ঢাকার ডেমরা এলাকায় ডিএনসিসির একটি ময়লা পরিবহনকারী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
ঘটনার বিবরণ
শুক্রবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে কনাপাড়া এলাকায় মোটরসাইকেলটি পেছন দিক থেকে ধাক্কা দেয় ডিএনসিসির ময়লার ট্রাক। এতে গুরুতর আহত হন দুই আরোহী—ইরাম রেদওয়ান (২৫) ও আপু আহমেদ (২৫)।
নিহতদের পরিচয়
ইরাম রেদওয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)–এর শিক্ষার্থী ছিলেন।
অপরজন আপু আহমেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)–এর শিক্ষার্থী।
উভয়েরই বাসা ছিল শানারপাড় এলাকার চট্টগ্রাম রোড এলাকায়।

ক্লাসমেটের বর্ণনা
তাদের সহপাঠী তৌসিফ জানান, একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন রেদওয়ান ও আপু। পথেই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
হাসপাতালে নেয়া ও মৃত্যু
দুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে আপুকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর রেদওয়ানও মৃত্যুবরণ করেন।
ট্রাক জব্দ ও পুলিশের তথ্য
দুর্ঘটনাকবলিত ডিএনসিসির গাড়িটি (নিবন্ধন: ঢাকা মেট্রো শা-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, দুই মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে ডেমরা থানায় আনুষ্ঠানিক প্রতিবেদন জমা হয়েছে।
#ট্রাফিকদুর্ঘটনা #ডেমরা #ডিএনসিসি #বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















