বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির দাবি, এসব ঘটনা কোনোভাবেই মিডিয়ার অতিরঞ্জন বা নিছক রাজনৈতিক সহিংসতা হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের অবস্থান
শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত শত্রুতা ভারতের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তিনি সাম্প্রতিক সময়ে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা প্রকাশ করেন।
২৯০০ ঘটনার তথ্য তুলে ধরল ভারত
স্বাধীন বিভিন্ন সূত্রের বরাতে জয়সওয়াল জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অন্তত ২৯০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তাঁর মতে, এসব ঘটনাকে মিডিয়ার বানানো গল্প বা রাজনৈতিক সহিংসতা বলে এড়িয়ে যাওয়া বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও ভারতের প্রতিক্রিয়া
ভারত বিশেষভাবে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি দল তাঁকে পিটিয়ে হত্যা করে এবং পরে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনার পরই বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় ভারত।
সারাক্ষণ রিপোর্ট 



















