গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবারের হামলায় মাথা ও নাকে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণ ছিল মাথার আঘাত ও নাকের হাড় ভাঙা। রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে এবং নূর জ্ঞান ফিরে পেয়েছেন। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শনিবার সকালে তার সিটি স্ক্যান করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা না কাটা পর্যন্ত নূর বিপদমুক্ত বলা যাবে না বলে জানান আসাদুজ্জামান।
এছাড়া তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক।
বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে নূরের দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ও সেনাসদস্যরা লাঠিচার্জ করে, এতে নূরসহ বেশ কয়েকজন আহত হন।
নূর মাথায় আঘাত পেয়েছেন, নাকের হাড় ভেঙেছে: ডিএমসিএইচ পরিচালক
-
সারাক্ষণ রিপোর্ট - ১২:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- 223
জনপ্রিয় সংবাদ



















