০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
চার্চে উড়ো চিঠি ও হুমকিতে উদ্বেগ বাংলাদেশের খ্রিস্টান ধর্মীয় নেতাদের জামায়াতের সঙ্গে জোটে এনসিপি কার্যত বিলীন হবে: আব্দুল কাদের রাউজানে একের পর এক হিন্দু বাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগ, তথ্য দিলে পুরস্কার ঘোষণা পুলিশের রাউজানে একের পর এক হিন্দু বাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগ, তথ্য দিলে পুরস্কার ঘোষণা পুলিশের অ্যাশেজে ধাক্কা আর চাপের মুখে বেন স্টোকস, সতীর্থদের জন্য সহমর্মিতা চাইলেন ইংল্যান্ড অধিনায়ক পশ্চিমবঙ্গ সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক আটকে উত্তেজনা ঢাকায় পা রেখেই ইউনূসকে তারেকের ফোন, জানালেন কৃতজ্ঞতা যশোরের চৌগাছায় পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু যথাযথ মর্যাদায় দেশে বড়দিন উদযাপন শুর বিপিএল শুরুর আগের দিনই চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছাড়লেন মালিক

সিউলে ২০২৬ সালের কামব্যাক শো ঘোষণা করল বিটিএস, আজই খুলল গ্লোবাল টিকিটিং

সাতজনের পূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ

বছরজুড়ে জল্পনার পর শুক্রবার অবশেষে হাইব জানিয়ে দিল — সাত সদস্যকে আবার একসঙ্গে নিয়ে ২০২৬ সালের এপ্রিলে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দু’টি বিশাল কনসার্ট করবে বিটিএস। রোলিং স্টোনকে দেওয়া তথ্য অনুযায়ী, একই দিনে শুরু হচ্ছে আন্তর্জাতিক টিকিট বিক্রি, সিনেমা হলে লাইভ রিলে বুকিং আর উইভার্সে বিশেষ ডকুমেন্টারির প্রি-অর্ডার। সামরিক সেবা শেষে নতুন অধ্যায় শুরু করার সবচেয়ে স্পষ্ট ঘোষণা এটিই, আর কোম্পানি ইচ্ছে করেই ৭ নভেম্বর তারিখ বেছে নিয়েছে যাতে ট্যুর অপারেটররা শীতের আগে থেকেই বিদেশি ফ্যানদের জন্য প্যাকেজ খুলতে পারে। প্রতি শোতে মাঠে ৫৫ হাজারের বেশি দর্শক ধরে রাখা হবে, আর অনলাইন-সিনেমা মিলিয়ে কয়েক মিলিয়ন আর্মি এই প্রত্যাবর্তন দেখবে বলে আশা করছে আয়োজকেরা। একই সঙ্গে আজই বাজারে এসেছে অফিসিয়াল লাইটস্টিক, পোশাক আর ফটোবুক — অর্থাৎ আয় একেবারে প্রথম দিন থেকেই।

বিশ্ববাজারে কেপপের শীর্ষ আসনে থাকার কৌশল

হাইব ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে গ্রুপের নতুন গানও আসবে, কিন্তু তারা চাইছে ফেরার মুহূর্তটাকে আগে মঞ্চের আনন্দ হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই কনসার্ট ঘোষণার পাশাপাশি তারা ভক্তদের হাতে দিল নেপথ্যের ভিডিও, চমকপ্রদ অতিথির ইঙ্গিত আর এমন সব ভিজ্যুয়াল যা সহজে অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যায়। কারণ ২০২৫ সালটি একাধিক চতুর্থ প্রজন্মের বয়গ্রুপ ট্যুরে ভরিয়ে ফেলেছে, ফলে আয়োজকদের মনে করিয়ে দেওয়া জরুরি যে কেপপে এখনও সর্বোচ্চ টিকিটদর নির্ধারণ করে বিটিএস-ই। আজকের ঘোষণার পর দক্ষিণ কোরিয়া ও জাপানের টিভি স্টেশনগুলো এপ্রিলে বিটিএসকে ঘিরে বিশেষ অনুষ্ঠান গোছাবে, ব্র্যান্ডগুলিও বিজ্ঞাপনের তারিখ মিলিয়ে নেবে — ফলে পুরো এপ্রিলটাই হয়ে উঠবে বিটিএস-মাস। আপাতত গ্রুপটি বলছে, সিউলের বাইরে অন্য শহরের তারিখ পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

চার্চে উড়ো চিঠি ও হুমকিতে উদ্বেগ বাংলাদেশের খ্রিস্টান ধর্মীয় নেতাদের

সিউলে ২০২৬ সালের কামব্যাক শো ঘোষণা করল বিটিএস, আজই খুলল গ্লোবাল টিকিটিং

০৫:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সাতজনের পূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ

বছরজুড়ে জল্পনার পর শুক্রবার অবশেষে হাইব জানিয়ে দিল — সাত সদস্যকে আবার একসঙ্গে নিয়ে ২০২৬ সালের এপ্রিলে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দু’টি বিশাল কনসার্ট করবে বিটিএস। রোলিং স্টোনকে দেওয়া তথ্য অনুযায়ী, একই দিনে শুরু হচ্ছে আন্তর্জাতিক টিকিট বিক্রি, সিনেমা হলে লাইভ রিলে বুকিং আর উইভার্সে বিশেষ ডকুমেন্টারির প্রি-অর্ডার। সামরিক সেবা শেষে নতুন অধ্যায় শুরু করার সবচেয়ে স্পষ্ট ঘোষণা এটিই, আর কোম্পানি ইচ্ছে করেই ৭ নভেম্বর তারিখ বেছে নিয়েছে যাতে ট্যুর অপারেটররা শীতের আগে থেকেই বিদেশি ফ্যানদের জন্য প্যাকেজ খুলতে পারে। প্রতি শোতে মাঠে ৫৫ হাজারের বেশি দর্শক ধরে রাখা হবে, আর অনলাইন-সিনেমা মিলিয়ে কয়েক মিলিয়ন আর্মি এই প্রত্যাবর্তন দেখবে বলে আশা করছে আয়োজকেরা। একই সঙ্গে আজই বাজারে এসেছে অফিসিয়াল লাইটস্টিক, পোশাক আর ফটোবুক — অর্থাৎ আয় একেবারে প্রথম দিন থেকেই।

বিশ্ববাজারে কেপপের শীর্ষ আসনে থাকার কৌশল

হাইব ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে গ্রুপের নতুন গানও আসবে, কিন্তু তারা চাইছে ফেরার মুহূর্তটাকে আগে মঞ্চের আনন্দ হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই কনসার্ট ঘোষণার পাশাপাশি তারা ভক্তদের হাতে দিল নেপথ্যের ভিডিও, চমকপ্রদ অতিথির ইঙ্গিত আর এমন সব ভিজ্যুয়াল যা সহজে অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যায়। কারণ ২০২৫ সালটি একাধিক চতুর্থ প্রজন্মের বয়গ্রুপ ট্যুরে ভরিয়ে ফেলেছে, ফলে আয়োজকদের মনে করিয়ে দেওয়া জরুরি যে কেপপে এখনও সর্বোচ্চ টিকিটদর নির্ধারণ করে বিটিএস-ই। আজকের ঘোষণার পর দক্ষিণ কোরিয়া ও জাপানের টিভি স্টেশনগুলো এপ্রিলে বিটিএসকে ঘিরে বিশেষ অনুষ্ঠান গোছাবে, ব্র্যান্ডগুলিও বিজ্ঞাপনের তারিখ মিলিয়ে নেবে — ফলে পুরো এপ্রিলটাই হয়ে উঠবে বিটিএস-মাস। আপাতত গ্রুপটি বলছে, সিউলের বাইরে অন্য শহরের তারিখ পরে জানানো হবে।