বাংলাদেশের ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) ২০২৬ সালের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ১৯তম কাউন্সিলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এফসিএমএ মো. কাওসার আলম।
সভাপতির সঙ্গে কাজ করার জন্য কাউন্সিলের সভায় আরও কয়েকজন অভিজ্ঞ পেশাজীবীকে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এফসিএমএ আবদুল মতিন পাটোয়ারী এবং এফসিএমএ এস এম জাহির উদ্দিন হায়দার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এফসিএমএ মঞ্জুর মো. সাইফুল আজম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এফসিএমএ ড. মো. মুসফিকুর রহমান।
সভাপতি কাওসার আলমের পেশাগত অভিজ্ঞতা
নবনির্বাচিত সভাপতি মো. কাওসার আলম করপোরেট ও নিয়ন্ত্রক পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আইসিএমএবির নেতৃত্বে আসছেন। বর্তমানে তিনি সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের গ্রুপ প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জনতা ব্যাংক পিএলসির পরিচালক এবং এআরকে ফাউন্ডেশনের সম্মানসূচক পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।
সহসভাপতিদের পেশাগত ভূমিকা
সহসভাপতি আবদুল মতিন পাটোয়ারী রিভাজুর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য সহসভাপতি এস এম জাহির উদ্দিন হায়দার বর্তমানে হোসাফ গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা। এছাড়া তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত আছেন। আইসিএমএবির সঙ্গে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে এবং তিনি অতীতে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ
নতুন সাধারণ সম্পাদক মঞ্জুর মো. সাইফুল আজম সিসমার্ক লিমিটেড এবং প্রিসিশন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে তিনি আইসিএমএবির ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত ড. মো. মুসফিকুর রহমান একজন খ্যাতনামা শিক্ষাবিদ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রণালী বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
নতুন এই কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আইসিএমএবি পেশাগত শিক্ষা, করপোরেট সংযোগ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















