০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
গ্রাহকদের ভোগান্তি কমছে না, এবার রবির বিরুদ্ধে অভিযোগ — জিপি ও বাংলালিংকের আগামী নির্বাচনে জাতীয় পার্টির ইশতেহারে শিশু নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি ভারতের স্পষ্ট বার্তা: যেখানেই হোক, সন্ত্রাস দমনে অভিযান চালানোর পূর্ণ অধিকার আছে ইভি আর স্মার্ট গ্যাজেটের জোরে দ্বিগুণের বেশি মুনাফা দেখাল শাওমি ভারতের রেড ফোর্ট হামলার উদ্ধার হওয়া ভিডিও: আত্মঘাতী হামলার সাফাই দিচ্ছিলেন উমর উন-নবী ইন্দোনেশিয়ার শিশুদের ভিডিও গেমে জঙ্গি প্রভাব: পুলিশ গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুনঃ আশে পাশের মানুষ সরিয়ে নিয়েছে প্রশাসন যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনায় এখন শুধু ‘ট্যাকটিক্যাল বিরতি’,সতর্ক করল সিঙ্গাপুর গানপাউডার–পেট্রোল দিয়ে ময়মনসিংহে ট্রেন বগিতে আগুন ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

স্যামসাং তার AI সেক্টরের লাভে বিষ্ফোরণ আশা করছে

  • Sarakhon Report
  • ০৬:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 40

সারাক্ষণ ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিক্স আশা করছে যে তার লাভ গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের জুন পর্যন্ত তিন মাসের জন্য ১৫ গুণ বেড়ে যাবে।

দ্বিতীয় কোয়ার্টারের পূর্বাভাসেই এআই বুম তার এডভান্সড চিপের দাম বাড়িয়েছে। সাউথ কোরিয়ান টেক জায়ান্ট হলো বিশ্বের সবচেয়ে বৃহৎ মেমোরী চিপ, স্মার্ট ফোন ও টেলিভিশন নির্মাতা। এই ঘোষণায় সিউলে স্যামসাং এর শেয়ার ২% পর্যন্ত বেড়ে গিয়েছে। এই ফার্মটি এই বছরের প্রথম তিনমাসেই ১০ গুন লাভে চলে আসে।

এই কোয়ার্টারে এর লাভ ১০.৪ ট্রিলিয়ন ওয়ান (৭.৫৪ বিলিয়ন ডলার; ৫.৯ বিলিয়ন পাউন্ড) আশা করছে যা গত বছর ছিল মাত্র ৬৭০ বিলিয়ন ওয়ান। LSEG SmartEstimate  এর মতে ৮.৮ ট্রিলিয়ন বেশী পূর্বাভাষ দিচ্ছে। মার্ক আইন্সটাইন, চিফ এনালিস্ট , টোকিও বেজড রিসার্সএন্ড এডভাইজরী ফার্ম আইটিআর কর্পোরেশন বলেন, এই মুহূর্তে আমরা ডাটা সেন্টারগুলোতে এবং স্মার্টফোনে এআই এর আকাশচুম্বি জনপ্রিয়তা দেখতে পাচ্ছি।

বড় বাজার সৃষ্টিতে গত বছর এআই এর জন্যে আশাবাদি হওয়াটা ছিল একটি বড় কারন যা বুধবারে এসএন্ড পি ৫০০ এবং যুক্তরাষ্ট্রের ন্যাসড্যাককেও ধাক্কা দেয়। যা একটা রেকর্ড।

চিপ মেকিং জায়ান্ট এনভিডিয়ার বাজার মূল্য  গত মাসে ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। পৃথিবীর সবচেয়ে দামী কোম্পানী হিসেবে চিহ্নিত হয়েছিল।

মি. আইন্সটাইন আরো বলেন, এআই বুম যা ভীষন ভাবে এনভিডিয়াকে বুস্ট করে সে স্যামসাং এর আয়কেও উপরে ঠেলে দেয়। স্যামসাং ইলেকট্রনিকস হলো সাউথ কোরিয়ান করপোরেশন  স্যামসাং গ্রপের  ফ্লাগশীপ ইউনিট ।

পরের সপ্তাহে এই প্রযুক্তি কোম্পানীটি হয়তো তিনদিনের একটি ধর্মঘটের মধ্যে পড়বে যেটা সোমবারে শুরু হতে পারে।একটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন বোনাস এবং সময় ঘন্টার উপরে আরো স্বচ্ছতার দাবীতে এই ধর্মঘট ডেকেছে।

জনপ্রিয় সংবাদ

গ্রাহকদের ভোগান্তি কমছে না, এবার রবির বিরুদ্ধে অভিযোগ — জিপি ও বাংলালিংকের

স্যামসাং তার AI সেক্টরের লাভে বিষ্ফোরণ আশা করছে

০৬:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

সারাক্ষণ ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিক্স আশা করছে যে তার লাভ গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের জুন পর্যন্ত তিন মাসের জন্য ১৫ গুণ বেড়ে যাবে।

দ্বিতীয় কোয়ার্টারের পূর্বাভাসেই এআই বুম তার এডভান্সড চিপের দাম বাড়িয়েছে। সাউথ কোরিয়ান টেক জায়ান্ট হলো বিশ্বের সবচেয়ে বৃহৎ মেমোরী চিপ, স্মার্ট ফোন ও টেলিভিশন নির্মাতা। এই ঘোষণায় সিউলে স্যামসাং এর শেয়ার ২% পর্যন্ত বেড়ে গিয়েছে। এই ফার্মটি এই বছরের প্রথম তিনমাসেই ১০ গুন লাভে চলে আসে।

এই কোয়ার্টারে এর লাভ ১০.৪ ট্রিলিয়ন ওয়ান (৭.৫৪ বিলিয়ন ডলার; ৫.৯ বিলিয়ন পাউন্ড) আশা করছে যা গত বছর ছিল মাত্র ৬৭০ বিলিয়ন ওয়ান। LSEG SmartEstimate  এর মতে ৮.৮ ট্রিলিয়ন বেশী পূর্বাভাষ দিচ্ছে। মার্ক আইন্সটাইন, চিফ এনালিস্ট , টোকিও বেজড রিসার্সএন্ড এডভাইজরী ফার্ম আইটিআর কর্পোরেশন বলেন, এই মুহূর্তে আমরা ডাটা সেন্টারগুলোতে এবং স্মার্টফোনে এআই এর আকাশচুম্বি জনপ্রিয়তা দেখতে পাচ্ছি।

বড় বাজার সৃষ্টিতে গত বছর এআই এর জন্যে আশাবাদি হওয়াটা ছিল একটি বড় কারন যা বুধবারে এসএন্ড পি ৫০০ এবং যুক্তরাষ্ট্রের ন্যাসড্যাককেও ধাক্কা দেয়। যা একটা রেকর্ড।

চিপ মেকিং জায়ান্ট এনভিডিয়ার বাজার মূল্য  গত মাসে ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। পৃথিবীর সবচেয়ে দামী কোম্পানী হিসেবে চিহ্নিত হয়েছিল।

মি. আইন্সটাইন আরো বলেন, এআই বুম যা ভীষন ভাবে এনভিডিয়াকে বুস্ট করে সে স্যামসাং এর আয়কেও উপরে ঠেলে দেয়। স্যামসাং ইলেকট্রনিকস হলো সাউথ কোরিয়ান করপোরেশন  স্যামসাং গ্রপের  ফ্লাগশীপ ইউনিট ।

পরের সপ্তাহে এই প্রযুক্তি কোম্পানীটি হয়তো তিনদিনের একটি ধর্মঘটের মধ্যে পড়বে যেটা সোমবারে শুরু হতে পারে।একটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন বোনাস এবং সময় ঘন্টার উপরে আরো স্বচ্ছতার দাবীতে এই ধর্মঘট ডেকেছে।