০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
১১ নভেম্বর ঢাকায় ভিন্ন পরিস্থিতি ভিন্ন হবে: জামায়াত ও মিত্র দলের হুশিয়ারি দেশের ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি : ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,০৩৪ জন ‘ভারত ৬২ কিলোমিটার দখল করেছে’ — এই তথ্য ভুল ও বিভ্রান্তিকর: বিজিবি দুই ভাগের গল্প: বাণিজ্যযুদ্ধের উত্থান-পতনে ক্যান্টন মেলা কাঁপিয়ে দিল চীন গ্রাহক সুরক্ষায় বৈশ্বিক স্বীকৃতি: ‘সিপিসি গোল্ড’ অর্জন করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স মেক্সিকো প্রেসিডেন্টের প্রতি যৌন হয়রানি: নারী সহিংসতা নিয়ে নতুন বিতর্ক তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি গাজায় দুই বছরের যুদ্ধ শেষে ধ্বংসস্তূপের মাঝে জীবন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে স্থগিত পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন গাজীপুরে অভিযান: সাবেক ছাত্রদল নেতা এনামুলসহ ৭ জন অস্ত্রসহ গ্রেপ্তার

রাজসাহীর ইতিহাস (পর্ব -৩৭)

রামজীবন এই বিস্তৃত জমিদারি প্রাপ্ত হইয়া ছাইভাঙা বিল বেষ্টিত নাটোরে গ্রামে চৌকি বা পরিখা খনন করিয়া নিজ রাজধানী স্থাপিত করিলেন। সম্ভবত ১৬২৯ খ্রিস্টাব্দ হইতে সমগ্র রাজসাহী নাটোর বংশোদ্ভব রাজাদের অধিকৃত হয়। আরঙ্গজীবের সময়ই বাংলাদেশে বর্গীর হাঙ্গামা উপস্থিত হইয়া বঙ্গদেশে অরাজকতা দেখা দিল। এই সময় নবাব আলিবর্দি মোঘল সম্রাটকে কর প্রদানের তাচ্ছিল্য করিতে লাগিলেন এবং জমিদারগণও স্বাধীন হইবার চেষ্টা করিতে লাগিলেন। আলিবর্দির পর সিরাজদ্দৌলা নবাব হইলেন। আবার সিরাজদ্দৌলার , জমিদারগণ ইংরেজদের হস্তে পতিত হইলেন। সে সময় রাজসাহীর রাজ্য মহারাণী ভবানীর হস্তে ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি প্রাপ্ত হইলে অর্থাৎ ১৭৬৫ খ্রিস্টাব্দ বাংলার শাসন ভারগ্রহণ করিলে, রাজসাহী ইংরাজ শাসনের অধীন থাকিয়া নাটোর রাজাদের অধিকৃত ছিল। এই সময় হইতে এবং পরে অনেক বৎসর পর্যন্ত সমগ্র রাজসাহী জমিদারি এক ব্যক্তির হস্তে ছিল এবং সেই ব্যক্তি কেবল ইংরেজ গবর্ণমেন্টকে রাজস্ব দিবার জন্য দায়ী ছিলেন। ১৭৭৮-৭৯ খ্রিস্টাব্দেও রাজসাহী বিখ্যাতা মহারাণী ভবানীর হস্তে অর্জিত ছিল। তিনি ইংরেজ গবর্ণমেন্টকে বার্ষিক সিক্কা ২,২৮৫, ৬৪৯ টাকা রাজস্ব প্রদান করিতেন। মহারাণী ভবানী ক্রমে রাজস্বের অনেক টাকা বাকি করিলেন। কিছুদিন গবর্ণমেন্ট সেই রাজ্যভার গ্রহণ করিয়া খাসে কর আদায় করিতে লাগিলেন অথবা রাজস্ব আদায় জন্য ব্যক্তি বিশেষকে চুক্তি করিয়া ছিলেন। এই প্রণালী অবলম্বণে রাজস্ব কিঞ্চিৎ বৃদ্ধি হইল। অবশেষে রাণী তাহার পোষ্য পুত্র রাজা রামকৃষ্ণকে সমুদয় জমিদারি অর্পণ করিলেন। ১৭৯০ খ্রিস্টাব্দে দশশালা বন্দোবস্তের সময় রাজা রামকৃষ্ণ সমুদয় রাজসাহী রাজ্য সিকা ২,৩২৮,১০১ টাকা জমায় বন্দোবস্ত করিয়া লইলেন। কিন্তু ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের সময় রাজার অধীনস্থ তালুকদারেরা স্বাধীনভাব অবলম্বন করিল এবং রাজাকে রাজস্ব না দিয়া গবর্ণমেন্টের খাজানা-খানায় একবারে রাজস্ব দিতে লাগিল। ইহাতে এই ফল হইল যে ১৮০০-১৮০১ খ্রিস্টাব্দে জেলায় সর্বশুদ্ধ ১৬০৩ ভিন্ন ভিন্ন জমিদার হইল। ১৭৯৩ খ্রিস্টাব্দে পদ্মানদীর দক্ষিণ ভাগে নিজ রাজসাহী নামক স্থান মুরশিদাবাদ ও অন্যান্য জেলার সামিল হওয়ায় রাজসাহী জেলার রাজস্ব কমিয়া সিকা ১,৪৭১,৪৫০ টাকা হয়। ১৮৫০-৫১ খ্রিস্টাব্দে রাজসাহী জেলার তৌজিভুক্ত ৪৫৫০ জমিদার এবং তালুকদার সিকা ১,১৭৬,৫১৬ টাকা জমায় ১৮১৩ সংখ্যক জমিদারি বা সেট দখল করেন। জেলার আয়তন কমিয়া যাওয়ায় ১৮৭০-৭১ খ্রিস্টাব্দে তৌজি ভুক্ত জমিদারি বা সেট ১৮১৩ স্থানে ১৭২১ হয় এবং রাজস্ব ১,০২৯,০৩১ টাকা স্থির হয়। ১৮৯৮-৯৯ খ্রিস্টাব্দে গবর্ণমেন্ট রাজস্ব পথকর সমেত ১২০২১৪২ টাকা ছিল।

সময় সময় জেলার আয়তন হ্রাস বৃদ্ধি হওয়াতে রাজস্বেরও কমিবেশি হইয়াছে। যে রাজসাহী প্রদেশ এক ব্যক্তির হস্তে ছিল, সেই রাজসাহীতে ক্ষুদ্র ক্ষুদ্র বহুতর তালুকদারের হস্তে অর্জিত হওয়াতে প্রজার কর ক্রমে বৃদ্ধি হইতেছে। ইহাতে দরিদ্র প্রজার রক্ত-শোষণ করিয়া তালুকদারদিগেরই পুষ্টিলাভ হইতেছে।

রাজসাহী জেলা পরগণা অনুসারে বিভক্ত হইয়া, পরগণা বা তদন্তর্গত ডিহি, প্রত্যেক জমিদার বা তালুকদারের হতে অর্পিত হয়। সেই জমিদার বা তালুকদার জেলার কালেক্টরিতে নিজ নিজ রাজস্ব কিস্তি মত দিতে আরম্ভ করিলেন। জেলার আয়তন হ্রাস বৃদ্ধি হওয়ায় পরগণার সংখ্যাও ছিল। কমিবেশি হইয়া থাকে। ১৮৭০-৭১ খ্রিস্টাব্দে রাজসাহী জেলা নিম্ন ৪৮ পরগণায় বিভক্ত হইয়া

(১) আমরুলঃ আয়তন ৬৪,৪৯৯ একর অথবা ১০০.৭৮ বর্গ মাইল। এই পরগণায় ৫ ডিহি যথা- (১) ব্রজপুর ও ভাগসুন্দর (জমিদার কাসিমবাজারের রাজা, পত্তনীদার মোহিনীমোহন রায়), (২) রাম-রামা (বর্তমানে নাটোর রাজা ছোটতরফ), (৩) সেরকোল (নাটোর মহারাজা বড়তরফ), (৪) বিশা (ফরাশডাঙা গুদলপাড়া নিবাসী জমিদার), (৫) বাঁকা (সন্তোষের জমিদার)। এই পরগণায় ৪৯ স্টেট।

(২) বাজুরাস: আয়তন ৮৮৮৫ একর অথবা ১২.৬৩ বর্গ মাইল। এই পরগণায় ৫ স্টেট।

(৩) বাজুরাস:অহবৎপুর: আয়তন ৫৫২৪ একর অথবা ৮.৬৩ বর্গ মাইল। এই পরগণায়

(৪) বলিহার: আয়তন ১৮০১৩ একর অথবা ২৮.১৫ বর্গমাইল। এই পরগণায় ৮ স্টেট। জমিদার বলিহারের রাজা।

(৫) বান্দাইঘাড়া: আয়তন ৯৯৩২ একর অথবা ১৫.৫২ বর্গমাইল। এই পরগণায় ৪ টেস্ট। জমিদার মহাদেবপুরের জমিদারগণ ও কাসিমপুরের রায় বাহাদুর জমিদার প্রভৃতি।

(৬) বনগাঁও জায়গির: আয়তন ১৪,২৪৭ একর অথবা ২২.২৬ বর্গমাইল। এই পরগণায় ৬ টেস্ট।

(৭) বনগাঁও খালসা : আয়তন ৩৩,৯৩২ একর অথবা ৫৩.০২ বর্গমাইল। এই পরগণায় ২২ টেস্ট।

(৮) বারবকপুর: আয়তন ৬৩,৭৪৭ একর অথবা ৯৯.৬০ বর্গমাইল। এই পরগণায় ৩৯ স্টেট। কোন কোন গ্রামে গাঁজা জন্মে। জমিদার দুবলহাটির রাজা।

(৯) বড়বড়িয়া: আয়তন ৫৭১৩ একর অথবা ৮.৯৩ বর্গমাইল। এই পরগণায় ৬ স্টেট। জমিদার করচমাড়িয়ার সরকার প্রভৃতি।

(১০) তপে বিয়াস: আয়তন ৭৬০৫৪ একর অথবা ১১৮.৮৩ বর্গমাইল। এই পরগণার ৭৮ স্টেট।

(১১) চাঁদলাই: আয়তন ৫৯,৯১৭ একর অথবা ৯৩.৬২ বর্গমাইল। এই পরগণায় ৫৮ স্টেট।

(১২) তপ্পে চাঁপিলা: আয়তন ২৪৯,৪৯৯ একর অথবা ৩৮৯.৮৪ বর্গমাইল। এই পরগণায় ৯৫ স্টেট।

(১৩) চৌগাঁও: আয়তন ২৯,৪৮৭ একর অথবা ৪৬.০৭ বর্গমাইল। এই পরগণায় ৬৫ স্টেট। জমিদার রমণীকান্ত রায় বি,এ।

(১৪) চীনাসো: আয়তন ১৩১৮৫ একর অথবা ২০.৬০ বর্গমাইল। এই পরগণায় ৩৭ স্টেট।

(১৫) ছিণ্ডাবাজু: আয়তন ১৯,৬৪৩ একর অথবা ৩০.৬৯ বর্গমাইল। এই পরগণায় ২৮ মৌজা।

(১৬) দক্ষিণ জোয়াড়: আয়তন ১৩০৮৭ একর অথবা ২০.৪৫ বর্গমাইল। এই পরগণায় ১৫ স্টেট।

(১৭) ধামীন: আয়তন ২৪১৯৮ একর অথবা ৩৭.৮১ বর্গমাইল। এই পরগণায় ৪৩ স্টেট।

(১৮) দিঘা: আয়তন ১৭,৫২৬ একর অথবা ২৭.৩৮ বর্গমাইল। এই পরগণায় ২৩ স্টেট।

(১৯) গঙ্গারামপুর: আয়তন ৭০৮২ একর অথবা ১১.০৬ বর্গমাইল। এই পরগণায় ২০ সেস্টট।

(২০) গয়াহাটা: আয়তন ৬৬১০ একর অথবা ১০.৩৩ বর্গমাইল। এই পরগণায় ১১ স্টেট।

(২১) গোপীনাথপুর: আয়তন ৫৯২৭ একর অথবা ৯.২৬ বর্গমাইল। এই পরগণায় ৩৬ স্টেট।

(২২) গোরের হাট বা গরের হাট: আয়তন ৩৭,২৭৬ একর অথবা ৫৮.২৪ বর্গমাইল। এই পরগণায় ৪৩ মৌজা।

(২৩) গোবিন্দপুর: আয়তন ৪৬,৩৩০ একর অথবা ৭২.৩৯ বর্গমাইল। এই পরগণায় ৫২ স্টেট।

(২৪) হান্ডিয়াল স্টেট : আয়তন ১৩,৪১৬ একর অথবা ২০.৯৬ বর্গমাইল। এই পরগণায় ৫

(২৫) হুসুরপুর: আয়তন ১৫,২২৯ একর অথবা ২৩.৮০ বর্গমাইল। এই পরগণায় ২৪ স্টেট।

(২৬) ইছলামপর: আয়তন ১৬২৭ একর অথবা ২.৫৪ বর্গমাইল। এই পরগণায় ৫ স্টেট।

(২৭) জাহাঙ্গিরাবাদ: আয়তন ১৮৪ একর অথবা ২৯ বর্গমাইল। এই পরগণায় ১ স্টেট

(২৮) জিয়াসিন্ধ: আয়তন ৭৬৬১২ একর অথবা ১১৯.৭০ বর্গমাইল। এই পরগণায় ২০ স্টেট।

(২৯) কালীগাঁও: আয়তন ৪১১০৫ একর অথবা ৬৪.২২ বর্গমাইল। এই পরগণায় ২৫ স্টেট।

(৩০) কালীগাঁও কালীসপা: আয়তন ৫২৩৫৭ একর অথবা ৮১.৮১ বর্গমাইল। এই পরগণায় ২৪ স্টেট।

(৩১) কাসিমপুর: আয়তন ৪৪৮২ একর অথবা ৭.০০ বর্গমাইল। এই পরগণায় ৩ স্টেট।

(৩২) কাটার মহল: আয়তন ১৩০৭১৪ একর অথবা ২০৪.২৪ বর্গমাইল। এই পরগণায় ১৮০ স্টেট।

(৩৩) কাজিহাটা: আয়তন ১৮৭৬২ একর অথবা ২৯.৩২ বর্গমাইল। এই পরগণায় ৬ স্টেট।

(৩৪) খাসতালুক: আয়তন ৪৪০০ একর অথবা ৬.৮৭ বর্গমাইল । এই পরগণায় ২ স্টেট।

(৩৫) তপ্পে কুসুম্বি: আয়তন ২৪৪৭৯ একর অথবা ৩৮.২৫ বর্গমাইল। এই পরগণায় ৩৭স্টেট।

(৩৬) লস্করপুর: আয়তন ২৭৯,৯৬৪ একর অথবা ৪৬৫.৪২ বর্গমাইল। এই পরগণায় ২৯৯ স্টেট।

(৩৭) মালঞ্চী: আয়তন ৬৭৪৪ একর অথবা ১০.৫৪ বর্গমাইল। এই পরগণায় ২৩ স্টেট।

(৩৮) মেহমনসাহী: আয়তন ৭০৩৫ একর অথবা ১০.৯৯ বর্গমাইল।

(৩৯) মুহাম্মদপুর: আয়তন ৪১,৪৯১ একর এথবা ৬৪.৯৩ বর্গমাইল। এই পরগণায় ৫৬ স্টেট।

(৪০) নিজামপুর: আয়তন ১২৫ একর অথবা ২০ বর্গমাইল। এই পরগণায় ২ স্টেট।

(৪১) প্রতাপবাজু: আয়তন ১৯২৭০ একর অথবা ৩০.১১ বর্গমাইল। এই পরগণায় ২ স্টেট।

(৪২) রোকনপুর: আয়তন ৪৮২৪০ একর অথবা ৭৫.৩৭ বর্গমাইল। এই পরগণায় ২ স্টেট।

(৪৩) শীরশাবাদ: আয়তন ৫৫৬ একর অথবা ৮৭ বর্গমাইল। এই পরগণায় ১ স্টেট।

(৪৪) সোনাবাজু: আয়তন ১১৫৩৮০ একর অথবা ১৮০.২৮ বর্গমাইল। এই পরগণায় ৮৯ স্টেট।

(৪৫) সুজানগর: আয়তন ১১১৩০ একর অথবা ১৭.৩৯ বর্গমাইল। এই পরগণায় ২৪ স্টেট।

(৪৬) তাহিরপুর: আয়তন ৮২৯৪৪ একর অথবা ১২৯.৬০ বর্গমাইল। এই পরগণায় ৪৩ স্টেট।

(৪৭) তারাগুণিয়া: আয়তন ৬৪৭ একর অথবা ১.০১ বর্গমাইল। এই পরগণায় ১৮ স্টেট।

(৪৮) তেগাছি: আয়তন ৫১৮২৪ একর অথবা ৮০.৯৭ বর্গমাইল। এই পরগণায় ১৬ স্টেট।

জনপ্রিয় সংবাদ

১১ নভেম্বর ঢাকায় ভিন্ন পরিস্থিতি ভিন্ন হবে: জামায়াত ও মিত্র দলের হুশিয়ারি

রাজসাহীর ইতিহাস (পর্ব -৩৭)

০৪:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

রামজীবন এই বিস্তৃত জমিদারি প্রাপ্ত হইয়া ছাইভাঙা বিল বেষ্টিত নাটোরে গ্রামে চৌকি বা পরিখা খনন করিয়া নিজ রাজধানী স্থাপিত করিলেন। সম্ভবত ১৬২৯ খ্রিস্টাব্দ হইতে সমগ্র রাজসাহী নাটোর বংশোদ্ভব রাজাদের অধিকৃত হয়। আরঙ্গজীবের সময়ই বাংলাদেশে বর্গীর হাঙ্গামা উপস্থিত হইয়া বঙ্গদেশে অরাজকতা দেখা দিল। এই সময় নবাব আলিবর্দি মোঘল সম্রাটকে কর প্রদানের তাচ্ছিল্য করিতে লাগিলেন এবং জমিদারগণও স্বাধীন হইবার চেষ্টা করিতে লাগিলেন। আলিবর্দির পর সিরাজদ্দৌলা নবাব হইলেন। আবার সিরাজদ্দৌলার , জমিদারগণ ইংরেজদের হস্তে পতিত হইলেন। সে সময় রাজসাহীর রাজ্য মহারাণী ভবানীর হস্তে ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি প্রাপ্ত হইলে অর্থাৎ ১৭৬৫ খ্রিস্টাব্দ বাংলার শাসন ভারগ্রহণ করিলে, রাজসাহী ইংরাজ শাসনের অধীন থাকিয়া নাটোর রাজাদের অধিকৃত ছিল। এই সময় হইতে এবং পরে অনেক বৎসর পর্যন্ত সমগ্র রাজসাহী জমিদারি এক ব্যক্তির হস্তে ছিল এবং সেই ব্যক্তি কেবল ইংরেজ গবর্ণমেন্টকে রাজস্ব দিবার জন্য দায়ী ছিলেন। ১৭৭৮-৭৯ খ্রিস্টাব্দেও রাজসাহী বিখ্যাতা মহারাণী ভবানীর হস্তে অর্জিত ছিল। তিনি ইংরেজ গবর্ণমেন্টকে বার্ষিক সিক্কা ২,২৮৫, ৬৪৯ টাকা রাজস্ব প্রদান করিতেন। মহারাণী ভবানী ক্রমে রাজস্বের অনেক টাকা বাকি করিলেন। কিছুদিন গবর্ণমেন্ট সেই রাজ্যভার গ্রহণ করিয়া খাসে কর আদায় করিতে লাগিলেন অথবা রাজস্ব আদায় জন্য ব্যক্তি বিশেষকে চুক্তি করিয়া ছিলেন। এই প্রণালী অবলম্বণে রাজস্ব কিঞ্চিৎ বৃদ্ধি হইল। অবশেষে রাণী তাহার পোষ্য পুত্র রাজা রামকৃষ্ণকে সমুদয় জমিদারি অর্পণ করিলেন। ১৭৯০ খ্রিস্টাব্দে দশশালা বন্দোবস্তের সময় রাজা রামকৃষ্ণ সমুদয় রাজসাহী রাজ্য সিকা ২,৩২৮,১০১ টাকা জমায় বন্দোবস্ত করিয়া লইলেন। কিন্তু ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের সময় রাজার অধীনস্থ তালুকদারেরা স্বাধীনভাব অবলম্বন করিল এবং রাজাকে রাজস্ব না দিয়া গবর্ণমেন্টের খাজানা-খানায় একবারে রাজস্ব দিতে লাগিল। ইহাতে এই ফল হইল যে ১৮০০-১৮০১ খ্রিস্টাব্দে জেলায় সর্বশুদ্ধ ১৬০৩ ভিন্ন ভিন্ন জমিদার হইল। ১৭৯৩ খ্রিস্টাব্দে পদ্মানদীর দক্ষিণ ভাগে নিজ রাজসাহী নামক স্থান মুরশিদাবাদ ও অন্যান্য জেলার সামিল হওয়ায় রাজসাহী জেলার রাজস্ব কমিয়া সিকা ১,৪৭১,৪৫০ টাকা হয়। ১৮৫০-৫১ খ্রিস্টাব্দে রাজসাহী জেলার তৌজিভুক্ত ৪৫৫০ জমিদার এবং তালুকদার সিকা ১,১৭৬,৫১৬ টাকা জমায় ১৮১৩ সংখ্যক জমিদারি বা সেট দখল করেন। জেলার আয়তন কমিয়া যাওয়ায় ১৮৭০-৭১ খ্রিস্টাব্দে তৌজি ভুক্ত জমিদারি বা সেট ১৮১৩ স্থানে ১৭২১ হয় এবং রাজস্ব ১,০২৯,০৩১ টাকা স্থির হয়। ১৮৯৮-৯৯ খ্রিস্টাব্দে গবর্ণমেন্ট রাজস্ব পথকর সমেত ১২০২১৪২ টাকা ছিল।

সময় সময় জেলার আয়তন হ্রাস বৃদ্ধি হওয়াতে রাজস্বেরও কমিবেশি হইয়াছে। যে রাজসাহী প্রদেশ এক ব্যক্তির হস্তে ছিল, সেই রাজসাহীতে ক্ষুদ্র ক্ষুদ্র বহুতর তালুকদারের হস্তে অর্জিত হওয়াতে প্রজার কর ক্রমে বৃদ্ধি হইতেছে। ইহাতে দরিদ্র প্রজার রক্ত-শোষণ করিয়া তালুকদারদিগেরই পুষ্টিলাভ হইতেছে।

রাজসাহী জেলা পরগণা অনুসারে বিভক্ত হইয়া, পরগণা বা তদন্তর্গত ডিহি, প্রত্যেক জমিদার বা তালুকদারের হতে অর্পিত হয়। সেই জমিদার বা তালুকদার জেলার কালেক্টরিতে নিজ নিজ রাজস্ব কিস্তি মত দিতে আরম্ভ করিলেন। জেলার আয়তন হ্রাস বৃদ্ধি হওয়ায় পরগণার সংখ্যাও ছিল। কমিবেশি হইয়া থাকে। ১৮৭০-৭১ খ্রিস্টাব্দে রাজসাহী জেলা নিম্ন ৪৮ পরগণায় বিভক্ত হইয়া

(১) আমরুলঃ আয়তন ৬৪,৪৯৯ একর অথবা ১০০.৭৮ বর্গ মাইল। এই পরগণায় ৫ ডিহি যথা- (১) ব্রজপুর ও ভাগসুন্দর (জমিদার কাসিমবাজারের রাজা, পত্তনীদার মোহিনীমোহন রায়), (২) রাম-রামা (বর্তমানে নাটোর রাজা ছোটতরফ), (৩) সেরকোল (নাটোর মহারাজা বড়তরফ), (৪) বিশা (ফরাশডাঙা গুদলপাড়া নিবাসী জমিদার), (৫) বাঁকা (সন্তোষের জমিদার)। এই পরগণায় ৪৯ স্টেট।

(২) বাজুরাস: আয়তন ৮৮৮৫ একর অথবা ১২.৬৩ বর্গ মাইল। এই পরগণায় ৫ স্টেট।

(৩) বাজুরাস:অহবৎপুর: আয়তন ৫৫২৪ একর অথবা ৮.৬৩ বর্গ মাইল। এই পরগণায়

(৪) বলিহার: আয়তন ১৮০১৩ একর অথবা ২৮.১৫ বর্গমাইল। এই পরগণায় ৮ স্টেট। জমিদার বলিহারের রাজা।

(৫) বান্দাইঘাড়া: আয়তন ৯৯৩২ একর অথবা ১৫.৫২ বর্গমাইল। এই পরগণায় ৪ টেস্ট। জমিদার মহাদেবপুরের জমিদারগণ ও কাসিমপুরের রায় বাহাদুর জমিদার প্রভৃতি।

(৬) বনগাঁও জায়গির: আয়তন ১৪,২৪৭ একর অথবা ২২.২৬ বর্গমাইল। এই পরগণায় ৬ টেস্ট।

(৭) বনগাঁও খালসা : আয়তন ৩৩,৯৩২ একর অথবা ৫৩.০২ বর্গমাইল। এই পরগণায় ২২ টেস্ট।

(৮) বারবকপুর: আয়তন ৬৩,৭৪৭ একর অথবা ৯৯.৬০ বর্গমাইল। এই পরগণায় ৩৯ স্টেট। কোন কোন গ্রামে গাঁজা জন্মে। জমিদার দুবলহাটির রাজা।

(৯) বড়বড়িয়া: আয়তন ৫৭১৩ একর অথবা ৮.৯৩ বর্গমাইল। এই পরগণায় ৬ স্টেট। জমিদার করচমাড়িয়ার সরকার প্রভৃতি।

(১০) তপে বিয়াস: আয়তন ৭৬০৫৪ একর অথবা ১১৮.৮৩ বর্গমাইল। এই পরগণার ৭৮ স্টেট।

(১১) চাঁদলাই: আয়তন ৫৯,৯১৭ একর অথবা ৯৩.৬২ বর্গমাইল। এই পরগণায় ৫৮ স্টেট।

(১২) তপ্পে চাঁপিলা: আয়তন ২৪৯,৪৯৯ একর অথবা ৩৮৯.৮৪ বর্গমাইল। এই পরগণায় ৯৫ স্টেট।

(১৩) চৌগাঁও: আয়তন ২৯,৪৮৭ একর অথবা ৪৬.০৭ বর্গমাইল। এই পরগণায় ৬৫ স্টেট। জমিদার রমণীকান্ত রায় বি,এ।

(১৪) চীনাসো: আয়তন ১৩১৮৫ একর অথবা ২০.৬০ বর্গমাইল। এই পরগণায় ৩৭ স্টেট।

(১৫) ছিণ্ডাবাজু: আয়তন ১৯,৬৪৩ একর অথবা ৩০.৬৯ বর্গমাইল। এই পরগণায় ২৮ মৌজা।

(১৬) দক্ষিণ জোয়াড়: আয়তন ১৩০৮৭ একর অথবা ২০.৪৫ বর্গমাইল। এই পরগণায় ১৫ স্টেট।

(১৭) ধামীন: আয়তন ২৪১৯৮ একর অথবা ৩৭.৮১ বর্গমাইল। এই পরগণায় ৪৩ স্টেট।

(১৮) দিঘা: আয়তন ১৭,৫২৬ একর অথবা ২৭.৩৮ বর্গমাইল। এই পরগণায় ২৩ স্টেট।

(১৯) গঙ্গারামপুর: আয়তন ৭০৮২ একর অথবা ১১.০৬ বর্গমাইল। এই পরগণায় ২০ সেস্টট।

(২০) গয়াহাটা: আয়তন ৬৬১০ একর অথবা ১০.৩৩ বর্গমাইল। এই পরগণায় ১১ স্টেট।

(২১) গোপীনাথপুর: আয়তন ৫৯২৭ একর অথবা ৯.২৬ বর্গমাইল। এই পরগণায় ৩৬ স্টেট।

(২২) গোরের হাট বা গরের হাট: আয়তন ৩৭,২৭৬ একর অথবা ৫৮.২৪ বর্গমাইল। এই পরগণায় ৪৩ মৌজা।

(২৩) গোবিন্দপুর: আয়তন ৪৬,৩৩০ একর অথবা ৭২.৩৯ বর্গমাইল। এই পরগণায় ৫২ স্টেট।

(২৪) হান্ডিয়াল স্টেট : আয়তন ১৩,৪১৬ একর অথবা ২০.৯৬ বর্গমাইল। এই পরগণায় ৫

(২৫) হুসুরপুর: আয়তন ১৫,২২৯ একর অথবা ২৩.৮০ বর্গমাইল। এই পরগণায় ২৪ স্টেট।

(২৬) ইছলামপর: আয়তন ১৬২৭ একর অথবা ২.৫৪ বর্গমাইল। এই পরগণায় ৫ স্টেট।

(২৭) জাহাঙ্গিরাবাদ: আয়তন ১৮৪ একর অথবা ২৯ বর্গমাইল। এই পরগণায় ১ স্টেট

(২৮) জিয়াসিন্ধ: আয়তন ৭৬৬১২ একর অথবা ১১৯.৭০ বর্গমাইল। এই পরগণায় ২০ স্টেট।

(২৯) কালীগাঁও: আয়তন ৪১১০৫ একর অথবা ৬৪.২২ বর্গমাইল। এই পরগণায় ২৫ স্টেট।

(৩০) কালীগাঁও কালীসপা: আয়তন ৫২৩৫৭ একর অথবা ৮১.৮১ বর্গমাইল। এই পরগণায় ২৪ স্টেট।

(৩১) কাসিমপুর: আয়তন ৪৪৮২ একর অথবা ৭.০০ বর্গমাইল। এই পরগণায় ৩ স্টেট।

(৩২) কাটার মহল: আয়তন ১৩০৭১৪ একর অথবা ২০৪.২৪ বর্গমাইল। এই পরগণায় ১৮০ স্টেট।

(৩৩) কাজিহাটা: আয়তন ১৮৭৬২ একর অথবা ২৯.৩২ বর্গমাইল। এই পরগণায় ৬ স্টেট।

(৩৪) খাসতালুক: আয়তন ৪৪০০ একর অথবা ৬.৮৭ বর্গমাইল । এই পরগণায় ২ স্টেট।

(৩৫) তপ্পে কুসুম্বি: আয়তন ২৪৪৭৯ একর অথবা ৩৮.২৫ বর্গমাইল। এই পরগণায় ৩৭স্টেট।

(৩৬) লস্করপুর: আয়তন ২৭৯,৯৬৪ একর অথবা ৪৬৫.৪২ বর্গমাইল। এই পরগণায় ২৯৯ স্টেট।

(৩৭) মালঞ্চী: আয়তন ৬৭৪৪ একর অথবা ১০.৫৪ বর্গমাইল। এই পরগণায় ২৩ স্টেট।

(৩৮) মেহমনসাহী: আয়তন ৭০৩৫ একর অথবা ১০.৯৯ বর্গমাইল।

(৩৯) মুহাম্মদপুর: আয়তন ৪১,৪৯১ একর এথবা ৬৪.৯৩ বর্গমাইল। এই পরগণায় ৫৬ স্টেট।

(৪০) নিজামপুর: আয়তন ১২৫ একর অথবা ২০ বর্গমাইল। এই পরগণায় ২ স্টেট।

(৪১) প্রতাপবাজু: আয়তন ১৯২৭০ একর অথবা ৩০.১১ বর্গমাইল। এই পরগণায় ২ স্টেট।

(৪২) রোকনপুর: আয়তন ৪৮২৪০ একর অথবা ৭৫.৩৭ বর্গমাইল। এই পরগণায় ২ স্টেট।

(৪৩) শীরশাবাদ: আয়তন ৫৫৬ একর অথবা ৮৭ বর্গমাইল। এই পরগণায় ১ স্টেট।

(৪৪) সোনাবাজু: আয়তন ১১৫৩৮০ একর অথবা ১৮০.২৮ বর্গমাইল। এই পরগণায় ৮৯ স্টেট।

(৪৫) সুজানগর: আয়তন ১১১৩০ একর অথবা ১৭.৩৯ বর্গমাইল। এই পরগণায় ২৪ স্টেট।

(৪৬) তাহিরপুর: আয়তন ৮২৯৪৪ একর অথবা ১২৯.৬০ বর্গমাইল। এই পরগণায় ৪৩ স্টেট।

(৪৭) তারাগুণিয়া: আয়তন ৬৪৭ একর অথবা ১.০১ বর্গমাইল। এই পরগণায় ১৮ স্টেট।

(৪৮) তেগাছি: আয়তন ৫১৮২৪ একর অথবা ৮০.৯৭ বর্গমাইল। এই পরগণায় ১৬ স্টেট।