দীর্ঘ প্রায় সতেরো বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই সফরকে তার দেশের মাটিতে প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান
শুক্রবার রাত প্রায় দশটার দিকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। স্মৃতিসৌধের প্রধান ফটকে তাকে স্বাগত জানান দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এই সময় স্মৃতিসৌধ এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল।
উপস্থিতদের উদ্দেশে বক্তব্য
শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপস্থিত সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, সড়কে মানুষের ব্যাপক উপস্থিতির কারণে স্মৃতিসৌধে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য তিনি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
রাত প্রায় দশটা সাঁইত্রিশ মিনিটে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে লাল-সবুজে সজ্জিত বাসে করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। রাত প্রায় বারোটার দিকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান।

দিবসজুড়ে নেতাকর্মীদের অপেক্ষা
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই সাভার ও আশপাশের এলাকায় বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা শান্তিপূর্ণভাবে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন।
জুমার নামাজের পর ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে, গাবতলী থেকে শুরু করে আমিনবাজার, বালিয়ারপুর, হেমায়েতপুর, সাভার বাজার, রেডিও কলোনি, বিশ মাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেন। জাতীয় পতাকা হাতে শৃঙ্খলাবদ্ধ সারিতে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদলের হাজারো কর্মী।
যানজট ও বিএনপির দুঃখপ্রকাশ
এই বিপুল জনসমাগমের কারণে ঢাকার প্রবেশপথের বিভিন্ন এলাকায় প্রায় আট ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ধামরাই, কালিয়াকৈর, মির্জাপুর ও টঙ্গীসহ একাধিক এলাকায় ভোগান্তির খবর পাওয়া যায়। পরে বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
আগে প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন
সূর্যাস্তের আগে নিয়ম ও প্রটোকল অনুযায়ী তারেক রহমান নিজে উপস্থিত হতে না পারায় বিকেলে তার পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান, বিকেল পাঁচটা ছয় মিনিটে প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে।
এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবরসহ দলের একাধিক জ্যেষ্ঠ নেতা।
সারাক্ষণ রিপোর্ট 



















