গুজরাট থেকে ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। এরপর তারা মহারাষ্ট্রের পালঘর মহিলা আশ্রয়কেন্দ্রে পুলিশের হেফাজতে ছিলেন।

বিএসএফের কাছে হস্তান্তর
পরবর্তীতে ১৭ অগাস্ট ভারতীয় পুলিশ তাদের শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখান থেকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে তাদের ফেরত দেয়।

পরিবারের কাছে হস্তান্তর
তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, বিজিবি নারীদের থানায় হস্তান্তর করেছে। যেহেতু তাদের পরিবারের সদস্যরা আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাই পরে নারীদের পরিবারের কাছেই হস্তান্তর করা হয়।