০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
টাইফুন কালমায়েগির ধ্বংসের মাঝেই ব্রাজিলে শুরু হলো কপ৩০ পূর্ব সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিবেশীদের উদ্বেগ লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত আন সি-ইয়ং-এর অসামান্য ব্যাডমিন্টন রেকর্ড, ঐতিহাসিক সিজনে ৯৫% জয় হারানোর লক্ষ্য চট্টগ্রামে দুই পক্ষের গোলাগুলিতে আহত প্রতিবন্ধী অটোরিকশাচালক পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই: বাংলাদেশ ব্যাংক গলাচিপায় বিএনপি-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ জন হিন্দু ভোটব্যাংকে ‘নজর’ জামায়াতের? আমেরিকায় প্রযুক্তি কর্মী তৈরির দৌড়, তবে  কি আগে চাকরি পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা?

সিউলে ২০২৬ সালের কামব্যাক শো ঘোষণা করল বিটিএস, আজই খুলল গ্লোবাল টিকিটিং

সাতজনের পূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ

বছরজুড়ে জল্পনার পর শুক্রবার অবশেষে হাইব জানিয়ে দিল — সাত সদস্যকে আবার একসঙ্গে নিয়ে ২০২৬ সালের এপ্রিলে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দু’টি বিশাল কনসার্ট করবে বিটিএস। রোলিং স্টোনকে দেওয়া তথ্য অনুযায়ী, একই দিনে শুরু হচ্ছে আন্তর্জাতিক টিকিট বিক্রি, সিনেমা হলে লাইভ রিলে বুকিং আর উইভার্সে বিশেষ ডকুমেন্টারির প্রি-অর্ডার। সামরিক সেবা শেষে নতুন অধ্যায় শুরু করার সবচেয়ে স্পষ্ট ঘোষণা এটিই, আর কোম্পানি ইচ্ছে করেই ৭ নভেম্বর তারিখ বেছে নিয়েছে যাতে ট্যুর অপারেটররা শীতের আগে থেকেই বিদেশি ফ্যানদের জন্য প্যাকেজ খুলতে পারে। প্রতি শোতে মাঠে ৫৫ হাজারের বেশি দর্শক ধরে রাখা হবে, আর অনলাইন-সিনেমা মিলিয়ে কয়েক মিলিয়ন আর্মি এই প্রত্যাবর্তন দেখবে বলে আশা করছে আয়োজকেরা। একই সঙ্গে আজই বাজারে এসেছে অফিসিয়াল লাইটস্টিক, পোশাক আর ফটোবুক — অর্থাৎ আয় একেবারে প্রথম দিন থেকেই।

বিশ্ববাজারে কেপপের শীর্ষ আসনে থাকার কৌশল

হাইব ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে গ্রুপের নতুন গানও আসবে, কিন্তু তারা চাইছে ফেরার মুহূর্তটাকে আগে মঞ্চের আনন্দ হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই কনসার্ট ঘোষণার পাশাপাশি তারা ভক্তদের হাতে দিল নেপথ্যের ভিডিও, চমকপ্রদ অতিথির ইঙ্গিত আর এমন সব ভিজ্যুয়াল যা সহজে অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যায়। কারণ ২০২৫ সালটি একাধিক চতুর্থ প্রজন্মের বয়গ্রুপ ট্যুরে ভরিয়ে ফেলেছে, ফলে আয়োজকদের মনে করিয়ে দেওয়া জরুরি যে কেপপে এখনও সর্বোচ্চ টিকিটদর নির্ধারণ করে বিটিএস-ই। আজকের ঘোষণার পর দক্ষিণ কোরিয়া ও জাপানের টিভি স্টেশনগুলো এপ্রিলে বিটিএসকে ঘিরে বিশেষ অনুষ্ঠান গোছাবে, ব্র্যান্ডগুলিও বিজ্ঞাপনের তারিখ মিলিয়ে নেবে — ফলে পুরো এপ্রিলটাই হয়ে উঠবে বিটিএস-মাস। আপাতত গ্রুপটি বলছে, সিউলের বাইরে অন্য শহরের তারিখ পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

টাইফুন কালমায়েগির ধ্বংসের মাঝেই ব্রাজিলে শুরু হলো কপ৩০

সিউলে ২০২৬ সালের কামব্যাক শো ঘোষণা করল বিটিএস, আজই খুলল গ্লোবাল টিকিটিং

০৫:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সাতজনের পূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ

বছরজুড়ে জল্পনার পর শুক্রবার অবশেষে হাইব জানিয়ে দিল — সাত সদস্যকে আবার একসঙ্গে নিয়ে ২০২৬ সালের এপ্রিলে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দু’টি বিশাল কনসার্ট করবে বিটিএস। রোলিং স্টোনকে দেওয়া তথ্য অনুযায়ী, একই দিনে শুরু হচ্ছে আন্তর্জাতিক টিকিট বিক্রি, সিনেমা হলে লাইভ রিলে বুকিং আর উইভার্সে বিশেষ ডকুমেন্টারির প্রি-অর্ডার। সামরিক সেবা শেষে নতুন অধ্যায় শুরু করার সবচেয়ে স্পষ্ট ঘোষণা এটিই, আর কোম্পানি ইচ্ছে করেই ৭ নভেম্বর তারিখ বেছে নিয়েছে যাতে ট্যুর অপারেটররা শীতের আগে থেকেই বিদেশি ফ্যানদের জন্য প্যাকেজ খুলতে পারে। প্রতি শোতে মাঠে ৫৫ হাজারের বেশি দর্শক ধরে রাখা হবে, আর অনলাইন-সিনেমা মিলিয়ে কয়েক মিলিয়ন আর্মি এই প্রত্যাবর্তন দেখবে বলে আশা করছে আয়োজকেরা। একই সঙ্গে আজই বাজারে এসেছে অফিসিয়াল লাইটস্টিক, পোশাক আর ফটোবুক — অর্থাৎ আয় একেবারে প্রথম দিন থেকেই।

বিশ্ববাজারে কেপপের শীর্ষ আসনে থাকার কৌশল

হাইব ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে গ্রুপের নতুন গানও আসবে, কিন্তু তারা চাইছে ফেরার মুহূর্তটাকে আগে মঞ্চের আনন্দ হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই কনসার্ট ঘোষণার পাশাপাশি তারা ভক্তদের হাতে দিল নেপথ্যের ভিডিও, চমকপ্রদ অতিথির ইঙ্গিত আর এমন সব ভিজ্যুয়াল যা সহজে অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যায়। কারণ ২০২৫ সালটি একাধিক চতুর্থ প্রজন্মের বয়গ্রুপ ট্যুরে ভরিয়ে ফেলেছে, ফলে আয়োজকদের মনে করিয়ে দেওয়া জরুরি যে কেপপে এখনও সর্বোচ্চ টিকিটদর নির্ধারণ করে বিটিএস-ই। আজকের ঘোষণার পর দক্ষিণ কোরিয়া ও জাপানের টিভি স্টেশনগুলো এপ্রিলে বিটিএসকে ঘিরে বিশেষ অনুষ্ঠান গোছাবে, ব্র্যান্ডগুলিও বিজ্ঞাপনের তারিখ মিলিয়ে নেবে — ফলে পুরো এপ্রিলটাই হয়ে উঠবে বিটিএস-মাস। আপাতত গ্রুপটি বলছে, সিউলের বাইরে অন্য শহরের তারিখ পরে জানানো হবে।