বেড়ার মাঝখানে প্রায় দুই ইঞ্চি পরিমাণ মোটা করে বোনা শক্ত কাপড় এমনভাবে ঢোকানো হয়েছে যাতে “বেড-স্প্রীং”-এর বিকল্প হিসেবে কাজ করে।
‘বাসা’র মেঝের বর্ণনা দিতে গিয়ে লেখেন যে “মেঝে ছিল ইট দিয়ে ঢাকা এবং ইটে ঢাকা ‘পোর্চ থেকে প্রায় আট ইঞ্চি পরিমাণ উঁচু ও ‘বাসা’র দুই দিকে নয় ইঞ্চি পরিমাণ সম্প্রসারিত ছিল। ‘পোর্ট আবার ছিল জমি থেকে প্রায় আট ইঞ্চি পরিমাণ উঁচু। ফলে, আমাদের সম্পূর্ণ এলাকাটি ‘ধান-ক্ষেত’ থেকে উঁচু হওয়ায় বর্ষা বাদলের মৌসুমিতে অনাহত জল থেকে আশঙ্কামুক্ত ছিলাম।”
‘লাকজারিয়াস হট-শাওয়ার সিস্টেম’। ছবিতে লয়েডে’র হাতে লেখা নোট।
মেজর বন্ডুরাস্ট তাঁর এক-রুমের কোয়ার্টারের আসবাবপত্রের ফিরিস্তিও দেন, লেখেন যে “শোবার জন্য কাঠের তৈরি একটি খাট- যাকে বলা হয় ‘চারপায়া’ দেয়া হয় আমাকে, খাটের চার কোণায় থাকে প্রায় দুই বর্গ ইঞ্চি পরিমাণ মোটাসোটা স্তম্ভ এবং ‘দুই বাই তিন ইঞ্চি’ পরিমাণ পুরু বেড়া বা রেলিং।
বেড়ার মাঝখানে প্রায় দুই ইঞ্চি পরিমাণ মোটা করে বোনা শক্ত কাপড় এমনভাবে ঢোকানো হয়েছে যাতে “বেড-স্প্রীং”-এর বিকল্প হিসেবে কাজ করে। চার কোণায় কাঠের যে চারটি স্তম্ভ রয়েছে- তার প্রতিটির সঙ্গে একটি করে প্রায় ছয় ফুট লম্বা খুঁটি এমনভাবে লাগানো হয়েছে যে অনায়াসে মশারি টাঙাতে পারি। শহরের দোকানে কেনা তোষকটি “চারপায়া”-তে বিছিয়ে দেয়ার পরে ঘুমানোর জন্য একটি আরামদায়ক বিছানা হয় আমার”।
তেজগাঁও বিমানঘাঁটিতে বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গর।
(চলবে)