আফগানিস্তান সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের গুলিতে দুই সীমান্ত সেনা নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার আগে টিটিপি সদস্যরা গ্রাম জুড়ে দেয়ালে গ্রাফিতি লিখে নিজেদের উপস্থিতির ইঙ্গিত দেয়।
অভিযান ও সংঘর্ষ
কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। অভিযানের আগে টিটিপি সদস্যদের দেয়ালে স্লোগান লিখতে এবং এলাকায় টহল দিতে দেখা যায়। অভিযানের সময় সারা রাত ধরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলে। এতে দুই সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হন।

উপস্থিতি বাড়ছে টিটিপির
স্থানীয় কর্মকর্তা জানান, গত দুই মাসে সীমান্তবর্তী পাহাড়ি জেলাগুলোতে টিটিপির উপস্থিতি বেড়েছে। বর্তমানে প্রায় চারশো জঙ্গি সেখানে সক্রিয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ সপ্তাহে বিভিন্ন ভবনে টিটিপির নাম লেখা গ্রাফিতি দেখা গেছে। এর মাধ্যমে তারা স্থানীয়দের ভয় দেখানো, নিজেদের উপস্থিতি প্রকাশ এবং সক্রিয় জঙ্গিদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে।
কর্তৃপক্ষের হিসাবে, গত ১০ দিনে নয়জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

অতীতের ভয় ফিরে আসছে
স্থানীয় বাসিন্দারা বলছেন, টিটিপির এ ধরনের কর্মকাণ্ড আবারও ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘ওয়ার অন টেরর’ এর সময় আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে এ অঞ্চল ভুগেছিল।
মাট্টা শহরের এক স্কুলশিক্ষক শাহ আলি (৩৫) বলেন, “আমি নিজ চোখে স্থানীয় সেতুতে টিটিপির লেখা দেখেছি। বিষয়টি আমাকে ভীষণ কাঁপিয়ে দিয়েছে। মনে হচ্ছে টিটিপি আবার ফিরে এসেছে। যদি সত্যিই তারা ফিরে আসে, তাহলে আমরা যেন আবার ২০০৮ সালে ফিরে গেলাম।”
টিমারগারার এক শিক্ষার্থী ওয়াসিম আহমদ (২৮) বলেন, “২০০৮ সালে তালেবান এ এলাকা দখল করে বড় বড় হামলা চালিয়েছিল। এখনকার ঘটনাগুলো সেই সময়ের ভয়াবহতা মনে করিয়ে দিচ্ছে। তখন বাজার, মসজিদ ও জনসমাগমস্থলগুলোতে বোমা হামলা হয়েছিল। আবার সেই পরিস্থিতিতে ফিরে যাওয়ার ভয় জেগেছে।”
সারাক্ষণ রিপোর্ট 



















