পৃথিবীর নানা প্রান্ত থেকে তোলা ২০২৫ সালের বন্যপ্রাণীর ছবিগুলো শুধু চোখ জুড়ানো দৃশ্য নয়, বরং সময়ের নীরব দলিল। প্রকৃতির গভীর সৌন্দর্যের পাশাপাশি এসব ছবিতে উঠে এসেছে প্রাণের লড়াই, অভিযোজন আর অবিশ্বাস্য টিকে থাকার শক্তি। ক্ষুদ্র প্রাণের জন্মলগ্ন থেকে বিশাল আকৃতির শিকারির দৈনন্দিন সংগ্রাম—সবকিছুই ধরা পড়েছে আলোকচিত্রীদের সংবেদনশীল ফ্রেমে।
প্রকৃতির নীরব ভাষা
শহরের পার্কে শরতের পাতার ওপর লাফিয়ে ওঠা কাঠবিড়ালি, নদীতীরের কাছে গাড়ির পাশে বসে থাকা ময়ূর কিংবা সংরক্ষিত বনে জন্ম নেওয়া বিরল প্রজাতির কচ্ছপশাবক—এসব দৃশ্য প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরে। কোথাও আবার ভোরের আলোয় দল বেঁধে উড়ে যাওয়া পরিযায়ী পাখিরা জানিয়ে দেয় ঋতুচক্রের অদলবদল।
জলবায়ু পরিবর্তনের ছায়া
অনেক ছবির পেছনে অদৃশ্য পটভূমি হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন ও আবাসস্থলের সংকট। বরফ শূন্য তুন্দ্রায় বিশ্রামরত মেরুভালুক কিংবা ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ পেরিয়ে উড়ে যাওয়া পাখিরা মনে করিয়ে দেয়, পৃথিবীর ভারসাম্য কতটা নাজুক হয়ে উঠছে। তবু সেই প্রতিকূলতার মাঝেও প্রাণীরা খুঁজে নিচ্ছে বেঁচে থাকার পথ।

মাতৃত্ব ও বন্ধনের মুহূর্ত
মায়ের পালকের ফাঁক থেকে উঁকি দেওয়া ছানা, তৃণভূমিতে মায়ের পাশে দাঁড়ানো বুনো ঘোড়ার শাবক কিংবা ফুলের রেণু থেকে মধু আহরণে ব্যস্ত ক্ষুদ্র পাখি—এসব মুহূর্তে ধরা পড়েছে জীবনের কোমলতা ও পারিবারিক বন্ধন।
সংগ্রাম আর অভিযোজনের গল্প
কখনো বন্যপ্রাণী রক্ষীদের তত্ত্বাবধানে স্থানান্তরের দৃশ্য, কখনো মানুষের ভিড়ের মাঝেই উড়ে যাওয়া রঙিন পাখির ঝাঁক—এসব ছবি দেখায় কিভাবে প্রাণীরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে। শিকারি পাখির সংঘর্ষ কিংবা সমুদ্রের ঢেউ ভেঙে উঠে আসা তিমির লাফ—সব মিলিয়ে ২০২৫ সাল প্রকৃতির এক শক্তিশালী দৃশ্যভাষা উপহার দিয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















