ইসলামাবাদে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ওয়াং ই তিন দিনের সফরে বুধবার পাকিস্তানে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে চীন পাকিস্তানের সার্বভৌমত্ব ও উন্নয়নে অবিচল সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেছে।
কৌশলগত অংশীদারিত্বে নতুন অঙ্গীকার
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয়পক্ষ “সর্বআবহাওয়ার কৌশলগত অংশীদারিত্ব” আরও শক্তিশালী করার সংকল্প পুনর্ব্যক্ত করেছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে সমন্বয় বাড়ানোর অঙ্গীকারও করা হয়েছে।
ওয়াং ই পাকিস্তানের সার্বভৌমত্ব ও উন্নয়নে চীনের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সেনাপ্রধান মুনির চীনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকের শেষে উভয়পক্ষ শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক সমৃদ্ধির প্রতি যৌথ প্রতিশ্রুতি জোরালোভাবে তুলে ধরে।
পূর্ববর্তী সফর ও সামরিক সম্পর্ক
গত মাসে সেনাপ্রধান মুনির চীন সফর করেন। সেখানে তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে তাঁর পূর্বসূরি জেনারেল কামার জাভেদ বাজওয়ার মতো, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।
পাকিস্তান-চীন কূটনৈতিক সংলাপ
বৃহস্পতিবার ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কৌশলগত পরামর্শ বৈঠক করেন। বৈঠকে সিপিইসি (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর) ২.০, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, বহুপাক্ষিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচিত হয়।
এর আগে ওয়াং ই কাবুল সফরে গিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে সিপিইসি প্রকল্পকে কাবুল পর্যন্ত সম্প্রসারণসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা হয়।
দক্ষিণ এশিয়ায় চীনের সক্রিয় কূটনীতি
ওয়াং ইর এ সফর তিন বছরে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফর। এটি চীন-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিনিময়ের অংশ।
এ সপ্তাহের শুরুতে তিনি নয়াদিল্লি সফর করেন, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি সংলাপের ২৪তম রাউন্ডে অংশ নেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের বৈঠক
-
সারাক্ষণ রিপোর্ট - ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- 74
জনপ্রিয় সংবাদ

























