জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জজিউসু) নির্বাচনের প্রচার শেষ হওয়ার ঠিক এক দিন আগে বামপন্থি ‘মাওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের ৪০ হাজার প্রচার লিফলেট চুরির অভিযোগ উঠেছে। প্যানেলটির নেতারা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাদের প্রচার কার্যক্রম ব্যাহত করতে এই ঘটনা ঘটানো হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
কীভাবে লিফলেট হারানোর ঘটনা
প্যানেলের সমাজকল্যাণ ও ছাত্রবিষয়ক সম্পাদক পদপ্রার্থী আমরিন জাহান অপি জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের ২১ জন প্রার্থীর জন্য ছাপানো প্রায় ৪০ হাজার লিফলেট হঠাৎ উধাও হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও তখন কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে তারা জানতে পারেন, পরিচ্ছন্নতার কথা বলে পরিচ্ছন্নতাকর্মীরা লিফলেটগুলো সরিয়ে নিয়ে গেছেন।
লিফলেট উদ্ধারে জটিলতা
জিএস পদপ্রার্থী ইভান তাহসিব বলেন, আবকাশ ভবনের সিঁড়ির সামনে রাখা তাদের ৪০ হাজার লিফলেট চুরি হয়। এর একটি অংশ পরে উদ্ধার করা সম্ভব হলেও বেশ কয়েকজন প্রার্থীর প্রচার সামগ্রী এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
ভিপি পদপ্রার্থী গৌরব ভৌমিক বলেন, যেসব পরিচ্ছন্নতাকর্মী লিফলেটগুলো নিয়েছেন তারা দাবি করছেন, প্রচার সময় শেষ হওয়ায় সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন তুলে তিনি বলেন, অন্য কোনো প্যানেলের লিফলেট কেন সরানো হয়নি। এই ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তিনি।
ম্যানুয়াল ভোটের দাবি
সংবাদ সম্মেলনে মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল ভোটগ্রহণ পদ্ধতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে। তারা আসন্ন নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে এজিএস পদপ্রার্থী শামসুল আলম মারুফ বলেন, অতীতের ছাত্র সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ ছিল। পাশাপাশি ভোটিং মেশিনে একাধিকবার চিহ্ন দিলে তা কীভাবে গণনা হবে—এই প্রশ্নের পরিষ্কার ব্যাখ্যা এখনো নির্বাচন কমিশন দিতে পারেনি। এসব কারণ দেখিয়ে তিনি হাতে-কলমে ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
সারাক্ষণ রিপোর্ট 



















