০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার চার্চে উড়ো চিঠি ও হুমকিতে উদ্বেগ বাংলাদেশের খ্রিস্টান ধর্মীয় নেতাদের জামায়াতের সঙ্গে জোটে এনসিপি কার্যত বিলীন হবে: আব্দুল কাদের রাউজানে একের পর এক হিন্দু বাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগ, তথ্য দিলে পুরস্কার ঘোষণা পুলিশের রাউজানে একের পর এক হিন্দু বাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগ, তথ্য দিলে পুরস্কার ঘোষণা পুলিশের অ্যাশেজে ধাক্কা আর চাপের মুখে বেন স্টোকস, সতীর্থদের জন্য সহমর্মিতা চাইলেন ইংল্যান্ড অধিনায়ক পশ্চিমবঙ্গ সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক আটকে উত্তেজনা ঢাকায় পা রেখেই ইউনূসকে তারেকের ফোন, জানালেন কৃতজ্ঞতা যশোরের চৌগাছায় পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু যথাযথ মর্যাদায় দেশে বড়দিন উদযাপন শুর

জ্বলন্ত বাস থেকে ছয় শিক্ষিকাকে টেনে বের করলেন সৌদি তরুণ, অল্পের জন্য প্রাণরক্ষা

ভোরের সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই আগুনে জড়িয়ে পড়ে একটি বাস। ভেতরে আটকে পড়েন ছয়জন নারী শিক্ষক। ঘন ধোঁয়া আর আগুনের মধ্যে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাঁদের টেনে বের করে আনেন এক সৌদি তরুণ। সাহসিকতায় সেই ঘটনা এখন সৌদি আরব জুড়ে আলোচনার কেন্দ্রে।

ঘটনার বিস্তারিত
উত্তর সৌদি আরবের আল জউফ অঞ্চলের দুমাত আল জানদাল গভর্নরের আবু আজরাম এলাকায় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। সকাকা থেকে তাবারজালগামী সড়কে শিক্ষকদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসের সামনের অংশে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় পুরো বাস, ভেতরে আটকে পড়েন ছয়জন নারী শিক্ষক।

সাহসী উদ্ধার অভিযান
দুর্ঘটনার সময় বাসটির ঠিক পেছনে ছিলেন আরেকটি বাসচালক আবদুল সালাম আল শারারি। সংঘর্ষ ও আগুন দেখতে পেয়েই তিনি নিজের বাস থামিয়ে ছুটে যান ঘটনাস্থলে। সময় নষ্ট না করে বাসের পেছনের কাচ ভেঙে উদ্ধারকাজ শুরু করেন তিনি। আশপাশে থাকা আরও কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে একে একে শিক্ষিকাদের বের করে আনেন তিনি। ধোঁয়া আর আগুনের সঙ্গে রীতিমতো লড়াই করে চলছিল সেই উদ্ধার।

ভয়ের মুহূর্ত আর আশ্বাস
উদ্ধারের সময় একজন শিক্ষিকা চরম আতঙ্কে বারবার বলতে থাকেন, আগুন যেন তাঁকে গ্রাস না করে। সেই মুহূর্তে তাঁকে শান্ত করার চেষ্টা করেন আল শারারি। তিনি জানান, সব ঠিক হয়ে যাবে এবং আল্লাহর রহমতে সবাই নিরাপদে বেরিয়ে আসবেন।

অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো
আল শারারি জানান, শেষ শিক্ষিকাকে বের করার কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাস আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। যদি কয়েক মিনিট দেরি হতো, তাহলে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ত এবং ভয়াবহ পরিণতি ঘটতে পারত। দুর্ঘটনায় বাসচালকসহ সব শিক্ষক বর্তমানে স্থিতিশীল আছেন এবং আবু আজরাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সবাই নিরাপদ রয়েছেন।

সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়
এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশংসার ঝড়। বহু মানুষ আল শারারিকে সম্মান জানানোর দাবি তুলেছেন। তবে নিজেকে নায়ক মানতে নারাজ তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, সবাই নিরাপদ আছে সেটাই বড় কথা, যা হয়েছে তা কোনো বীরত্ব নয়, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক অনুগ্রহ।

জনপ্রিয় সংবাদ

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার

জ্বলন্ত বাস থেকে ছয় শিক্ষিকাকে টেনে বের করলেন সৌদি তরুণ, অল্পের জন্য প্রাণরক্ষা

০১:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ভোরের সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই আগুনে জড়িয়ে পড়ে একটি বাস। ভেতরে আটকে পড়েন ছয়জন নারী শিক্ষক। ঘন ধোঁয়া আর আগুনের মধ্যে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাঁদের টেনে বের করে আনেন এক সৌদি তরুণ। সাহসিকতায় সেই ঘটনা এখন সৌদি আরব জুড়ে আলোচনার কেন্দ্রে।

ঘটনার বিস্তারিত
উত্তর সৌদি আরবের আল জউফ অঞ্চলের দুমাত আল জানদাল গভর্নরের আবু আজরাম এলাকায় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। সকাকা থেকে তাবারজালগামী সড়কে শিক্ষকদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসের সামনের অংশে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় পুরো বাস, ভেতরে আটকে পড়েন ছয়জন নারী শিক্ষক।

সাহসী উদ্ধার অভিযান
দুর্ঘটনার সময় বাসটির ঠিক পেছনে ছিলেন আরেকটি বাসচালক আবদুল সালাম আল শারারি। সংঘর্ষ ও আগুন দেখতে পেয়েই তিনি নিজের বাস থামিয়ে ছুটে যান ঘটনাস্থলে। সময় নষ্ট না করে বাসের পেছনের কাচ ভেঙে উদ্ধারকাজ শুরু করেন তিনি। আশপাশে থাকা আরও কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে একে একে শিক্ষিকাদের বের করে আনেন তিনি। ধোঁয়া আর আগুনের সঙ্গে রীতিমতো লড়াই করে চলছিল সেই উদ্ধার।

ভয়ের মুহূর্ত আর আশ্বাস
উদ্ধারের সময় একজন শিক্ষিকা চরম আতঙ্কে বারবার বলতে থাকেন, আগুন যেন তাঁকে গ্রাস না করে। সেই মুহূর্তে তাঁকে শান্ত করার চেষ্টা করেন আল শারারি। তিনি জানান, সব ঠিক হয়ে যাবে এবং আল্লাহর রহমতে সবাই নিরাপদে বেরিয়ে আসবেন।

অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো
আল শারারি জানান, শেষ শিক্ষিকাকে বের করার কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাস আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। যদি কয়েক মিনিট দেরি হতো, তাহলে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ত এবং ভয়াবহ পরিণতি ঘটতে পারত। দুর্ঘটনায় বাসচালকসহ সব শিক্ষক বর্তমানে স্থিতিশীল আছেন এবং আবু আজরাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সবাই নিরাপদ রয়েছেন।

সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়
এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশংসার ঝড়। বহু মানুষ আল শারারিকে সম্মান জানানোর দাবি তুলেছেন। তবে নিজেকে নায়ক মানতে নারাজ তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, সবাই নিরাপদ আছে সেটাই বড় কথা, যা হয়েছে তা কোনো বীরত্ব নয়, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক অনুগ্রহ।