মরদেহ উদ্ধারের ঘটনা
নিখোঁজ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম শুক্রবার বিকেল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় ভেসে ওঠা মরদেহটি প্রথমে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা
নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ–পুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে বিভুরঞ্জনের মৃত্যু হয়েছে। মরদেহ আংশিক বিকৃত হয়ে পড়েছে, তবে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
নিখোঁজের পটভূমি
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় তিনি একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ই-মেইল করেন। পরিবারের সদস্যরা জানান, এরপর সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি।
ভিউজ বাংলাদেশ-এর অনুসন্ধানে জানা যায়, সেদিন রাজধানীর মালিবাগের ফরচুন মার্কেটের সামনে থেকে বিভুরঞ্জন সরকার একটি মোটরবাইকে উঠেছিলেন।
সিসিটিভি ফুটেজে তথ্য
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিভুরঞ্জন সরকার একটি বাইকে উঠেছেন। তিনি বলেন, “বাইকটি খুঁজে পাওয়া গেলে অনেক রহস্য উদ্ঘাটিত হবে।” বর্তমানে তদন্ত চলছে।
নিখোঁজের পর পরিবারের উদ্যোগ
এর আগে বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে উল্লেখ করা হয়, অফিসে যাওয়ার সময় তিনি মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিলেন। রাত ৯টার মধ্যে বাসায় না ফেরায় আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন জানা যায়, তিনি অফিসেও যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের পরিচয়
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তার লেখালেখি পাঠকের কাছে সমাদৃত ছিল।
এই মৃত্যুর ঘটনায় সাংবাদিক সমাজে শোক নেমে এসেছে। তদন্তে সঠিক কারণ উদঘাটিত হলে রহস্যের জট খুলবে বলে আশা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















