০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

রাজসাহীর ইতিহাস (পর্ব -৩৫)

(৩) নিষ্কর ভূমি-১৮৯৮-৯৯ খ্রিস্টাব্দে নিষ্কর ভূমির সংখ্যা ১৮৩৭। এইরূপ ভূসম্পত্তি দশ প্রকার যথা:- (ক) আয়মা, (খ) মদৎমাস, (গ) দেবোত্তর, (ঘ) ব্রহ্মোত্তর, (ঙ) পীরপাল, (চ) মহাত্রাণ, (ছ) ভোগোত্তর, (জ) চাকরাণভূমি, (ঝ) হেবা, (ঞ) জায়গির। এই নিষ্কর ভূমি ধর্মার্থ এবং ব্যক্তি বিশেষের বা বংশ বিশেষের উপকারার্থ দেওয়া হইয়াছে। ইহাদের মধ্যে কতকগুলি নিষ্কর ভূমি চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব এবং কতকগুলি পরে প্রদত্ত হইয়াছে। ইহাদের মধ্যে কতকগুলি নিষ্কর ভূমি হিন্দু প্রদত্ত এবং কতকগুলি মুসলমান প্রদত্ত। লালপুর ও নাটোর থানার অন্তর্গত মুসলমান প্রদত্ত নিষ্কর ভূমিই বেশি।
জনপ্রিয় সংবাদ

রাজসাহীর ইতিহাস (পর্ব -৩৫)

০৪:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
(৩) নিষ্কর ভূমি-১৮৯৮-৯৯ খ্রিস্টাব্দে নিষ্কর ভূমির সংখ্যা ১৮৩৭। এইরূপ ভূসম্পত্তি দশ প্রকার যথা:- (ক) আয়মা, (খ) মদৎমাস, (গ) দেবোত্তর, (ঘ) ব্রহ্মোত্তর, (ঙ) পীরপাল, (চ) মহাত্রাণ, (ছ) ভোগোত্তর, (জ) চাকরাণভূমি, (ঝ) হেবা, (ঞ) জায়গির। এই নিষ্কর ভূমি ধর্মার্থ এবং ব্যক্তি বিশেষের বা বংশ বিশেষের উপকারার্থ দেওয়া হইয়াছে। ইহাদের মধ্যে কতকগুলি নিষ্কর ভূমি চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব এবং কতকগুলি পরে প্রদত্ত হইয়াছে। ইহাদের মধ্যে কতকগুলি নিষ্কর ভূমি হিন্দু প্রদত্ত এবং কতকগুলি মুসলমান প্রদত্ত। লালপুর ও নাটোর থানার অন্তর্গত মুসলমান প্রদত্ত নিষ্কর ভূমিই বেশি।