ভারতের এক বিয়ের সংবর্ধনায় বর–কনের উপস্থিতি ছিল ভার্চ্যুয়াল। কারণ তাঁরা নিজেরাই আটকে পড়েছিলেন হাজার কিলোমিটার দূরে। এই ঘটনাটি শুনতে মজার হলেও, এর পেছনে লুকিয়ে আছে ভারতের বিমান চলাচলের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। ডিসেম্বরের শুরুতে বিলম্ব ও আংশিক বাতিল দিয়ে শুরু হওয়া সংকট চূড়ায় ওঠে ৫ ডিসেম্বর, যখন দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো একদিনে অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল করে দেয়, দিল্লির মতো ব্যস্ত বিমানবন্দর থেকেও সব উড্ডয়ন থেমে যায়।
এক এয়ারলাইনের অপারেশনাল ব্যর্থতা সাধারণত জাতীয় সংকট হওয়ার কথা নয়। কিন্তু ভারতে বাস্তবতা ভিন্ন। অভ্যন্তরীণ রুটে ইন্ডিগোর বাজার দখল প্রায় দুই-তৃতীয়াংশ। দেশের অধিকাংশ রুটেই একমাত্র এয়ারলাইন হিসেবে তাদের আধিপত্য। ফলে ইন্ডিগো থামা মানে পুরো ভারতীয় বিমান চলাচল কার্যত অচল হয়ে পড়া।
নিয়ম মানতে না পেরে বিপর্যয়
এই সংকটের মূল কারণ নতুন পাইলট বিশ্রাম–সংক্রান্ত নিয়ম। দুই বছর আগেই ঘোষিত এই বিধি কার্যকর হয় গত মাসে। অত্যন্ত আঁটসাঁট সময়সূচির ওপর দাঁড়ানো ইন্ডিগো এই পরিবর্তনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি। সামান্য দেরি ও অপ্রত্যাশিত সমস্যা একে একে জুড়ে গিয়ে পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ে।
একচেটিয়া বাজারের ঝুঁকি
তবে দোষ শুধু একটি এয়ারলাইনের নয়। ভারতের বিমান খাত দীর্ঘদিন ধরেই কাঠামোগত সমস্যায় ভুগছে। জ্বালানির ওপর উচ্চ কর মুনাফা গিলে খায়। বিমানবন্দর পরিচালনায় অল্প কয়েকটি প্রতিষ্ঠানের আধিপত্য খরচ বাড়ায়। দুর্বল দেউলিয়া আইন অনেক সম্ভাবনাময় এয়ারলাইনকে টিকতে দেয় না। ফলাফল হিসেবে বাজারে প্রতিযোগিতা কমে গিয়ে একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা বেড়েছে।

বিকল্প যাতায়াতও স্বস্তির নয়
সংকটের সময় যাত্রীরা বিকল্প পথ খুঁজলেও সেটি সহজ নয়। রেলপথ বিস্তৃত হলেও ভিড়, দেরি ও টিকিট সংকট নিত্যসঙ্গী। সড়কপথ সম্প্রসারিত হলেও দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও ঝুঁকি কমেনি। তাই আকাশপথ ভেঙে পড়লে যাত্রীদের সামনে কার্যকর বিকল্প প্রায় থাকে না।
সংযোগ বাড়ল, প্রতিযোগিতা বাড়েনি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। নতুন বিমানবন্দর, সড়ক ও ট্রেনের অভাব নেই। কিন্তু শুধু দৃশ্যমান অবকাঠামো নয়, প্রয়োজন নিয়মের কঠোর প্রয়োগ, আধুনিক ব্যবস্থাপনা ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিমান খাতে আরও প্রতিযোগিতা। নইলে এক এয়ারলাইনের ভুলেই বারবার থমকে যাবে দেশের আকাশপথ। নিজের বিয়ের সংবর্ধনায় সশরীরে হাজির হওয়াটুকু অন্তত প্রত্যাশা করাই যায়।
#ভারতীয়বিমানচলাচল #ইন্ডিগোবিপর্যয় #আকাশপথসংকট #ভারতেরযাতায়াত #বিমানখাত #যাত্রীভোগান্তি #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















