রয়টার্স
৫ নভেম্বরের নির্বাচন থেকে সরে যাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন । তিনি দৃপ্তকন্ঠে বলে গেলেন যে, তিনি গণতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা ও তার রক্ষায় সবসময় শ্রদ্ধাশীল। তার ভাষণের পরেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের মধ্যে শুরু হলো নির্বাচনী লড়াই।


বাইডেনের ভাষনের কিছুক্ষণ আগেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার এক নির্বাচনী প্রচারণা সভায় আগামী ৫ নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্ধি কমালা হ্যারিসকে খূব দুর্বল প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন।
ইসরাইল গাজা থেকে ৫ম যুদ্ধবন্ধির লাশ ফেরত আনলো
আল জাজিরা
ইসরাইলী সামরিক বাহিনী গাজা থেকে তাদের ৫ম যুদ্ধবন্ধির লাশ ফেরত আনার কথা নিশ্চিৎ করেছে। রাভিড কার্টজ নামে এই ব্যাক্তি নির ওজ কিবুজ সিকিউরিটি টিমের সদস্য ছিলেন যিনি ৭ অক্টোবরে নিহত হয়েছিলেন এবং তার লাশ প্যালেস্টাইনিরা নিয়ে গিয়েছিল।

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভরত গাজাযুদ্ধ বিরোধীরা
এর আগে ইসরাইলি সেনাবাহিনী দুইজন সামরিক ও দুইজন বেসামরিক মোট চার ব্যক্তির লাশ উদ্ধারের কথা জানিয়েছিল । ঐ ৪ ব্যক্তির লাশ দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫ ব্যক্তিকে ইতোমধ্যে মৃত ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী।
চায়না এবং রাশিয়া বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোতে একমত হয়েছে
সিজিটিএন
চায়না ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক বিনিয়োগ ও এনার্জি সহযোগিতা আরো বাড়ানোর জন্যে একমত হয়েছে। সাম্প্রতিক কতগুলো ধারাবাহিক উচ্চক্ষমতাসম্পন্ন মিটিং এর ফলশ্রুতিতে এই চুক্তিগুলো সম্ভব হলো।

চাইনিজ ভাইস প্রিমিয়ার দিং জুয়েজিয়াং গত রবিবার থেকে মঙ্গলবার রাশিয়াসফর করেছেন।
চাইনিজ ভাইস প্রিমিয়ার দিং জুয়েজিয়াং গত রবিবার থেকে মঙ্গলবার রাশিয়াসফর করেছেন। তিনি চায়না-রাশিয়া ইনভেস্টমেন্ট কো অপারেশন কমিটির ১১তম মিটিং যেটি ২১তম চায়না-রাশিয়া এনার্জি কো অপারেশন কমিটি এবং ৬ষ্ঠ চায়না-রাশিয়া এনার্জি বিজনেস ফোরাম।
Sarakhon Report 


















