বরিশাল অঞ্চলে ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। নদীতে মাছ কম পাওয়ায় বাজারে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে চার হাজার টাকায়। মাঝারি আকারের ইলিশের দামও কম নয়, এসব মাছ বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে।
ইলিশ সংকটের পেছনের কারণ
ব্যবসায়ী ও জেলেদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান এবং পরবর্তী জাটকা নিধন বন্ধের অভিযান প্রত্যাশিত সাফল্য পায়নি। এর ফলে নদীতে পর্যাপ্ত ইলিশের উৎপাদন হয়নি। সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
জেলেদের বাস্তব অভিজ্ঞতা
বরিশাল সদরের জেলে মোকসেদ হাওলাদার জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলেও তিনি মাত্র সাতশ গ্রাম ওজনের একটি ইলিশ পেয়েছেন। এতে তাদের দৈনিক আয়ের হিসাব মিলছে না।
একই রকম অভিজ্ঞতার কথা জানান বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নের জেলে আলাল। তিনি বলেন, রোববার দিনভর জাল ফেলে ছয়জন জেলে মিলে মাত্র চারটি ইলিশ পেয়েছেন। পরে সেগুলো বিক্রি করে মোট ছয় হাজার টাকা পাওয়া গেছে, যা শ্রমের তুলনায় খুবই কম।
পাইকারদের বক্তব্য ও প্রশাসনের নীরবতা
বিশারিকাঠি গ্রামের পাইকারি মৎস্য বিক্রেতা মনির পালোয়ান বলেন, এবছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যত ব্যর্থ হয়েছে। এর ফলেই নদীতে এখন ইলিশ প্রায় নেই। অল্প কিছু মাছ পাওয়া গেলেও তা চড়া দামে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। এতে করে ইলিশ সংকট ও বাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের অবস্থান স্পষ্ট হয়নি।
সারাক্ষণ রিপোর্ট 



















